28/07/2025
ফেইক আইডি করে কিংবা ধর্মীয় অবমাননা দেখিয়ে উস্কানি দিয়ে বাংলাদেশে দিনের পর দিন সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, বাড়িঘর লুটপাট, হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, হত্যা এসব কর্মকাণ্ড দিনের পর দিন চলে আসছে!!
কিন্তু তদন্তে কিংবা ঘটনায় সিসিটিভির বর্ণনায় পরে জানা যায় সবকিছুই বানানো নাটক ছিল।
কিন্তু আজারি যে সময় বিশ্বনবী মুহাম্মদ স: কে কটুক্তি করে
সে সময় আপনারা নিরব দর্শক!!
আর ধর্ম কি এতই সস্তা?? শুনার সাথে সাথে ঝাঁপিয়ে পড়তে হয়??
আমার তো মনে হয় না ধর্ম এত সহজ এত সস্তা!!
এখন আসেন আর একটা প্রশ্নের উত্তর দেন ধরে নিলাম ফেইক আইডি নয় ঘটনাটি সত্য!!
সেটা দেখার জন্য প্রশাসন আছে, প্রশাসন অবশ্যই বিচার করবে।
এক বাড়িতে হামলা না করে?? আপনারা ১৫-২০ টা বাড়িতে হামলা করেন কেন?? এখন আপনারাই বলেন কারা সঠিক কারা বেঠিক!!
আপনাদের শরীরে মানুষের রক্ত বহমান হলে অবশ্যই এসব করতে পারতাম না।
আর কথা বাড়িয়ে লাভ নেই মূর্খদের জ্ঞান দিতে চাই না শিক্ষিত সমাজে পাঁচটা ঘটনার বর্ণনা দিলাম।
এসব ঘটনা সম্পূর্ণ বানানো ছিল কিন্তু অত্যাচার ছিল সত্য।
সব ঘটনাই পরিকল্পিত ছিল।
বর্তমানেও তাই হচ্ছে।
পাঁচটা ঘটনা বর্ণনা করলাম সাথে কিন্তু তথ্যসূত্রের লিংক নিউজ পেপার গুলোতে এসেছে সেগুলো মেনশন করে দিয়েছি।
১. রামু, কক্সবাজার — ২০১২
ঘটনা: ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ এনে বৌদ্ধ সম্প্রদায়ের উপর হামলা চালানো হয়। এটি হিন্দুদের উপর সরাসরি না হলেও, “ফেক আইডি দিয়ে গুজব ছড়ানোর” ক্লাসিক উদাহরণ। পরে প্রমাণ হয় অভিযুক্ত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টটি নকল ছিল।
সূত্র: BBC News, The Daily Star
২. নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া — ২০১৬
ঘটনা: এক হিন্দু যুবকের বিরুদ্ধে ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে ৩০টিরও বেশি হিন্দু বাড়ি ও ১৫টির বেশি মন্দিরে হামলা চালানো হয়।
পরবর্তীতে: তদন্তে দেখা যায় ওই পোস্ট ফেক আইডি থেকে করা হয়েছিল। প্রকৃত ঘটনা গুজব ছিল।
সূত্র: Dhaka Tribune, The Daily Star, Al Jazeera
৩. কুমিল্লা দুর্গাপূজা মণ্ডপ — ২০২১
ঘটনা: কোরআন শরীফ অবমাননার অভিযোগ তুলে দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ, বাড়িঘর, দোকানপাটে হামলা হয়। পরে তদন্তে উঠে আসে এটি পরিকল্পিতভাবে “গুজব” ছড়ানো হয়েছিল।
সূত্র: BBC Bangla, Prothom Alo, The Hindu
৪. সুনামগঞ্জ, শাল্লা — ২০২১
ঘটনা: এক হিন্দু যুবকের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে শতাধিক হিন্দু বাড়িঘরে হামলা করা হয়।
তদন্তে প্রমাণিত: যুবকটির ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়নি, বরং তার নামে ফেক আইডি বানানো হয়েছিল।
সূত্র: The Daily Star, Dhaka Tribune
৫. ফরিদপুর — ২০২২
ঘটনা: হিন্দু সম্প্রদায়ের একজন নারীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি করা হয়। পরে তদন্তে দেখা যায় তার ফেসবুক আইডি হ্যাকড ছিল।
সূত্র: Bdnews24, Jugantor
সারাংশ:
প্রতিবারই “ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত” বলে গুজব ছড়িয়ে, পরিকল্পিত হামলার ঘটনাগুলো ঘটেছে।
তদন্তে বারবারই দেখা গেছে ফেক আইডি, হ্যাকিং, অথবা ইচ্ছাকৃত গুজব ছড়ানোর মাধ্যমে সংখ্যালঘুদের উপর আক্রমণ পরিচালনা করা হয়েছে।