
10/11/2023
আমার ধারণা বেশিরভাগ পাঠক আমার এসব লেখা খুব একটা গুরুত্ব দিয়ে পড়ে না। বোধহয় তারা কেবল রিডিং পড়ে। কোথাও ধাক্কা খেলে ডিঙিয়ে না যেয়ে সেখানেই যে তরী বেঁধে ফেলতে হয়, বই পড়ার সময় এই কথাটি চরম সত্য।
যদিও খুব কম পাঠকের প্রতিক্রিয়া আমার জানার সুযোগ হয়েছে। ফেসবুকে কমেন্টে “ খুব ভালো লেখেন “ টাইপ প্রতিক্রিয়ার কথা বলছি না। আমি বলছি তার কথা, যে আমাকে নিয়ে যাবে মৃত সমুদ্র তীরে।
#নিকটবর্তী_ব্যবধান Books of Zunayed Evan