কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন - Kotchandpur Railway Station

  • Home
  • কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন - Kotchandpur Railway Station

কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন - Kotchandpur Railway Station কোটচাঁদপুর স্টেশনের যাত্রিদের সেবায় আমাদের এই পেজ নিয়জিত

06/11/2025

যশোর, নওয়াপাড়া, খুলনা গামী সুন্দরবন এক্সপ্রেস চুয়াডাঙ্গা ছেড়ে এসেছে। কোটচাঁদপুর আসবে দুপুর ২ টার দিকে। তথ্যঃ তপু ভাই

06/11/2025

খুলনা গামী সাগরদাঁড়ি এক্সপ্রেস দর্শনা হল্ট অবস্থান করছে
সময়: সকাল ৯.৩৮
তথ্যঃ মাহমুদা সিদ্দিকা

05/11/2025

যশোর, নওয়াপাড়া, খুলনা গামী রুপসা এক্সপ্রেস কোটচাঁদপুর আসবে বিকাল ৪ টা ২০ এর দিকে।

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে মেইল রকেট ট্রেনটির চাকার স্প্রিং খুলে পড়ে যাওয়ায় বর্তমানে এই ট্রেনটি স্টেশনে অবস্থান করছে লুপ ...
05/11/2025

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে মেইল রকেট ট্রেনটির চাকার স্প্রিং খুলে পড়ে যাওয়ায় বর্তমানে এই ট্রেনটি স্টেশনে অবস্থান করছে লুপ লাইনে।

আশা করা যাই অন্য ট্রেনের সময়সূচিতে বিলম্ব হবে না।

ছবিঃ সংগ্রহকৃত

আবাসস্থল পরিবর্তনের কারনে কেউ আগের ভোটার এলাকা চেইঞ্জ করতে চাইলে ১০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
05/11/2025

আবাসস্থল পরিবর্তনের কারনে কেউ আগের ভোটার এলাকা চেইঞ্জ করতে চাইলে ১০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

কোটচাঁদপুরের 'তরিতা' নতুন কুঁড়ি ২০২৫ এ ক গ্ৰুপ থেকে আধুনিক গানে তৃতীয় স্থান অধিকার করেছে। আগামীতে কোটচাঁদপুরের নাম  উজ...
02/11/2025

কোটচাঁদপুরের 'তরিতা' নতুন কুঁড়ি ২০২৫ এ ক গ্ৰুপ থেকে আধুনিক গানে তৃতীয় স্থান অধিকার করেছে। আগামীতে কোটচাঁদপুরের নাম উজ্জ্বল করে নিজেকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাক তরিতা। একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠুক আমাদের আগামীর ভবিষ্যত।

অভিনন্দন তরিতা

02/11/2025

দর্শনা 👉 দর্শনা হল্ট 👉উথলী👉 কোটচাঁদপুর 👉মোবারকগঞ্জ👉যশোর 👉নড়াইল👉 কাশিয়ানি ভায়া পদ্মা সেতু হয়ে ঢাকা নতুন ট্রেন রুট চাই।
২৬ শে নির্বাচনী ইশতেহার

31/10/2025

যশোর, নওয়াপাড়া খুলনা গামী সুন্দরবন এক্সপ্রেস পোড়াদাহ ছেড়ে এসেছে। কোটচাঁদপুর আসবে দুপুর ২ টা ১৫ এর দিকে।

বার্ষিক_পিকনিক_২০২৬সম্মানিত সুধী, আসসালামু ওয়ালাইকুম....💝আপনারা সকলে ইতোমধ্যে অবগত হয়েছেন BRFF রেল ফ্যান  গ্রুপের পক্ষ থ...
28/10/2025

বার্ষিক_পিকনিক_২০২৬
সম্মানিত সুধী, আসসালামু ওয়ালাইকুম....💝

আপনারা সকলে ইতোমধ্যে অবগত হয়েছেন BRFF রেল ফ্যান গ্রুপের পক্ষ থেকে বার্ষিক পিকনিক-২০২৬ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
২০২৫ সালের ২৮ নভেম্বর, শুক্রবার 😊

গ্রুপের প্রথা অনুযায়ী বার্ষিক পিকনিক পর্যায়ক্রমে পূর্ব ও পশ্চিমাঞ্চলে করার রেওয়াজ রয়েছে। সর্বশেষ পিকনিক পশ্চিমাঞ্চলের সুন্দরবনে হওয়ায় এবার পূর্বাঞ্চলে করার পালা। তাই এবার ও আমাদের পছন্দ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ পর্যটন স্পট দুটি পাতা, একটি কুড়ির দেশ খ্যাত চা সমৃদ্ধ জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গল।

সবাই একসাথে মিলিত হওয়ার স্থানঃ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ।

সকালের নাস্তা শেষ করে গাড়ি ছাড়বে সকাল : ৮.০০
প্রোগ্রাম সমাপ্তির সম্ভাব্য সময় :১৭.৩০

আমাদের আয়োজন শুরু হবে সকালের নাস্তা শেষে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে। ছাদ খোলা জীপ গাড়িতে করে শ্রীমঙ্গলের আঁকা-বাকা পাহাড়ি রাস্তায় নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছাবো মাধবপুর লেকে৷ সেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করে ফেরার পথে নূর জাহান ট্রি গার্ডেনে (শ্রীমঙ্গলের সবচেয়ে মনোরম চা বাগানের দৃশ্য এখানেই মিলবে) কিছুটা সময় কাটিয়ে চলে আসবো লাউয়াছড়া উদ্যানে। এখানে সবুজের বুকে প্রবেশ করে প্রকৃতির সান্যিধ্যে আমরা বেশ কিছু সময় অবস্থান করব এবং ট্রেনের মুভমেন্ট নিয়ে পারাবত, পাহাড়িকা ট্রেনের সাথে ছবি, ভিডিও নিবো। এরপর আমরা সুবিধাজনক স্থানে জুম্মা সালাত আদায় করে দুপুরের খাবার খেয়ে বিকেলে শ্রীমঙ্গলের আশেপাশের দর্শনীয় স্থান গুলোতে সময় কাটবো। সন্ধ্যার মধ্যে শ্রীমঙ্গলে ফিরে চা চক্র শেষে ৭১০ পারাবত বা নিজ নিজ বাহনে সবাই নিজ নিজ গন্তব্য রওনা দিব ইনশাাল্লাহ।।

★ আসছে আগামী ২৮শে নভেম্বর। রোজঃ শুক্রবার। Bangladesh Railway Fans' Forum (BRFF) গ্রুপের পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পিকনিকের চাঁদাঃ ১৫৫০/- ( একহাজার পাঁচশত পঞ্চাশ টাকা মাত্র)।

★★ টাকা পাঠানোর ক্ষেত্রে কোন চার্জ প্রযোজ্য নয়।

★*অর্ন্তভুক্ত থাকছে যা যা :-

★সকালের নাস্তা

★দুপুরের খাবার

★ বিকেলের স্নাকস

★ আকর্ষনীয় টিশার্ট,

★স্যুভেনিয়র গিফট।

★শ্রীমঙ্গল - লাউয়াছড়া - মাধবপুর লেক - চা-বাগান ঘুরার জীপ ভাড়া

★লাউয়াছড়া উদ্যানসহ যে কোন স্পটে অভ্যন্তরে দর্শনার্থী টিকেট।

সুযোগ থাকছে ফ্যামিলির মেম্বারদের সাথে নিয়ে যাওয়ার।

★ রেজিস্ট্রেশনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৫।

★ চাঁদা পাঠিয়ে আপনার টি -শার্টের সাইজ অবশ্যই কনফার্ম করার জন্য অনুরোধ করছি।

★ টাকা পাঠানোর বিকাশ নম্বর সমুহ বিভাগ অনুসারেঃ

০১। ঢাকা ও বরিশাল বিভাগঃ
Abu Musa
( 01757173419 - বিকাশ, রকেট, নগদ)

০২। খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগঃ
Md Ruhul Amin Rimon ( 01706084066-7 বিকাশ রকেট)

০৩। রংপুর বিভাগঃ
Manob Sarkar
( 01738073684-6 বিকাশ, নগদ রকেট)

০৪। চট্টগ্রাম বিভাগঃ

Ahmed Faysal ( 01941044091- বিকাশ, নগদ)

০৫। ময়মনসিংহ এবং সিলেট বিভাগঃ Rudra Dipta Pandit ( 01856447206- বিকাশ)

★ শুধু টি শার্ট নিতে চাইলে যোগাযোগ করুন

Sultan Mohammad Badsha
শুধু টি শার্টের মুল্য ৩৮০/-

বিকাশ/নগদ

রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ১০-১১-২০২৫ ইং।

পিকনিক উপলক্ষে থাকবে রেল কেন্দ্রীক ছবি এবং ভিডিও কনটেস্ট। 👍

আরো বিস্তারিত জানতে আপনার প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন আর গ্রুপেই চোখ রাখুন।

কোটচাঁদপুর বা ঢাকা থেকে যাঁরা যেতে চান ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

চট্টগ্রামে মালগাড়ি ভয়াবহ এক্সিডেন্ট। আল্লাহ তুমি হেফাজত করো সবাই কে
28/10/2025

চট্টগ্রামে মালগাড়ি ভয়াবহ এক্সিডেন্ট। আল্লাহ তুমি হেফাজত করো সবাই কে

22/10/2025

নাটোর সান্তাহার,পার্বতীপুর,সৈয়দপুর হয়ে চিলাহাটি গামী সীমান্ত এক্সপ্রেস খুলনা স্টেশনে লাইন থেকে পড়ে গেছে। ট্রেন ছাড়তে লেট হবে।

22/10/2025

রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস কোটচাঁদপুর ছেড়ে যাবে। লেট প্রায় ৩ ঘন্টা ৪০ মিনিট

Address

Kotchandpur Railway Station

7330

Alerts

Be the first to know and let us send you an email when কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন - Kotchandpur Railway Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন - Kotchandpur Railway Station:

  • Want your business to be the top-listed Media Company?

Share