03/12/2025
মা তো মা ই হয়। একবার শুধু মাকে বলেছিলাম, কতদিন তোমার হাতের ভর্তা খাই না,যে সুনা সেই কাজ। শত অসুস্থ থাকার পরও মেয়ের আবদার পূরণ করে দিল। মাকে তো আর ধন্যবাদ দেয়া যায় না আর ধন্যবাদ দিয়ে শেষ করাও যাবে না। আল্লাহ তোমাকে সব সময় ভাল রাখুক মা। হয়তো সামনে কখনো বলা হয়নি কিন্তু অনেক ভালোবাসি তোমাকে 🥹আল্লাহ তোমাকে সুস্থ রাখুক ভালো রাখুক 🤲তুমি আছো বলেই এত আবদার সাজে 🥹