PaSt -Ex

PaSt -Ex rules

আল্লাহ না জানি কোন মায়ের বুক খালি হয়ে গেলো😭আজ বিকালে  অজ্ঞাত মৃত ব্যক্তি টিকে এভাবে ডেমরা এলাকায় পাওয়া যায়। এখন ও পরিচয়...
23/07/2025

আল্লাহ না জানি কোন মায়ের বুক খালি হয়ে গেলো😭আজ বিকালে অজ্ঞাত মৃত ব্যক্তি টিকে এভাবে ডেমরা এলাকায় পাওয়া যায়। এখন ও পরিচয় পাওয়া যায়নি সবাই শেয়ার করে পরিচয় পেতে সাহায্য করুন।আর কেউ চিনে থাকলে ডেমরা থানার নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
অফিসার ইনচার্জ ডেমরা স্যার :০১৩২০০৪০৫৩৭
ডিউটি অফিসার : ০১৩২০০৪০৫৪৪
এসআই কাকন: ০১৭৯৩০৭১৮০৮

এটা গাঁ''জা নয় বাংলাদেশের দৃশ্য..!!!😭
22/07/2025

এটা গাঁ''জা নয় বাংলাদেশের দৃশ্য..!!!😭

22/07/2025

বিভিন্ন গনমাধ্যম পেইজে সবাই বলছে যে পাইলট শেষ পযর্ন্ত লড়ে গেছেন চাইলে বিমান থেকে বের হয়ে যেতে পারতেন প্যারাসুট দিয়ে অথচ উনার বক্তব্য শুনে ইস্পষ্ট বুঝাছে যাচ্ছে পাইলট বিমান থেকে প্যারাসুট দিয়ে বের হয়ে গিয়ে অন্য একটি স্থানে পড়ে ছিলেন আসলে এটা তদন্ত সঠিক ভাবে করলে আসল ঘটনা বের হয়ে আসবে এর সাথে কারা জড়িত

21/07/2025

মনে করেছিলেন সন্তান হয়তো বেঁচে নেই
দীর্ঘ সময় সন্তানকে খোঁজার পরে সন্তাকে দেখতে পেয়ে মা
কাঁন্নায় ভেঙ্গে পরেন
Video : Collected

"উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্ব*স্ত"কেউ চিনে থাকলে অভিভাবকদের ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিন।মেয়েটি ঢাকা মেডিকেলে ভর্...
21/07/2025

"উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্ব*স্ত"কেউ চিনে থাকলে অভিভাবকদের ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিন।মেয়েটি ঢাকা মেডিকেলে ভর্তি আছে।অনুগ্রহ করে সবাই শেয়ার করুন।হে আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন,আমিন।

21/07/2025

মাইলস্টোন স্কুলের ভিতর..বিমান দূর্ঘটনা হয়ে অনেক শিশু আহত ও নিহত 🥲🥲

20/07/2025

মা ছাড়া নিশ্বার্থ ভালো কেউ বাসে না☺️

কি মর্মান্তিক কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নারান্দি ইউনিয়নের নারান্দি গ্রামে ৭ বছরের একটি বাচ্চা মেয়ে গলায় ফাঁস দিয়ে মৃ...
18/07/2025

কি মর্মান্তিক
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নারান্দি ইউনিয়নের নারান্দি গ্রামে ৭ বছরের একটি বাচ্চা মেয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরন করেন এখনো কারণ জানা যায় নি!! 😭😭
সংগৃহীত

18/07/2025

মানুষ হয়ে মানুষ বাঁচানোর আনন্দ!

রবীন্দ্রনাথ দাস।
বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। পেশা‌য় একজন জেলে। ৬ বছর আগে তিনি ও তার আরও ১৫ জন সঙ্গী হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্রলার থেকে মাছ ধরছিলেন। হঠাৎ এক প্রবল ঝড় শুরু হয়। এক সময় ট্রলারটি উল্টে যায়। প্রত্যেকে বিশাল ঢেউয়ের মাঝে ভেসে যান। রবীন্দ্রনাথও ভেসে গিয়েছিলেন। পেশায় জেলে হওয়ার কারণে তার মধ্যে জলের ভয় ছিল খুবই কম এবং সাহসও ছিল প্রচুর। তাই গভীর সমুদ্রে ভেসে যাওয়ার পরেও তিনি বেঁচে থাকার আশা হারাননি। তিনি সাঁতার কাটতে থাকেন, সাঁতার কাটতেই থাকেন—উপরে আকাশ আর নিচে বিশাল জলরাশি, রবীন্দ্রনাথ সাঁতার কেটেই চলেন।

এক ঘন্টা দুই ঘন্টায় রূপান্তরিত হয়, এক দিন দুই দিনে রূপ নেয়—রবীন্দ্রনাথ সাঁতার কাটতে থাকেন। রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে পড়ে, কিন্তু বেঁচে থাকার কোনও উপায় পাচ্ছিলেন না। যখন বৃষ্টি হতো, তখন বৃষ্টির পানিই ছিল তার খাবার। কারণ সমুদ্রের নোনাজল তো পানযোগ্য নয়। তবুও রবীন্দ্রনাথ হার মানেননি। তিনি সাঁতার কেটেই চলেন, চলতেই থাকেন।

৫ দিন কেটে যায়। ৫ দিন পর প্রায় ৬০০ কিলোমিটার দূরে কক্সবাজারের কুতুবদিয়া পৌঁছে যান তিনি। সেই সময় বাংলাদেশের জাহাজ ‘এমভি জাওয়াদ’–এর ক্যাপ্টেন দূর থেকে তাকে সাঁতার কাটতে দেখে ফেলেন। তিনি সঙ্গে সঙ্গে একটি লাইফ জ্যাকেট ছুঁড়ে দেন তার দিকে। কিন্তু রবীন্দ্রনাথ তখন তা ধরতে পারেন না। তিনি নিচে চলে যাচ্ছিলেন। তবুও জাহাজের ক্যাপ্টেন জাত, ধর্ম, সীমান্তের কাঁটাতারের পার্থক্য ভুলে তাকে উদ্ধারের জন্য ছুটে যান।
কিছুক্ষণ পর রবীন্দ্রনাথ আবার কিছুটা দূরে চোখে পড়েন। তখন ক্যাপ্টেন তৎক্ষণাৎ জাহাজ ঘুরিয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুঁড়ে দেন। এক পর্যায়ে রবীন্দ্রনাথ সেটি ধরতে সক্ষম হন। এবং ধীরে ধীরে জাহাজের দিকে এগিয়ে আসেন। সমুদ্রের মাঝে একটি ক্রেন ফেলে তাকে উপরে তুলে আনা হয়।

তাকে জাহাজে তোলার দৃশ্যটি জাহাজের এক নাবিক ভিডিও করে নেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, যখন রবীন্দ্রনাথকে সফলভাবে জাহাজে তোলা হয়, তখন জাহাজের সকল নাবিক আনন্দে চিৎকার করে ওঠেন। একজন মানুষকে বাঁচানোর আনন্দে তারা নিজেদের হারিয়ে ফেলেন।
একজন মরতে থাকা মানুষের প্রাণ ফিরিয়ে দেওয়ার যে রোমাঞ্চ তা আপনি ভিডিও দেখলে অনুভব করতে পারবেন।

ধন্যবাদ এমভি জাওয়াদ-এর ক্যাপ্টেনকে, ধন্যবাদ এমভি জাওয়াদ জাহাজে উপস্থিত সকল নাবিককে। একজন মানুষকে নতুন করে জীবন দিয়ে তারা মানবতার এক দীপ্ত উদাহরণ স্থাপন করেছেন, যা বিশ্বের মানুষকে আরও মানবিক করে তুলবে।
মানুষ পারস্পরিক বিভেদ ভুলে যেতে শিখবে।
মানুষ হওয়া শিখবে।

13/12/2022

Ex কে ভোলার জন্য Next এর কাছে গিয়ে বাঁশ খেয়ে!😎🙂

২ জনকেই ভুলতে না পারা আমি!😭🥹

28/05/2022

- মনের কথা বলতেও একটা মনের মানুষ লাগে!🤍🐾

15/05/2022

Insah allah one day 🥰🥀
Uh & Meh💚

Address


Telephone

+8801645742467

Website

Alerts

Be the first to know and let us send you an email when PaSt -Ex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share