
06/05/2025
এইযে হুটহাট রাগারাগি, মান অভিমান। ভালোবাসি বলেই তো না-কি?
একটু মানিয়ে নিয়ে কাছে এসে রাগ করে 'ভালোবাসি' ব'লে দিলেই তো সব কিছু আগের মতো তাই না?
হাত ধরা, স্পর্শ করা। রোজ দিন বলব, 'একটু সাজো' কাজল দিও শাড়িও পড়িও। কপালে একটা টিপ দিও। চাইলে বাঁকা করে রাখতে পারো। বাঁকা টিপ দেয়া কপাল দেখতে বেশ লাগে। তোমার সাথে এই ব্যাপার টা একদম যায়।
'ভালোবাসো তো?'
আচ্ছা ধরো একদিন শাড়ি পড়েই বের হ'লে। অস্বস্তি লাগবে? না মানে তোমার তো শাড়ি পড়ে বাহিরে ঘুরাঘুরি হয়নি। যাবে একদিন?
ওয়ান-টাইম গ্লাসে করে চা খাব। আর শুনো শুনো, হেঁটে হেঁটে খাব। হেঁটে চা খাওয়ার মজা আলাদা।
এ্যাঁই শুনো, 'ভালোবাসো তো?'
যাবে একদিন? যাবে তো?
__খালেদ রহমান