Ƭʜᴇইনসাফヅ

  • Home
  • Ƭʜᴇইনসাফヅ

Ƭʜᴇইনসাফヅ Palestine
Gaza

31/05/2025
নদীমাতৃক বাংলাদেশের নদী দূষণ 😥
08/05/2025

নদীমাতৃক বাংলাদেশের নদী দূষণ 😥

12/04/2025
12/04/2025

pelestain

22/01/2025

হাসিমুখ পরিবার কুইজ - ০৫
হাসিমুখ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে মাসিক কুইজ। কুইজের একাধিক সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ভাগ্যবান মোট ০৫ জন বিজয়ী উপহার হিসেবে পাবেন, '৩৬৫ দিনের ডায়েরী' বইটি।
কুইজে অংশগ্রহণের নিয়মাবলীঃ
• প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাতে হবে এবং ৫ জন বন্ধুকে কমেন্ট বক্সে ম্যানশন করে পোষ্টটি পাবলিক করে নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে।
• প্রতিযোগিতায় অংশগ্রহণ করার শেষ সময় ৩১ই জানুয়ারী ২০২৫ পর্যন্ত।
• কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।
• কুইজে অংশগ্রহণকারীকে অবশ্যই চট্টগ্রাম জেলার সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
যেকোন ধরনের পরিবর্তন, পরিবর্ধন ও বিজয়ী নির্বাচন এর ক্ষেত্রে হাসিমুখ পরিবারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

13/01/2025

.
Ƭʜᴇইনসাফヅ ゚viralシ ゚

07/01/2025

.


゚viralシ

20/12/2024

হাসিমুখ পরিবার কুইজ - ০৪

হাসিমুখ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে মাসিক কুইজ। কুইজের একাধিক সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ভাগ্যবান মোট ০৫ জন বিজয়ী উপহার হিসেবে পাবেন, 'কবীরা গুনাহ্' বইটি।

কুইজে অংশগ্রহণের নিয়মাবলীঃ
• প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাতে হবে এবং ৫ জন বন্ধুকে কমেন্ট বক্সে ম্যানশন করে পোষ্টটি পাবলিক করে নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে।
• প্রতিযোগিতায় অংশগ্রহণ করার শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
• কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।
• কুইজে অংশগ্রহণকারীকে অবশ্যই চট্টগ্রাম জেলার সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

যেকোন ধরনের পরিবর্তন, পরিবর্ধন ও বিজয়ী নির্বাচন এর ক্ষেত্রে হাসিমুখ পরিবারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

আত্মবিশ্বাস বৃদ্ধির দুআ সূরা ত্বহা-এর আয়াত ২৫-২৮ হলো মহানবী মূসা (আ.)-এর একটি বিশেষ দুআ, যা তিনি আল্লাহর কাছে করেছিলেন। ...
06/12/2024

আত্মবিশ্বাস বৃদ্ধির দুআ

সূরা ত্বহা-এর আয়াত ২৫-২৮ হলো মহানবী মূসা (আ.)-এর একটি বিশেষ দুআ, যা তিনি আল্লাহর কাছে করেছিলেন। এই আয়াতগুলোর অর্থ ও ব্যাখ্যা হলো:

আয়াতগুলো:

২৫: "মূসা বললেন, হে আমার রব! আমার বক্ষ প্রশস্ত করে দিন।

২৬: এবং আমার কাজ সহজ করে দিন।

২৭: এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন।

২৮: যাতে তারা আমার কথা বুঝতে পারে।"


ব্যাখ্যা:

১. "আমার বক্ষ প্রশস্ত করে দিন"

মূসা (আ.) আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি তাঁকে আত্মবিশ্বাস ও ধৈর্য্য প্রদান করেন। নবীগণের দায়িত্ব অত্যন্ত কঠিন। এই দোয়ায় তিনি তাঁর অন্তরের শক্তি ও প্রশান্তি চান।

২. "আমার কাজ সহজ করে দিন"

মূসা (আ.) চান তাঁর দায়িত্ব পালন সহজ হোক। আল্লাহর আদেশ পালন করতে অনেক বাধা আসতে পারে, তাই তিনি এই দোয়া করেন।

৩. "আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন"

মূসার (আ.) কথা বলতে কিছুটা জড়তা ছিল, তাই তিনি আল্লাহর কাছে অনুরোধ করেন যেন তাঁর কথা স্পষ্ট ও প্রভাবশালী হয়।

৪. "যাতে তারা আমার কথা বুঝতে পারে"

তাঁর দায়িত্ব ছিল ফেরাউন ও তার জাতিকে দাওয়াত দেওয়া। মূসা (আ.) প্রার্থনা করেন, যাতে তাঁর কথা তারা সহজে বুঝতে পারে এবং দাওয়াত গ্রহণ করতে পারে।

পাঠ থেকে শিক্ষণীয় বিষয়:

১. জীবনের কঠিন দায়িত্বগুলো সম্পাদনের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করা উচিত।

২. কাজ সহজ করার জন্য দুআ করা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ।

৩. কথা বলার ক্ষমতা ও প্রভাবের জন্য আল্লাহর কাছে দুআ করা উচিত।

৪. নবীদের দোয়া আমাদের জন্য দৃষ্টান্তস্বরূপ, যা বিভিন্ন পরিস্থিতিতে আমাদের কাজে আসতে পারে।

এই দোয়া আমাদের শেখায়, আত্মবিশ্বাস, সহজতা ও স্পষ্টতার জন্য সবসময় আল্লাহর উপর নির্ভর করা উচিত। আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য এবং আমাদের কাজগুলোকে সহজ করার জন্য মহান রবের নিকট প্রতিদিন প্রার্থনার মধ্যেও শামিল হোক এই দুআ।

মহান আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন।

আমিন।

Address


Telephone

+8801748998796

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ƭʜᴇইনসাফヅ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ƭʜᴇইনসাফヅ:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share