Kazi Shohidul Islam

  • Home
  • Kazi Shohidul Islam

Kazi Shohidul Islam Assalamualaikum

13/06/2024

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!

ইসলামিয়া মডেল ইনস্টিটিউটে সীমিত আসনে ভর্তি চলছে।

আপনি কি আপনার সন্তানের জন্য একটি ইসলামিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন? তাহলে আপনার জন্যই আমাদের এই প্রতিষ্ঠানটি।

ভর্তির জন্য যোগাযোগ করুন ঃ---01870028878 . স্থানঃ--
আড়িখোলা রেলওয়ে স্টেশন সংলগ্ন, কালিগঞ্জ, গাজীপুর।

জুম্মার আলোচনার দ্বিতীয় অংশ (০৩-০৫-২০২৪)
03/05/2024

জুম্মার আলোচনার দ্বিতীয় অংশ (০৩-০৫-২০২৪)

আজকে জুম্মার আলোচনা (২৬-০৪-২০২৪)
26/04/2024

আজকে জুম্মার আলোচনা (২৬-০৪-২০২৪)

আর মাত্র ৪ দিন।
02/04/2024

আর মাত্র ৪ দিন।

26/03/2024
প্রতিযোগিতার শর্তাবলী ১)  যারা ওস্তাদের স্টুডেন্ট শুধু মাত্র তারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে । ২) প্রতিযোগিতা...
24/03/2024

প্রতিযোগিতার শর্তাবলী

১) যারা ওস্তাদের স্টুডেন্ট শুধু মাত্র তারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে ।

২) প্রতিযোগিতা যে বই থেকে হবে, বইটি ওস্তাদের লেখা বইয়ের নাম ''আল কোরআন ও কালাম শিক্ষা"।

৩) সাজেশন দেয়া হয়েছে প্রতিযোগিতাটি " আল কোরআন ও কালাম শিক্ষা" বইয়ের কত থেকে কত নম্বর পৃষ্ঠার মধ্যে হবে ।

৪) প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন আবশ্যক ।
৫) প্রথম রমজান থেকে পঞ্চম রমজান পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে ।
৬)যারা রেজিস্ট্রেশন করবে শুধুমাত্র তারাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

৭) রেজিস্ট্রেশনের জন্য যারা পুরনো তাদের সার্টিফিকেটের ফটোকপি আর মেয়েদের জন্য সার্টিফিকেট ও নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে ।

৮) মেয়েদের ক্ষেত্রে বয়স ১৩ বছরের নিচে হতে হবে, প্রমাণের জন্য জন্ম নিবন্ধন এর ফটোকপি জমা দিতে হবে।

৯) রেজিস্ট্রেশন বাবদ ১০০ টাকা ফি জমা দিতে হবে, এই টাকার বিপরীতে পরীক্ষার্থীদের জন্য টুপি, ব্যাচ, কম্পোজ প্রশ্ন ও খাতা সরবরাহ করা হবে।

১০) নতুন যারা গ্রামার শেষ করেছে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে ।

১১)পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ রমজান রোজ শুক্রবার দুপুর ২ :৩০ মিঃ টা থেকে।

১২) প্রতিযোগিতার ফলাফল,পুরস্কার বিতরণী, কোরআন খতম, সার্টিফিকেট প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে ২৬শে রমজান বাদ জহর হতে আড়িখোলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ প্রাঙ্গনে ।

স্থান :আড়িখোলা, কালীগঞ্জ, গাজীপুর

22/03/2024

৯০ থেকে ৯৫% লোকের কেনো রোজা হয় না।
আজকে জুম্মার আলোচনার তৃতীয় অংশ (২২-০৩-২৪)

মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে, আমার জীবনেও তার  ব্যতিক্রম নয়। ছোট থেকে স্বপ্ন ছিল একটি সহীহ বই লিখব। মহান আল্লাহ সেই আ...
21/03/2024

মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে, আমার জীবনেও তার ব্যতিক্রম নয়। ছোট থেকে স্বপ্ন ছিল একটি সহীহ বই লিখব। মহান আল্লাহ সেই আশা পূরণ করেছে। আলহামদুলিল্লাহ
আমার প্রিয় বন্ধুরা, আমার লিখা এই বইটিতে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে

১) কেউ যদি চায় আমি সহিহ শুদ্ধভাবে কুরআন শিখব তাহলে তার জন্য খুব সহজভাবে কুরআন শিক্ষার তাজবীদ তথা গ্রামার গুলো তুলে ধরা হয়েছে ।

২) কেউ যদি চায় আমি অর্থসহ সহিশুদ্ধভাবে নামাজ শিখব, নামাজের ভিতরে আমি কি পড়ছি তা বুঝতে চাই তার জন্য পারফেক্ট আমার লেখা এই বইটি।

৩) আপনি যদি চান রাসুল (সাঃ) ফরজ সালাতের পর /সকাল - সন্ধ্যা ও রাতে কি আমল করতেন দলিল ভিত্তিক জানতে ও আমল করতে চাই তার জন্য পারফেক্ট আমার লিখা এই বইটি।

৪) সকল প্রকার মাসলা মাসায়েল সহ সকল নামাজের নিয়ম, পদ্ধতি জানতে আমার এই বইটি পারফেক্ট।

৫) কোন কাজের শুরুতে কোন দোয়া পড়বেন জানার জন্য আমার লিখা আল কুরআন ও কালাম শিক্ষা বইটি আপনার জন্য পারফেক্ট ।

এর অর্থ আমার এই বইটি একের ভিতরে পাঁচ ।

এই বইটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে নিচের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন।

০১৮৭০০২৮৮৭৮

আলোচনার দ্বিতীয় পর্ব।
08/03/2024

আলোচনার দ্বিতীয় পর্ব।

আজকে জুম্মায় আলোচনা হবে ইনশাআল্লাহ।
01/03/2024

আজকে জুম্মায় আলোচনা হবে ইনশাআল্লাহ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Kazi Shohidul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Shohidul Islam:

  • Want your business to be the top-listed Media Company?

Share