24/03/2024
প্রতিযোগিতার শর্তাবলী
১) যারা ওস্তাদের স্টুডেন্ট শুধু মাত্র তারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে ।
২) প্রতিযোগিতা যে বই থেকে হবে, বইটি ওস্তাদের লেখা বইয়ের নাম ''আল কোরআন ও কালাম শিক্ষা"।
৩) সাজেশন দেয়া হয়েছে প্রতিযোগিতাটি " আল কোরআন ও কালাম শিক্ষা" বইয়ের কত থেকে কত নম্বর পৃষ্ঠার মধ্যে হবে ।
৪) প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন আবশ্যক ।
৫) প্রথম রমজান থেকে পঞ্চম রমজান পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে ।
৬)যারা রেজিস্ট্রেশন করবে শুধুমাত্র তারাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
৭) রেজিস্ট্রেশনের জন্য যারা পুরনো তাদের সার্টিফিকেটের ফটোকপি আর মেয়েদের জন্য সার্টিফিকেট ও নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে ।
৮) মেয়েদের ক্ষেত্রে বয়স ১৩ বছরের নিচে হতে হবে, প্রমাণের জন্য জন্ম নিবন্ধন এর ফটোকপি জমা দিতে হবে।
৯) রেজিস্ট্রেশন বাবদ ১০০ টাকা ফি জমা দিতে হবে, এই টাকার বিপরীতে পরীক্ষার্থীদের জন্য টুপি, ব্যাচ, কম্পোজ প্রশ্ন ও খাতা সরবরাহ করা হবে।
১০) নতুন যারা গ্রামার শেষ করেছে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে ।
১১)পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ রমজান রোজ শুক্রবার দুপুর ২ :৩০ মিঃ টা থেকে।
১২) প্রতিযোগিতার ফলাফল,পুরস্কার বিতরণী, কোরআন খতম, সার্টিফিকেট প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে ২৬শে রমজান বাদ জহর হতে আড়িখোলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ প্রাঙ্গনে ।
স্থান :আড়িখোলা, কালীগঞ্জ, গাজীপুর