05/02/2024
বাড়িতে বানিয়ে ফেলুন জৈব #পেস্টিসাইড বা #কীটনাশক
বন্ধুরা আজকের দিনে যেকোনো চাষের ক্ষেত্রেই বিভিন্ন রকমের কীট বিভিন্ন ভাবে চাষীদের প্রভূত ক্ষতি করে চলেছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে গাছ কিন্তু নিজেই কীট ডেকে আনে বিভিন্ন নিউট্রিয়েন্টের মাটি থেকে বেশী বা কম হবার কারণে। যেমন আপনার গাছের নাইট্রোজেন পরিমাণ বেশি হলেও কীট আসবে আবার ক্যালসিয়ামের অভাব যদি আপনার গাছে থাকে তা হলেও বিভিন্ন ধরনের কীটের প্রাদুর্ভাব দেখা যায়।
এছাড়াও আরো একটা কথা সেটা হলো অমাবস্যার সময় গাছের উপরের দিকে রসের অভাব হয় প্রাকৃতিক কারণে, তাই এই সময়ে কীট পতঙ্গের আক্রমন বেশী করে হয়। তাই যেকোনো চাষের ক্ষেত্রেই অমাবশ্যার তিন চার দিন আগে কীটনাশক স্প্রে করা সব থেকে বুদ্ধিমানের কাজ।
বানানো পদ্ধতি : ( 10 লিটার জলের জন্য )
20 গ্ৰাম তামাক পাতা বা দোক্তা পাতা + 30 গ্ৰাম ফোটানো চুন + দেড় চা-চামচ হলুদ গুঁড়ো আলাদা করে ভিজিয়ে দিন তিনটি প্লাস্টিকের পাত্রে। প্রতিটি পাত্রে 200-300 মিলি জল নিন। চুন আর হলুদ গুঁড়ো মেশানো জল গুলো ভালো করে গুলিয়ে নেবেন।
15-20 মিনিট পর ঐ তামাক পাতার পাত্রে চুন আর হলুদ মেশানো পাত্রের জল গুলো ঢেলে দিন।
এবার এই মিশ্রণটি 24 ঘন্টা রেখে দিন বাড়িতে ছাওয়া জায়গায় সুতির কাপড় চাপা দিয়ে।
24 ঘন্টা কেটে যাওয়ার পর এই মিশ্রন টি এরপর ছেঁকে নিন, পুরো রক্তের রং এর মতো হবে দেখতে। দশ লিটারের ড্রামে ঢেলে বাকি নরমাল জল মিশিয়ে স্প্রে করে দিন।
যেকোনো ধরনের কীট পতঙ্গের ক্ষেত্রে এটি খুবই কার্যকরী ওষুধ।
ধন্যবাদ 🙏