Faithful Hearts

Faithful Hearts WELCOME

22/08/2025

08/08/2025

জুমার দিন কত ইম্পর্ট্যান্ট ..!

23/07/2025

23/07/2025

একতাবদ্ধ থাকতে হবে ..! 🥹❤️‍🩹🌺🤲

23/07/2025

মাইলস্টোন স্কুলের সিসি টিভি ফু'টে'জ

22/07/2025

গতকাল আসলে কি ঘটেছিলো?

বেশ কিছুক্ষণ আগে অনলাইনে আমরা অসমর্থিত একটি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছি। দূরের একটি বাড়ির সিসি ক্যামেরায় ধারনকৃত এই ফুটেজের সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে সেই ভিডিও ফুটেজ অনুসারে দেখা যায়,
হুট করে দ্রুত গতিতে ছুটে আসা ফাইটার জেটটি খাড়া নিচের দিকে পড়ে যাচ্ছে এবং পড়ে যাওয়ার পরপরই বিশাল আগুনের কুন্ডলী ও কালো ধোয়া দেখা যায়।
অনেক দূরের এই ফুটেজে মনে হচ্ছে পাইলট কোন জায়গা টার্গেট করে যাচ্ছিলো এরমধ্যেই বিমানটি পুরোপুরি বিকল হয়ে Nosedive করে স্কুলটির উপর আছড়ে পড়ে।
পুরোপুরি বিকল হয়ে যাওয়া জেটথেকে তখন পাইলট ইজেক্ট করেন বলে ধারনা করা হচ্ছে। ভিডিওফুটেজে টাইম স্ট্যাম্প হিসেবে ১:১৩ দেখা যাচ্ছে, অর্থাৎ উড্ডয়নের ৭ মিনিটের মাথায় বিমানের ত্রুটি নিয়ে বিমানটি ক্র‍্যাশ করে।

উৎসুক জনতা, কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউব সাংবাদিকদের জন্য ব্যহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। দয়া করে রাস্তায় ভিড় করে উদ্ধার কাজে...
21/07/2025

উৎসুক জনতা, কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউব সাংবাদিকদের জন্য ব্যহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। দয়া করে রাস্তায় ভিড় করে উদ্ধার কাজে বাধা প্রদান করবেন না

©️ সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
21/07/2025

আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

21/07/2025

সেনাবাহিনীর বিশেষ উদ্ধার অভিযান চলছে মাইলস্টোন কলেজে এ উত্তরাতে
⚠️ জরুরি রক্তের প্রয়োজন!

উত্তরা মাইলস্টোন স্কুলের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অনেক শিশু ও সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছেন। এখন প্রচুর পরিমাণে ব্লাড ডোনার প্রয়োজন।

যাঁরা সুস্থ এবং সক্ষম, রক্তদানে এগিয়ে আসুন।
এটি এখন আমাদের মানবিক দায়িত্ব।

📍 রক্ত প্রয়োজন নিচের হাসপাতালগুলোতে:
🔸 ঢাকা মেডিকেল বার্ন ইউনিট
🔸 কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
🔸 উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
🔸 কুয়েত মৈত্রী হাসপাতাল
🔸 উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
🔸 মনসুরআলী মেডিকেল কলেজ

🚫 দয়া করে দুর্ঘটনাস্থলে ভিড় করবেন না—এতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

🤲 আল্লাহ সকলকে হেফাজত করুন।

শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন! 🩸

মহান আল্লাহ বিপদমুক্ত করুন।আপনি সর্বশক্তিমান🤲
21/07/2025

মহান আল্লাহ বিপদমুক্ত করুন।
আপনি সর্বশক্তিমান🤲

Address

Dinajpur

Telephone

+8801610809416

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faithful Hearts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share