Md Delowar Hossain - Sami

Md Delowar Hossain - Sami Corporate Trainer in Cybersecurity | ISO 27001 Certified | Security Audits | CIP | CEH | CISO | GRC | SOC | Cyber Security Consultant

31/05/2025

🎯 NextDigiX Migration – Part-time Job Opportunity for Girls!
🌐 Work with a fast-growing migration and education consultancy firm.
📍 Gulshan 2 office (some remote work possible)

✅ We are Hiring: 4 Smart Girls (Part-Time)

🛠️ Job Responsibilities:
-page/WhatsApp inbox handling
-Canva দিয়ে পোস্ট ডিজাইন ও আপলোড
-Client follow-up & lead entry
-Seminar/IELTS club coordination
-Basic document handling (training will be given)

⏰ Work Schedule:
5 days/week, 4 hours/day (flexible)

💰 Salary:
Fixed: ৩,০০০ – ৫,০০০ BDT/month

Bonus: For each confirmed admission or visa (Commission-based)

🎁 Facilities:
-Certificate after 3 months
-Free training on IELTS & Migration Process
-Chance to become full-time team member

🧠 Requirements:
-Female only (Students preferred)
-Basic Facebook/Canva/Google Form knowledge
-Communication skill in Bangla or English
-Willingness to learn & grow

WhatsApp for remote interview : 01851115858
Nextdigix Migration.

29/05/2025

চায়না বিজনেস ভিসায়
গ্রুপ টুর
৫ রাত ৭ দিন
২০ জুন ২০২৫

ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বানস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড...
19/04/2025

ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যেকোনো দপ্তর, সংস্থা বা যেকোন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ঘুষ দাবি বা গ্রহণ, দুর্নীতি, অনিয়ম, কিংবা সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে, সম্মানিত নাগরিকদের তা দাখিলের জন্য আহ্বান জানানো যাচ্ছে।

অভিযোগে যথাযথ তথ্য, উপাত্ত ও প্রমাণ সংযুক্ত থাকলে, তা অগ্রাধিকার ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যেকোন অভিযোগ গুরুত্বের সাথে আমলে নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় ও তথ্য গোপন রাখা হবে।

অভিযোগ দাখিলের ই-মেইল ঠিকানা: [email protected]
জনস্বার্থে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঘুষ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের প্রেরণা।

https://youtu.be/x45lP81Pmq8
04/04/2025

https://youtu.be/x45lP81Pmq8

Learn English with Muhammad Yunus. Join him as he delivers a compelling keynote speech at the UC San Diego Commencement 2016. Yunus shares his transformative...

বিশ্বজুড়ে সরকার পতনের আন্দোলনে সারা জীবন কাটানো মানুষদের জন্য সম্ভবত এবারই প্রথম সরকারের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন করার প্রয়...
03/04/2025

বিশ্বজুড়ে সরকার পতনের আন্দোলনে সারা জীবন কাটানো মানুষদের জন্য সম্ভবত এবারই প্রথম সরকারের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন করার প্রয়োজন হতে পারে।

ড. ইউনুস রাষ্ট্রবিজ্ঞানে এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। তিনি, যিনি কোন রাজনৈতিক দলের সদস্য নন, যিনি সেনা সমর্থিত নন এবং কখনো রাজনীতি করেননি, আজ তিনি একটি রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন।

তিনি দুর্বল অর্থনীতি পুনর্গঠন করেছেন, বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করছেন, এবং পশ্চিমমুখী রাজনীতির পরিবর্তে পূর্বমুখী কৌশল সফলভাবে গ্রহণ করেছেন। বৃহৎ প্রতিবেশী শক্তির সঙ্গে সমঝোতা করে সেভেন সিস্টার্স অঞ্চলে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছেন। এতকিছুর পরেও বাজার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন, পাচারকৃত অর্থ ফেরত আনতে উদ্যোগ গ্রহণ করেছেন এবং প্রবাসী শ্রমিকদের জন্য বিমান ভাড়া কমিয়েছেন, যা হজ্জ্ব যাত্রীদেরও সহায়ক হবে।

রাজনীতি নিয়ে আমি খুব বেশি জানি না, তবে আমি চাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক, আইনশৃঙ্খলা সুষ্ঠু অবস্থায় থাকুক। আর কিছু চাই না। যারা রাজনীতি বুঝে, তারা নিজেদের মতো সিদ্ধান্ত নিন, আমি শুধু দেশের স্বার্থে একত্রে কাজ করতে চাই। যদি এই সরকারের টেকসই হওয়ার জন্য মাঠে নামতে হয়, আমি প্রস্তুত।

অন্ধদের দৃষ্টিশক্তি ফেরাতে নতুন প্রযুক্তি- নিউরালিংকের ‘ব্লাইন্ডসাইট’:ইলন মাস্কের নিউরালিংক দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ‘ব্...
02/04/2025

অন্ধদের দৃষ্টিশক্তি ফেরাতে নতুন প্রযুক্তি- নিউরালিংকের ‘ব্লাইন্ডসাইট’:

ইলন মাস্কের নিউরালিংক দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ‘ব্লাইন্ডসাইট’ নামে একটি মস্তিষ্কে বসানোর উপযোগী যন্ত্র তৈরি করেছে, যা এফডিএ’র অনুমোদন পেয়েছে।

কীভাবে কাজ করবে?
-এটি মস্তিষ্কের ভিজ্যুয়াল কর্টেক্সে স্থাপন করা হবে।
-ক্যামেরার মাধ্যমে ধারণ করা ছবি মাইক্রোইলেকট্রোডের সাহায্যে মস্তিষ্কে পাঠাবে।
-সম্পূর্ণ দৃষ্টিহীন ও জন্মান্ধ ব্যক্তিরাও দেখতে পারবেন।

পরীক্ষামূলক প্রয়োগ:
-২০২৪ সালের শেষ নাগাদ প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে এটি বসানো হবে।

-শুরুর দিকে কম রেজুলেশনের ছবি দেখা যাবে, তবে প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক দৃষ্টিশক্তির চেয়েও ভালো হতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

02/04/2025

চলুন বিমসটেক (BIMSTEC) সম্পর্কে বিস্তারিত জানি-

বিমসটেক (BIMSTEC) হলো Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation, যা বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত একটি আঞ্চলিক সংস্থা। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সংযোগ স্থাপন ও উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কাজ করে।

প্রতিষ্ঠা ও ইতিহাস
প্রতিষ্ঠা: ৬ জুন ১৯৯৭

প্রথম নাম: BIST-EC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation)

নাম পরিবর্তন: ১৯৯৭ সালে মিয়ানমার যোগ দেওয়ার পর নাম পরিবর্তন করে BIMST-EC করা হয়।

বর্তমান নাম: ২০০৪ সালে নেপাল ও ভুটান সদস্যপদ লাভ করলে এর নাম BIMSTEC রাখা হয়।

সদস্য দেশসমূহ
বর্তমানে বিমসটেকের সাতটি সদস্য দেশ রয়েছে:
বাংলাদেশ
ভারত
শ্রীলঙ্কা
থাইল্যান্ড
মিয়ানমার
নেপাল
ভুটান

সদর দপ্তর:
বিমসটেকের সদর দপ্তর ঢাকায়, বাংলাদেশে অবস্থিত।
সচিবালয় প্রতিষ্ঠিত হয়: ২০১৪ সালে।

বিমসটেকের লক্ষ্য ও উদ্দেশ্য
-সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি।
-বাণিজ্য ও বিনিয়োগের প্রসার।
-প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক সহযোগিতা।
-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।
-জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়ন।
-সন্ত্রাসবাদ প্রতিরোধ ও নিরাপত্তা সহযোগিতা।

বিমসটেকের কার্যক্রম ও খাতসমূহ:
বিমসটেক মূলত ১৪টি গুরুত্বপূর্ণ খাতে কাজ করছে, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো:
-বাণিজ্য ও বিনিয়োগ
-পরিবহন ও যোগাযোগ
-শক্তি
-পর্যটন
-কৃষি
-পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
-সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক নিরাপত্তা
-প্রযুক্তি
-মৎস্য ও সামুদ্রিক সম্পদ
-স্বাস্থ্য
-শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন

বিমসটেক সম্মেলন ও গুরুত্বপূর্ণ বৈঠক:
বিমসটেক শীর্ষ সম্মেলন (Summit) বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকেন।

শেষ শীর্ষ সম্মেলন: ৫ম শীর্ষ সম্মেলন ৩০ মার্চ ২০২২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছে।

পরবর্তী শীর্ষ সম্মেলন: ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন ৪ এপ্রিল ২০২৫ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়।

বিমসটেকের গুরুত্ব
বিমসটেক অঞ্চলটি প্রায় ১.৭ বিলিয়ন মানুষের আবাসস্থল এবং সংস্থার মোট জিডিপি প্রায় ৩.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সংস্থা।

চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ
-সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার ঘাটতি।
-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে ধীরগতি।
-সীমান্ত বিরোধ ও রাজনৈতিক অস্থিরতা।
-সন্ত্রাসবাদ ও নিরাপত্তা চ্যালেঞ্জ।
---------------------------------------------------------------------
অভিনন্দন...............

পালানোর রাস্তা বন্ধ, ছেলে পিছন থেকে টেনে ধরেছে!!!
02/04/2025

পালানোর রাস্তা বন্ধ, ছেলে পিছন থেকে টেনে ধরেছে!!!

আপা তো পুরাই কট 🤪🤪বিকাশ লাইট চালাই🤦‍♂️🤦‍♂️
01/04/2025

আপা তো পুরাই কট 🤪🤪
বিকাশ লাইট চালাই🤦‍♂️🤦‍♂️

আমার জন্মের আগে নাকি আমার লেভেল ১ সম্পন্ন হয়ছে!!🤣🤣😇😇
01/04/2025

আমার জন্মের আগে নাকি আমার লেভেল ১ সম্পন্ন হয়ছে!!🤣🤣😇😇

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। এখনো যারা বইটি সংগ্রহ করেননি। দ্রুত সংগ্রহ করে নিন রকমারি হতে।
01/04/2025

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। এখনো যারা বইটি সংগ্রহ করেননি। দ্রুত সংগ্রহ করে নিন রকমারি হতে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Md Delowar Hossain - Sami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Delowar Hossain - Sami:

Share