20/04/2025
আজ আমাদের #সিলেট নগরী জনপ্রিয় #সিলেট নগরের চৌহাট্টা পয়েন্ট আলপাইন রেস্টুরেন্টের সামনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে একটি যুবক ভাই মৃত্যু বরণ করেন।সেখানের সি.সি টিভির ফুটেজ এ দেখলাম সামনে দিয়ে ট্রাক আসছে মটরসাইকেল ট্রাক এর পাশে দিয়ে যাচ্ছে... এখন কথা সেই ট্রাক ড্রাইভার কি তার সামনে বা পাশে মটরসাইকেল আছে বলে দেখে নাই তখন তো মটরসাইকেল এর গতি ও তেমন ছিল না...
তাহলে এমন কেন হলো এর দায় কে নিবে... একজন মায়ের কুল পূরণ করে দেওয়ার মত কারো সাধ্য নেই। ব্যস্ততম রাস্তায় এই সময়ে ট্রাক তো চলাচলা করার কথা নয়...আমাদের আর কবে কান খাড়া হবে.. ঘোষ এর বিনিময়ে সময় অসময়ে আমাদের বুকের উপরে দিয়ে ট্রাক চলার অনুমতি দেওয়া হয়.. যেখানে কথা ছিল রাত ৯টার পর মালবাহী ট্রাক শহরের ভীতরের চলাচল করবে।
আল্লাহ তাহলা মৃত্যুবরণ কারী ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন....
#সিলেট নগরীর সবার কাছে আমার আকুল আবেদন আসুন আমরা সবাই আয়াজ তুলি সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরের ভিতরে কোন ধরনের ট্রাক চলবে না... বন্ধ থাকতে হবে....