
24/07/2025
বগুড়ার কাহালুতে ব'জ্রপা'তে কৃষকের মৃ/ত্যু
বগুড়ার কাহালু উপজেলার সদর ইউনিয়নের জয়তুল গ্রামে বজ্রপাতে মো. জাকের আলী (৩২) নামের এক কৃষকের ম'র্মা'ন্তি'ক মৃ*ত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এ দু'র্ঘট'না ঘটে।
নি"হত জাকের আলী জয়তুল গ্রামের মৃ''ত জামাল উদ্দিনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বিকেলে জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদের সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি পাশের একটি বড় বটগাছের নিচে আশ্রয় নেন। এ সময় আ'কস্মি'ক ব'জ্রপা'ত হলে তিনি গুরুতর আ'হত হন।
পরবর্তীতে স্বজনরা তাকে উ'দ্ধার করে দ্রুত কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন।
জাকের আলীর অকাল মৃ'ত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী বলছেন, “বিধির বিধান, না যায় খণ্ডন।”