Nohata TV

Nohata TV বিনোদন, সংবাদ

31/03/2025

ফেসবুকের সকল বন্ধুদের নহাটা টিভির এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।

30/03/2025

নৃশংস এই হামলার তিব্র নিন্দা জানাচ্ছি। সালধার ফুলমিয়া মোল্লার লোকজন ইফতারি খাওয়াকে কেন্দ্র করে এই হামলা চালায়।

তারামন বিবি, কাঁকন বিবি, শিরিন বানু মিতিল, আশালতা, রওশন আরা, বেগম ফোরকান, আলমতাজ বেগম ছবি, আলেয়া বেগম, করুণা বেগম, বীথিক...
26/03/2025

তারামন বিবি, কাঁকন বিবি, শিরিন বানু মিতিল, আশালতা, রওশন আরা, বেগম ফোরকান, আলমতাজ বেগম ছবি, আলেয়া বেগম, করুণা বেগম, বীথিকা বিশ্বাস, শিশির কণা...
সময়কাল : ১৯৭১ সাল

মনে পড়ে?
26/03/2025

মনে পড়ে?

26/03/2025

কেমন আছেন আপনারা?

26/03/2025

★★আজকে অনেক বড় বড় সাংবাদিক এবং অনেকে অনেক কিছু লিখতেছেন নয়ন ভাইয়ের সম্পর্কে। তবে আপনারা কি জানেন, বর্তমানে আপনারা যাদের সাফাই গান, স্যালুট দেন নামধারী কিছু নেতা এবং সমন্বয়ক। তারা তখন স্বৈরাচার হাসিনার ছাত্রলীগ বা আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিল এবং বাসায় নির্বিঘ্নে ঘুমাতো।

★ রবিউল ইসলাম নয়ন ভাই সেই নেতা, যিনি কখনো উনার নিজের জীবনের পরোয়া করে নাই। স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে প্রত্যেকটা সময় সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছেন। পুলিশ উনাকে রিমান্ডে এনে বর্বর নির্যাতন করে। ২০১৬ সালে পুলিশ গুলি করে হাসপাতালে ফেলে রেখে চলে যায়। কতদিন উনি জুম্মার নামাজ পর্যন্ত পড়তে পারে নাই পুলিশের যন্ত্রণায়। আমাদের হাই কমান্ডের অনেকেও হয়তো এখন অনেক ভিডিও অনেক ছবি দেখে অনেক কিছু বলতে পারেন।

★তবে এই রবিউল ইসলাম নয়ন ভাই একদিনে তৈরি হয়নি। নয়ন ভাই এই দলের সম্পদ - এই দেশের সম্পদ।
উনি কতটা পরোপকারী মানুষ যারা উনাকে দেখেছেন তারা জানেন। আমি নিজেকে গর্বিত মনে করে আমি উনার ছোট ভাই। সকল মিথ্যা প্রোপাগান্ডা কে ছাড়িয়ে দিয়ে আপনি এগিয়ে যান ভাই আমরা সবসময় আপনার সাথে আছি ইনশাল্লাহ ।

নহাটাতে ভাইরাল হওয়া ছাত্রীর সাথে চঞ্চল স্যারের কথাবার্তা। সুধীজনদের দৃষ্টি আকর্ষণ করছি।
20/10/2024

নহাটাতে ভাইরাল হওয়া ছাত্রীর সাথে চঞ্চল স্যারের কথাবার্তা। সুধীজনদের দৃষ্টি আকর্ষণ করছি।

(পোস্টটি সর্বোচ্চ শেয়ার চাই।)==অপরাধ যখন বিএনপি সমার্থক==গত ০২ মে ২০১৬ তারিখ নহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে ...
29/08/2024

(পোস্টটি সর্বোচ্চ শেয়ার চাই।)
==অপরাধ যখন বিএনপি সমার্থক==
গত ০২ মে ২০১৬ তারিখ নহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে আলী মিয়া এবং লিটন মিয়া গ্রুপের মধ্যে ইউনিয়ন ব্যাপি সংঘর্ষ হয় আর সেই সংঘর্ষের স্পট হয় বিল্লোপাড়া, সারদিন তান্ডব চলে বিল্লোপাড়া বিশ্বাস বাড়ি তথা আরও কয়-একটি গ্রামে। সর্বোচ্চ ক্ষতি হয় বিল্লোপাড়া বিশ্বাস বাড়িতে, বাড়ি-ঘড় ভাংচুর, লুটপাট চলে দিন ভর। এমনকি প্রায় ১০০টি বিদ্যুৎ এর মিটাট ভাংচুর করা হয়। পরের দিন জনাব আলী মিয়া চেয়ারম্যান হয়।
তার প্রায় তিন মাস ১৩ দিন পর ১৫/০৯/২০১৬ তারিখ সন্ধ্যায় বিল্লোপাড়ার মোঃ আয়েন উদ্দীন বিশ্বাসের ছেলে মোঃ আমিনুর বিশ্বাসকে একদল আওয়ামী সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে হাতুড়ি, টিউবওয়েলর হাতল, রড এবং বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মোঃ আমিনুর বিশ্বাসের উপর নৃশংস হামলা চালায়, মৃত ভেবে পুকুরে ফেলে রেখে চলে যায়। এতে তার শরীর প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়, সারা শরীরে প্রচুর জখমের চিহ্ন পাওয়া যায় যা ছবিতে স্পষ্ট, তাকে উদ্ধার করে মাগুরা সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারি পরিক্ষার পরে তার ডান পা এবং ডান হাত ভাঙ্গার সাথে সাথে হাড় গুলো গুড়ো হয়ে যায়। হাতুড়ির আঘাতেট দাগ তার শরীরে স্পষ্ট দেখা যাচ্ছে। সন্ত্রাসীরা শুধু তাকেই জখম করেনি তার পরিবারটাকেও ধ্বংস করে দিয়েছে, তার ৮ সদস্যের পরিবারে একমাত্র সেই উপার্জনকারী, অর্থ অভাবে কষ্টে চলে তার সংসার।

তার অপরাধ সে বিএনপির সমার্থক ছিলো। আজও সে তার কোন বিচার পায়নি। নহাটা ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গসংগঠন তথা সারা ইউনিয়ন বাসী এবং পুরো দেশবাসীর প্রতি আবেদন আপনারা এই জঘন্যতম কর্মকাণ্ডের বিচারের দাবি তুলুন। প্রসাশনের দৃষ্টিতে আর্কষণ করছি, আপনারা দোষীদের বিচারের মুখামুখি করুন।
আশা করি প্রতিটি অন্যায়ের বিচার হবে।

😭😭😭
16/08/2024

😭😭😭

16/08/2024
নহাটা বাজারে ব্যাপক সংঘর্ষ চলছে।
01/07/2024

নহাটা বাজারে ব্যাপক সংঘর্ষ চলছে।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে কে কত ভোট পেলেন।আবু আব্দুল্লাহেল কাফি-৭২৪ ভোট। ( সাবেক চেয়ারম্যান...
21/05/2024

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে কে কত ভোট পেলেন।
আবু আব্দুল্লাহেল কাফি-৭২৪ ভোট। ( সাবেক চেয়ারম্যান)
কাজী আনিসুর রহমান -৮৭৭ ভোট।
মোছাঃ বেবী নাজনীন -৫৯৩৯ ভোট।
( সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান)
মোঃ কবিরুজ্জামান কবির-৩৩৯৬২ ভোট।
এডভোকেট আব্দুল মান্নান-৪৩৯৭৭ ভোট।
মোঃ আনিসুল ইসলাম -৭৫৬৫ ভোট।
মো জাফর সাদিক-২৮৯ ভোট। ( বীর মুক্তিযোদ্ধা)

বিজয়ীঃ এডভোকেট আব্দুল মান্নান ৪৩৯৭৭ ভোট
নিকটতমঃ মোঃ কবিরুজ্জামান কবির -৩৩৯৬২ ভোট।

Address


Telephone

+8801738226015

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nohata TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nohata TV:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share