The Mind Over Creation

  • Home
  • The Mind Over Creation

The Mind Over Creation Ingenious Chakma!

31/10/2025

জগতের সকল প্রাণী সুখী হোক 🌺
সাদু সাদু সাদু🌺

রাজবনবিহার মহান কঠিন চীবর দানে প্রদর্শন জমজমাত জনসমুদ্রে পরিণত আজ🙂🙂আগামী দিনের মহান কঠিন চীবর দান যেন সুস্থ সফল ভাবে সম্...
30/10/2025

রাজবনবিহার মহান কঠিন চীবর দানে প্রদর্শন জমজমাত জনসমুদ্রে পরিণত আজ🙂🙂
আগামী দিনের মহান কঠিন চীবর দান যেন সুস্থ সফল ভাবে সম্পাদন হয়🙏🙏
সবাইকে আর একটি মিস্টি সকালের শুভেচ্ছা🎄
শুভ রাত্রি🎆

29/10/2025

ছোটবেলায় কত মা-বাবাবে প্রস্রাব করিয়ে দিয়েছি। বন ভান্তের দেশনা। 🙏🙏

29/10/2025

অশ্রদ্ধা কাকে বলে? যারা মিথ্যাদৃষ্টি, পরকালকে বিশ্বাস করে না এবং কর্মফল বিশ্বাস করে না, তাদেরকে অশ্রদ্ধা বলা হয়। তোমরা যখন দান করো, তখন পরকালকে বিশ্বাস রেখে দান করতে হবে। দানের দ্বারা পরকাল বিশ্বাস করতে হবে। মনে রাখতে হবে — “এই দানে যেন আমার কোনো হানি না হয়, বরং আমার সৃবৃদ্ধি কল্যাণ ও সিদ্ধি লাভ হোক। এই দানের মাধ্যমে যেন আমরা নির্বাণ সুখ প্রাপ্ত হই এবং দুঃখ থেকে মুক্ত হতে পারি।” এই ভাবেই দান করতে হবে।






রাজবন বন বিহার বনভান্তের দেহ দাতু শুভ রাত্রি 🙏🙏
29/10/2025

রাজবন বন বিহার বনভান্তের দেহ দাতু
শুভ রাত্রি 🙏🙏

29/10/2025

ঘ্যাংঘর সম্পর্কে প্রথমে বনভান্তে কি বলে শুনেন তারপর করুণাবংশ ভিক্ষু কি বলে শুনেন।

29/10/2025

কুকি কানা। বনভান্তের দেশনা ゚ 🙏🙏

যারা জ্ঞানী তারা ভুল করলে অকপটে ভুলই স্বীকার করেন এবং পুনরায় ভুল করেন না। আর যারা মূর্খ তারা চিরদিনই ভুল করে থাকে ভুল সং...
29/10/2025

যারা জ্ঞানী তারা ভুল করলে অকপটে ভুলই স্বীকার করেন এবং পুনরায় ভুল করেন না। আর যারা মূর্খ তারা চিরদিনই ভুল করে থাকে ভুল সংশোধন করার কোন উদ্যোগ নেই। লোভ-দ্বেষ-মোহ যুক্ত ব্যক্তি নিজের ভুল ত্রুটি সম্বন্ধে অবহিত নয় বরঞ্চ তারা বিপরীত মনোভাব পোষণ করে থাকে।
— পূজ্য বনভান্তের দেশনা ৯৭

🍀প্রত্যেকটা দিনের গুরত্বকে বুঝুন, প্রত্যেকদিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে।”- গ...
29/10/2025

🍀প্রত্যেকটা দিনের গুরত্বকে বুঝুন, প্রত্যেকদিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে।”- গৌতম বুদ্ধ

জ্ঞান এবং সত্য উৎপত্তি হলে লোকোত্তরে যেতে পারে।                    — পূজ্য বনভন্তের দেশনা।যাবতীয় মিথ্যা ত্যাগ কর। মিথ্যা...
28/10/2025

জ্ঞান এবং সত্য উৎপত্তি হলে লোকোত্তরে যেতে পারে।
— পূজ্য বনভন্তের দেশনা।

যাবতীয় মিথ্যা ত্যাগ কর। মিথ্যা ত্যাগ করতে পারলে সত্য উৎপন্ন হবে। তার সঙ্গে সর্বদুঃখের আকর অজ্ঞানও ত্যাগ কর। অজ্ঞান ত্যাগ করতে পারলে জ্ঞান উৎপন্ন হবে। সত্য ও জ্ঞান উৎপত্তি হলে লোকোত্তরে যেতে পারে। লোকোত্তরে কোনো প্রকার দুঃখ নেই।

এ সংসারে দেখা যায় কেউ কেউ এজীবনে অতীব দুঃখে কালযাপন করে পরকালেও মহাদুঃখে পতিত হয়। কেউ কেউ পূর্বজন্মের সুকর্মের ফলে ভোগ সম্পত্তির অধিকারী হয়ে যাবতীয় মনুষ্য সুখ ভোগ করে পরকালে মহাদুঃখে পতিত হয়। আবার কেউ কেউ বিভিন্ন দুঃখের ভিতর দিয়ে শীল পালন করে পরকালে দেবসুখ বা মনুষ্য সুখ ভোগ করে। এসব সুখ হল লৌকিক। খুব কম সংখ্যক লোকই মনুষ্য সুখ, হীন সুখ (কাম) ও সংসারের যাবতীয় লৌকিক সুখ ত্যাগ করে লোকোত্তরে যায়। তারা অজ্ঞান-মিথ্যা ত্যাগ করে পরম সুখ নির্বাণ লাভ করে থাকে।

যেমন ধর,
বিশাল এক ফলের গাছ। বেশীরভাগ লোকই গাছে উঠে ফল খেতে পারে না। যাদের সাহস ও কৌশল আছে তারাই ঐ ফলের অধিকারী হয়। তেমনি তোমরাও অজ্ঞান-মিথ্যা ত্যাগ করে লোকোত্তর ফলের অধিকারী হও। যারা হীনমনা তারা গরুর গাড়ির চাকার মতো দুঃখ বহন করে পরকালে নিয়ে যায়। আর যাঁরা পুণ্যকর্মে নির্ভীক, দয়ালু, সহিষ্ণু ও মৈত্রীপরায়ণ তারা কুশল কর্ম করে, যেমন হাটার সময় আপন ছায়া সঙ্গে সঙ্গে যায় সে-রকম একসময় ছায়ার মতো লোকোত্তর সুখের অধিকারী হয়। এটিই উত্তম সুখ।

"সবার লোকোত্তর জ্ঞান উৎপন্ন হোক"
সাধু সাধু সাধু
কার্টেসি-
HM Basudev

゚ #দেশনা

28/10/2025

পূজ্য বনভান্তের কন্ঠে, লাভিশ্রেষ্ঠ অর্হত শীবলি মহাথেরো সূত্র শ্রদ্ধা চিত্তে শ্রবণ করুন! পারিবারিক হিতোসুখ মঙ্গল কামনায় যাহাতে জ্ঞানবান বান্দার- ধনভান্ডার- পরিবার ব্যক্তিগতভাবে উন্নতি শ্রী বৃদ্ধি লাভ হয়🌺
জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক
সাদু সাদু সাদু🙏🙏

28/10/2025

লক্ষীছড়ি উপজেলা সদর, কুশীনগর বন বিহারে ১৯ তম শুভ দানত্তম কঠিন চীবর দানের সকাল পর্বের ধর্মীয় উদ্বোধনী সংগীত।
গানের লেখা :শ্রদ্ধেয় উপেক্ষারত্ন ভান্তে।
সুর ও শিল্পী :বাবু রুবেল চাকমা

Address


Telephone

+8801647141452

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Mind Over Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Mind Over Creation:

  • Want your business to be the top-listed Media Company?

Share