MD Hridoy Ahmed

  • Home
  • MD Hridoy Ahmed

MD Hridoy Ahmed Hi, I Am Your Social Media Marketing Manager | Expert in Content, Strategy & Paid Ads | Helping brands grow on FB, IG, YT, X, TikTok & Google.

Hi, I’m Hridoy — a professional Social Media Marketing Manager with 5+ years of experience. I help businesses grow online through strategic content creation, scheduling, audience engagement, and paid advertising. I manage Facebook Ads, Google Ads, TikTok Ads, and Instagram Ads to drive real results. Whether you're building a brand or boosting sales, I offer custom solutions for all industries. Let’s take your digital presence to the next level!

🛑বারবার Adobe Stock-এ ফাইল রিজেক্ট হচ্ছে? কেন? কিভাবে সেল বাড়াবেন?অনেকেই এই সমস্যার মুখোমুখি হন, কিন্তু এর পেছনে রয়েছে ...
07/08/2025

🛑বারবার Adobe Stock-এ ফাইল রিজেক্ট হচ্ছে? কেন? কিভাবে সেল বাড়াবেন?

অনেকেই এই সমস্যার মুখোমুখি হন, কিন্তু এর পেছনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কারণ — আর সেগুলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি।

এই ছবিটা দেখুন — আমি ৪৩টি ফাইল সাবমিট করেছি, একটাও রিজেক্ট হয়নি!
→ কারণ কী? কারণ আমি সঠিকভাবে কাজ করেছি।

🎯 এই ফাইলগুলো আমি AI দিয়ে বানিয়েছি কিন্তু... শুধু AI দিয়ে বানালেই হবে না!

✅ ছোট ছোট আইকন বা উপাদান তৈরি করে
✅ Adobe Illustrator-এ নিয়ে কাস্টমাইজ করে
✅ সবগুলো লেয়ার গুছিয়ে ঠিকমতো নাম দিয়ে সাজিয়ে
✅ হান্ড্রেড পার্সেন্ট এডিটেবল রেখে
✅ এমনভাবে বানাতে হবে যেন একজন ডিজাইনার সহজেই তা ব্যবহার করতে পারে

⚠️ সরাসরি AI থেকে তৈরি করে ফাইল Adobe Stock-এ দিলে অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়বে।
⚠️ Automation বা কোনো auto-submission tool ব্যবহার করবেন না।

📌 Tips for Approval & Better Sales:
🔹 Title, keywords, description – সব SEO friendly করে লিখুন
🔹 এমন কিওয়ার্ড দিন যা মানুষ সার্চ করবে
🔹 Relevancy এবং originality বজায় রাখুন
🔹 Preview image অবশ্যই clear ও attractive হতে হবে
🔹 নিয়মিত Upload করুন এবং ধৈর্য ধরে কাজ চালিয়ে যান

📢 আপনার কাজ যদি মানুষের উপকারে আসে, তাহলেই সেটা সেল হবে।

🔥 Passive income করতে চান? তাহলে Adobe Stock-এ সিরিয়াসলি কাজ শুরু করুন, সঠিকভাবে।

🎨 আপনি কি Adobe Stock-এ কাজ করতে চান? তাহলে এই পরামর্শগুলো আপনার জন্য!💡অনেকেই জানতে চায় – “Adobe Stock-এ কোন ধরনের ফাইল ...
01/08/2025

🎨 আপনি কি Adobe Stock-এ কাজ করতে চান? তাহলে এই পরামর্শগুলো আপনার জন্য!

💡অনেকেই জানতে চায় – “Adobe Stock-এ কোন ধরনের ফাইল বেশি সেল হয়?”

আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিচের ক্যাটাগরিগুলো সবসময় চাহিদাসম্পন্ন এবং ভালো সেল পায়:

✅ ভেক্টর ফাইল (Vector Files):
• Flat design icons
• Line art illustrations
• Seamless patterns
• Holiday-themed graphics (Christmas, Halloween, New Year)
• Food & drink elements

→ হাই কোয়ালিটির AI বা EPS ফরম্যাটে সাবমিট করুন।

✅ ফটোগ্রাফি:
• Lifestyle & business themes
• People working, using laptops, or in meetings
• Natural emotions & diversity

→ রিয়েল স্টিক এবং মডেল থাকলে ভালো সেল হয়।

✅ ভিডিও ক্লিপস:
• Aerial drone shots
• Time-lapse cityscapes
• Nature, rain, clouds, smoke, fire

→ কমার্শিয়াল কাজে ব্যবহারের উপযোগী হলে দ্রুত সেল হয়।

✅ Mockups & Templates (for designers):
→ T-shirt, business card, or mobile UI mockups সবসময় চাহিদায় থাকে।

🎯 আমার পরামর্শ: ট্রেন্ড বিশ্লেষণ করে ফাইল তৈরি করুন, আর প্রতিটি কাজের মান যেন প্রফেশনাল হয় সেটা অবশ্যই খেয়াল রাখুন। নিয়মিত আপলোড করুন – তাহলেই সফলতা আসবে।

🧡 যারা শুরু করতে চাচ্ছেন, সাহস হারাবেন না। ধৈর্য ধরে কাজ করুন, ইনশাআল্লাহ সেল হবেই!

💡এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করুন, পরবর্তী পোস্টে বিস্তারিত আলোচনা করব!

🎨🐾 Animal Line Art Vector Bundel ২০০ ডিজাইনের কালেকশন 🐾🎨এই কালেকশনে ২০০টি সুন্দর ও ইউনিক এনিমেল লাইন আর্ট ভেক্টর রয়েছে।...
31/07/2025

🎨🐾 Animal Line Art Vector Bundel ২০০ ডিজাইনের কালেকশন 🐾🎨

এই কালেকশনে ২০০টি সুন্দর ও ইউনিক এনিমেল লাইন আর্ট ভেক্টর রয়েছে। শুধুমাত্র নতুনদের আইডিয়া দেওয়ার জন্য শেয়ার করা হলো যা দেখে নতুন ডিজাইনাররা তাদের কাজের জন্য অনুপ্রেরণা পেতে পারে।

✅ প্রতিটা ডিজাইনই ক্লিন ও মিনিমাল স্টাইলে তৈরি।
✅ লোগো, টি-শার্ট, ওয়েব ডিজাইন বা গ্রাফিক প্রজেক্টে কাজে লাগাতে পারেন।
✅ Ai দিয়ে Line Art ফাইল গুলো তৈরি করা হলেও এডোবি ইলাস্ট্রেটর এর মাধ্যমে ফাইলগুলো খুব ভালোভাবে এডিট করা।
✅ এতগুলো ফাইল তো এক এক করে এডিট করা অনেক কষ্টসাধ্য এটা অবশ্যই অটোমেশন এর মাধ্যমে করেছি এক ক্লিকে সবগুলো ফাইল এডিট হয়ে গেছে।

যারা নতুন ডিজাইন শিখছেন বা ভেক্টর ডিজাইনের আইডিয়া খুঁজছেন, তাদের জন্য এটা একটা ভালো রেফারেন্স হতে পারে।

📌 যদি ভালো লাগে বা কাজে লাগে, তাহলে একটা রিয়েক্ট বা কমেন্ট করিয়েন।

👉টুলসঃ Recraft .Ai Free
👉টুলসঃ Adobe Illustrator

🔶 অ্যামাজন ও আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল এখন খুবই সহজ !🔶✅ এখন আর অ্যাকাউন্ট রিজেক্ট নিয়ে চিন্তা ন...
21/07/2025

🔶 অ্যামাজন ও আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল এখন খুবই সহজ !🔶

✅ এখন আর অ্যাকাউন্ট রিজেক্ট নিয়ে চিন্তা নয়।
✅ একাউন্টের সমস্ত ডিটেলস আপনার নিজের নামেই হবে।
✅ নতুন অথবা পুরাতন যেকোনো ওয়েবসাইটের মাধ্যমেই এপ্রুভ করে দিব।
✅ কোনো স্ক্যাম নয় – ১০০% ট্রাস্টেড সার্ভিস।
✅ আগে কাজ – পরে টাকা।

🎯 আপনি যদি অনলাইন ইনকাম শুরু করতে চান অথচ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে না পারেন, তাহলে আমি আছি আপনার পাশে।

আমি, মোঃ হৃদয় আহমেদ, আপনাকে দিবো পুরোপুরি ভেরিফাইড অ্যামাজন অ্যাসোসিয়েটস ও আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট!

🛠️ সার্ভিস হাইলাইটসঃ
🔸 অ্যাকাউন্ট ১০০% এপ্রুভ করে দিবো।
🔸 কোন ঝামেলা নেই।
🔸 আগে কাজ, পরে টাকা।
🔸 সম্পূর্ণ হেল্প সাপোর্ট।

💬 আগ্রহী হলে ইনবক্স করুন এখনই!

লালন শাহের মাজার, লালন একাডেমি কুষ্টিয়া।
26/06/2025

লালন শাহের মাজার, লালন একাডেমি কুষ্টিয়া।

এখানে গেলে অটোমেটিক্যালি মন ভালো হয়ে যায়,, অসম্ভব সুন্দর একটি জায়গা।।
20/06/2025

এখানে গেলে অটোমেটিক্যালি মন ভালো হয়ে যায়,, অসম্ভব সুন্দর একটি জায়গা।।

এই ঈদে ঘুরাঘুরির এক অংশ....
10/06/2025

এই ঈদে ঘুরাঘুরির এক অংশ....

31/03/2024

২টি কিনলে ১টি ফ্রি - শুধুমাত্র আজকের জন্য!
Milk 99% White Soothing Gel.
স্কিনটা নরম এবং গ্লো করার জন্য স্কিনকে অনেক ফর্সা করে।
👉অনলাইনে কিনতে আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর ইনবক্স করুন।
👉ফোনে অর্ডার করতে কিংবা যেকোনো জিজ্ঞাসায় কল করুন
☎️01307213127
☎️01970410202
👉কার্যকারিতা:
১. স্কিন নরম এবং উজ্জ্বল করবে।
২. প্রাকৃতিক ব্লিচের কাজ করে।
৩. রোদে পোড়া ভাব দূর করে।
৪. পোরস সংকীর্ণ করতে সাহায্য করে।
৫. ত্বক রাখবে সতেজ এবং কোমল।
৬. ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে।
৭. পিম্পেল দূর করে।
👉ব্যবহারের নিয়মঃ
যেকোন সময়ে Soothing Gel মুখে দিয়ে ১৫/২০ মিনিট রেখে ২/৩ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে। আর ভালো রেজাল্ট পেতে গোসলের আগে অথবা বাহিরে থাকে এসে মুখে লাগিয়ে ১৫/২০ মিনিট রেখে ২/৩ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে। দিনে দুই বার‌ Soothing Gel লাগালে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। দিনে দুই বার করে Use করুন
- সারা বাংলাদেশ হোম ডেলিভারি।
- পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধা।

25/03/2024

২টি কিনলে ১টি ফ্রি - শুধুমাত্র আজকের জন্য!
Milk 99% White Soothing Gel.
স্কিনটা নরম এবং গ্লো করার জন্য স্কিনকে অনেক ফর্সা করে।
👉অনলাইনে কিনতে আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর ইনবক্স করুন।
👉ফোনে অর্ডার করতে কিংবা যেকোনো জিজ্ঞাসায় কল করুন
☎️01307213127
☎️01970410202
👉কার্যকারিতা:
১. স্কিন নরম এবং উজ্জ্বল করবে।
২. প্রাকৃতিক ব্লিচের কাজ করে।
৩. রোদে পোড়া ভাব দূর করে।
৪. পোরস সংকীর্ণ করতে সাহায্য করে।
৫. ত্বক রাখবে সতেজ এবং কোমল।
৬. ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে।
৭. পিম্পেল দূর করে।

👉ব্যবহারের নিয়মঃ
যেকোন সময়ে Soothing Gel মুখে দিয়ে ১৫/২০ মিনিট রেখে ২/৩ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে। আর ভালো রেজাল্ট পেতে গোসলের আগে অথবা বাহিরে থাকে এসে মুখে লাগিয়ে ১৫/২০ মিনিট রেখে ২/৩ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে। দিনে দুই বার‌ Soothing Gel লাগালে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। দিনে দুই বার করে Use করুন
- সারা বাংলাদেশ হোম ডেলিভারি।
- পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধা।

Address

Bhutergati, Jhenaidah Shador

7300

Alerts

Be the first to know and let us send you an email when MD Hridoy Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Hridoy Ahmed:

  • Want your business to be the top-listed Media Company?

Share