05/11/2023
# # শাপলা ফুলের মালা গাঁথা হলোনা
এমন মৃত্যু যেনো কোন পরিবারে না হয় # # একটি অনাকাঙ্খিত মৃত্যু একটি পরিবারের সারা জীবনের কান্না।
৭নং ইদিলপুর ইউনিয়নে রাঘবেন্দ্রপুর গ্রামের আদরের ছোট্ট সোনামনি দুজন ০৪/১১/২৩ ইং আনুমানিক দুপুর ১.১৫ ঘটিকার সময় চতরা বিলে ১। মো: রিওন মিয়া (৮), পিতা- শহিদ মিয়া, রাঘবেন্দ্রপুর, ২। মো: তামিম মিয়া (৬), পিতা- মো: মিজানুর রহমান, গ্রাম রাঘবেন্দ্রপুর
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। যানতে পেরে তাদেরকে পানি হতে তুলে পলাশবাড়ি হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করেন। কত সুন্দর ফুটফুটে শিশু অকালে ঝড়ে গেলো। আমাদের দেশে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার ৮%। দ্রুত সময়ে সকল প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
সবাইকে শিশুদের প্রতি তীক্ষ্ণদৃষ্টি সহ সতর্ক থাকুন এবং সেই সাথে শিশুদেরকে সাঁতার শিখানোর জন্য সবার প্রতি বিশেষভাবে অনুরোধ রইলো।
পরিশেষে আল্লাহ নিস্পাপ বাচ্চাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন ও শোকাহত পরিবারকে ধর্যধারণ করার তৌফিক দান করুন। আমিন