07/09/2025
আপনি কি চাকরী খুজছেন !!! তবে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি.... (অনুগ্রহ পূর্বক পুরো লেখাটি পড়ুন)
1) সাভার...আশুলিয়া,..বাইপেল, গাজীপুর চৌরাস্তা, টঙ্গী, ইউনিক বাসস্ট্যান্ড, মিরপুর, মহাখালী, গুলশান, ডি ও এইচ এস, যাত্রাবাড়ী উত্তরা আজমপুর রেল গেইট , এই সব Address যাঁরা দিবে ভূলেও তারা এই সব জায়গায় যাবেন না। সিক্রুউরিটি, এম এল এম কম্পানি, এছাড়া বিভিণ্ণ এলাকায় 12000-20000 টাকা বেতনের Job সার্কুলার দেয়। এনারা বিভিন্ন fake id থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এবং বলেন কোনো জামানত লাগবে না। আপনি ভরসা করে যাবেন তখন আপনার কাছে 3500 টাকা চাওয়া হবে। আর আপনাকে বলা হবে এটা আপনার Uniform আর খাবারের জন্য 50% Advance চাওয়া হচ্ছে। আপনার কাছে টাকা না থাকলে ওনারা বলবেন সমস্যা নাই আমি দিয়ে দিচ্ছি (আলগা পিরিত)। আপনার কাছে যা আছে তাই দিয়ে ফরম টা পূরন করেন। আপনি 200-300 টাকা দিয়ে ফরম পূরন করবেন। ওটা ওরা সাথে সাথেই গিলে ফেলবে। এবার আপনাকে বলা হবে আপনি বাকি টাকা কারো কাছ থেকে manage করে নিয়ে আসেন। ওখানে বসেই আপনার ব্রেন ওয়াশ হয়ে যাবে। এবার আপনি হয়তো কারো কাছে ফোন করবেন টাকার জন্য....সে হয়তো আপনাকে বলবে ভাই চলে আয় এগুলো ভুয়া হয়। এবার আপনি তাদের বলবেন ভাই আমি Job করবো না আমার 300 টাকা Back দেন। এবার ওনারা বলবে ওটা তোহ ফেরত হবে না...ওটা ফরম পূরণের জন্য।
মনে রাখবেন Job এর জন্য কোনো টাকা লাগে না।
2) অনলাইনে Job...প্রতিদিন 300-400 ইনকাম কাজ শিখতে পারবেন 5 মিনিটে। add fee নাই কিণ্তু ফরম পূরন করতে 200 টাকা লাগে🤣 don't forget it যেটা সহজেই হয় তা কখনো স্থায়ী হয়না।
3)কখনোই কোথাও টাকা দিবেন তোহ ফেঁসে যাবেন।
4) এনাদের লোক নেয়া কখনো শেষ হয়না তবুও ঢাকা শহরে এতো বেকার.😂এনারা Always ফেক আইডি use করতে স্বচ্ছন্দবোধ করেন।
5)ভূলেও যদি এমন কোনো অফিসে টাকা ছাড়া Join করতে পারেন তবুও প্রথম দিন অফিসে গিয়েই চারদিক লক্ষ রাখবেন যে ওনারা আরো লোক নিচ্ছেন কিনা.বা আপনাকে যদি বিজ্ঞাপনের মাধ্যমে লোক manage করতে বলে তবে বুঝে নেবেন এরা মানুষ নিচ্ছে টাকার জন্য।এদের লোক নেয়া বন্ধই হয়না।
6) ইন্সুরেন্স কোম্পানি গুলো তে ভূলে ও ঢুকবেন না। কারন এরা 12000-15000 টাকা Salary দিয়ে আপনাকে নিয়ে প্রথমে আপনাকে দিয়েই একটা ইন্সুরেন্স করিয়ে নিবে। আর 15 দিন সময় দিবে আপনাকে আরো 4-5 টা ইন্সুরেন্স খোলার টার্গেট দিবে। না পারলে জব শেষ !!!
আসুন আমরা সচেতন হই।।
পোস্টটি সবার মাঝে শেয়ার করুন।