Sheikh Mafijur Rahman

Sheikh Mafijur Rahman I'm Sheikh Mafijur Rahman. lives in tongi, Gazipur. Works at civil aviation school and college, Tejgaon, Dhaka-1215.
(1)

11/08/2025
11/08/2025

ছাদবাগান

11/08/2025

আপনার এলাকার এমন একজন ব্যক্তির‌ নাম বলুন। যাকে পুরো দেশের মানুষ এক নামে চেনে।

11/08/2025

রিক্সার ড্রাইভার যখন বড় মনের মানুষ তারপর কি ঘটলো দেখুন

11/08/2025

#যারা সাপোর্ট করে তারা সাপোর্ট পেয়ে থাকে।
আপনি একদিন সফলতা পাবেন সাথে থাকুন 🌼

আমাকে আমার মতো করে কেউই বুঝলো না!না পরিবারের লোকজন, না বন্ধু‌-বান্ধব, না পৃথিবীর মানুষ। ভেবেছিলাম আর কেউ না হোক, অন্তত ভ...
11/08/2025

আমাকে আমার মতো করে কেউই বুঝলো না!
না পরিবারের লোকজন, না বন্ধু‌-বান্ধব, না পৃথিবীর মানুষ। ভেবেছিলাম আর কেউ না হোক, অন্তত ভালোবাসার মানুষটি বুঝবে।
ভেবেছিলাম জীবনের যত মানসিক অবসাদ, বিষন্নতা, একাকিত্ব, সবকিছু তোমার আঙ্গুলের ইশারায় দূর হবে৷ এখন তোমার ভালোবাসার জন্যই তো যত একাকিত্ব আর মানসিক অবসাদে ভুগছি!

বেদনার কোনো ভাষা হয় না।
তোমাকে বোঝাতে পারি না, আমার কেমন লাগে! পৃথিবীতে কাউকে নিজেকে বোঝাতে না পারার কষ্টটা মানুষকে ভালো থাকতে দেয় না!

অন্য সবার মতোই তুমিও আমার পর–ভীষণ রকম পর! আপন মানুষ হলে কি আর অবহেলা–অবজ্ঞায় ফেলে রাখতে? এই যে এমন নিঃসঙ্গতার আঁধারে ডুবে যাচ্ছি বারে বার, কত কথা জমে আছে মনে। এই যে তোমার খামখেয়ালী আচঠরণ আমাকে আরও বেশি কষ্ট দেয়। আমার আর নালিশ করার জায়গা কোথায়?

আমি নীরব থাকি, তার মানে এই না আমি সব ভুলে থাকি–ভুলে যাই৷ আমারও অনেককিছু বলার থাকে, শুধু বলা হয় না তোমায়। অভিমানী মনে যখন নিজেকে কষ্ট দেই, নিজের ভেতর শেষ হই, তখনই মায়া হয় নিজের জন্য।

অবশেষে কেউই বুঝলো না আমায়!
না তুমি, আর না পরিবার–কেউই না! পৃথিবীর একটা মানুষ যদি আমায় ঠিকঠাক বুঝতো, আমি কি আর নষ্ট হতাম এভাবে? আমি কি কষ্ট পেতাম? মানসিক অবসাদে আমি কি আর এভাবে একটু একটু করে শেষ হয়ে‌ যেতাম??

নাম: বুলি বেগম, গ্ৰাম: পিপড়ী কান্দি, নকলা, শেরপুর। এই আইডি কার্ডটা পাওয়া গেছে। কার্ডধারীকে খুঁজে পেতে সহায়তা করুন! সব...
11/08/2025

নাম: বুলি বেগম, গ্ৰাম: পিপড়ী কান্দি, নকলা, শেরপুর। এই আইডি কার্ডটা পাওয়া গেছে। কার্ডধারীকে খুঁজে পেতে সহায়তা করুন! সবাইকে শেয়ার করার অনুরোধ রইলো! এই আপুর পরিচিত কারোর পোস্টটি নজরে পড়লে। নিচের নাম্বারে কন্টাক্ট করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৫১৮৬৬৮৭৪৬

11/08/2025

ুড মর্নিং 🌅 আজ ভোর ০৫টায় ভিডিও ধারণ করা।

10/08/2025

চিত্র: ভোর ০৫:১০, গুড মর্নিং 🌅 বন্ধুরা কেমন আছেন?

09/08/2025

Good morning 🌄🌄 Everyone!!

09/08/2025

যে কারণে রিক্সাওয়ালা ভাড়া নিতে চাইনা দেখুন অতঃপর যা ঘটলো।

Address

Saraspur, Kaia
Narail
8100

Telephone

+8801518668746

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Mafijur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheikh Mafijur Rahman:

Share