18/06/2022
খোয়াই নদীর বাধ ভেঙে গেছে! 🙂
দেখতে এই বাধ ভাঙ্গাটি ছোট হলেও প্রতিনিয়ত এইটার আকার দীর্ঘ থেকে দীর্ঘতর হবে।উজানের সমস্ত পানি এই ভাঙা দিয়ে হবিগঞ্জ সদরের সকল হাওর ও নিচু এলাকায় পানি প্রবেশে বড় ধরনের প্লাবনের আশংকা করা হচ্ছে।আল্লাহ আমাদের হেফাজত করুণ।
© ঐতিহ্য খোকন