01/07/2025
◼️ এই ভিডিওটি ইউরোপের 🇪🇺 দেশ পর্তুগালের 🇦🇫 একটি সমুদ্র সৈকতের ভিডিও। ভিডিওটির দৃশ্য দেখে মনে হয় যেন- সাগর থেকে সুনামি বা পাহাড় সমান উঁচু কোন ঢেউ সৈকতের দিকে ধেয়ে আসছে। কিন্তু, এটা সুনামি বা উঁচু কোন ঢেউ না। এটা একটি বিশাল মেঘমালা যা আকাশে ভাসমান। এধরণের মেঘমালার সৃষ্টি হয় Heat Wave-এর ফলে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আকাশে হঠাৎ এধরণের মেঘমালার উপস্থিতি দেখলে তা মানুষের মাঝে সুনামির আতঙ্ক সৃষ্টি করে।
 
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  