25/03/2025
💥💥💥প্রকাশিত হয়েছে NSI সার্কুলার। আসুন জেনে নেই NSI সম্পর্কিত তথ্য এবং কীভাবে প্রস্তুতি নিতে হবে।
♦️NSI পরিচিতি:
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (National Security Intelligence) হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রধান, জাতীয়, বেসামরিক, স্বাধীন ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা। বিশ্বজুড়ে ১৯টি দেশে ৩৭টি শাখা অফিসের মাধ্যমে বৈদেশিক গোয়েন্দাবৃত্তির মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করণের কার্যক্রম চলছে।
♦️ NSI এর প্রধান কার্যালয়:
এর প্রধান কার্যালয় সেগুনবাগিচা, ঢাকা-তে অবস্থিত। ১৯৭২ সালের ২৯শে ডিসেম্বর কেবিনেট মিটিং-এ একটি রেজুলেশনের মাধ্যমে ‘জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা’ প্রতিষ্ঠা করা হয়।
♦️NSI এর Motto:
NSI এর নীতিবাক্য (Motto) হলো Watch and Listen for the Nation,To protect National security.
♦️সাংগঠনিক কাঠামো:
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা’র সাংগঠনিক কাঠামো ব্যাপক এবং বিশাল। এ সংস্থা বর্তমানে আটটি উইংয়ের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করছে। যেমনঃ
১) বহিঃ উইং (The Directorate of external),
২) সীমান্ত উইং (The Directorate of Border),
৩) অভ্যন্তরীণ উইং (The Directorate of Internal),
৪) নিরাপত্তা উইং (The Directorate of Security),
৫) প্রশাসন উইং (The Directorate of Administration),
৬) প্রশিক্ষণ উইং (The Directorate of Training),
৭) নগর অভ্যঃ উইং (The Directorate of City
Internal),
৮) কাউন্টার টেরোরিজম উইং (The Directorate of Counter Terrorism)
♦️মর্যাদার পদক্রম:
DIRECTOR GENERAL (সচিব সমমান)
DIRECTOR (অতিরিক্ত সচিব)
ADDITIONAL DIRECTOR (যুগ্ম-সচিব)
JOINT DIRECTOR (উপ-সচিব)
DEPUTY DIRECTOR (সিনঃ সহকারী সচিব)
ASSISTANT DIRECTOR (সহকারী সচিব)
FIELD OFFICER
JUNIOR FIELD OFFICER (JFO)
WATCHER CONSTABLE (WC)
ARMED CONSTABLE (AC)
♦️NSI এর কাজ:
🔺 বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক গোয়েন্দা সংস্থাটি দেশের বাইরের বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ বিষয়ের,স্থানের গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও মূল্যায়নে কার্যক্রম পরিচালনা করা;
🔺 রাষ্ট্রীয় নিরাপত্তা ও অখন্ডতা, জঙ্গি তৎপরতা,বাইরের দেশের হুমকির বিষয়গুলি দেশের ভিতরে ট্যাকল দিয়ে গোয়েন্দা তথ্য জোগাড় করে বিশ্লেষণ করা, প্রয়োজন অনুসারে সরকারকে জানানো;
🔺 সরকারী চাকুরীজীবীদের উপর নজর রাখা;
🔺 যুদ্ধ কৌশল সংক্রান্ত ব্যাপারে সামরিক বাহিনীকে পরামর্শ দেয়া ইত্যাদি;
🔺 রাষ্ট্রপতির বিশেষ অনুরোধে সেনাবাহিনী বা অন্যান্য সামরিক, আধা-সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় এবং NSI অফিসারদের মধ্য থেকে বাছাই করে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের মাধ্যমেClandestine Operation বা Covert Operation চালানো।
♦️ NSI এর প্রশিক্ষণ:
বাহিনীতে চুড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের প্রথমে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হয়।সাধারণত গোপনীয়তা বজায় রেখে প্রশিক্ষণ হয়।চৌকশ এই গোয়েন্দা সংস্থার সদস্যদের দেশে এবং দেশের বাইরে অনেক উচ্চতর ও বুনিয়াদি প্রশিক্ষণ হয়। তবে সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমান বাহিনী, ডিজিএফআই’র সঙ্গে ঘনিষ্ঠ প্রশিক্ষণ হয়, তাদের নিজস্ব ফ্যাসিলিটিতে।
♦️NSI Institute:
বর্তমানে ঢাকার ঢাকার ধামরাইয়ে ৯.৫৬ একর জমির উপর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মান করা হচ্ছে, যেখানে এনএসআই সদস্যদের পাশাপাশি অন্যান্য সংস্থার সদস্যদেরকেও নিরাপত্তা প্রশিক্ষণ দিতে পারবে।
✍️ পদের নাম ও পদসংখ্যা:
১। সহকারি পরিচালক
পদ: ২৬
বেতন: ২২০০০-৫৩০৬০ (গ্রেড-৯)
২। টেলিফোন ইঞ্জিনিয়ার
পদ: ০১
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৩। ফিল্ড অফিসার
পদ: ১৭
বেতন: ১৬,০০০- ৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৪। সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর
পদ: ০৫
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৫। সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ: ১৪
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৬। ওয়ারলেস অপারেটর
পদ: ২০
বেতন: ৯,৭০০-২৩,৪৯০9 টাকা (গ্রেড-১৫)
৭। অফিস অ্যাসিস্ট্যান্ট
পদ: ০২
বেতন: ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)
৮। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ: ২০
বেতন: ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)
৯। গাড়িচালক
পদ: ১৩
বেতন: ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)
১০। রিসিপশনিস্ট
পদ: ০১
বেতন: ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)
১১। ফিল্ড স্টাফ
পদ: ১০৯
বেতন: ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)
১২। টেলিফোন লাইনম্যান
পদ: ০৩
বেতন: ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)
১৩। অফিস সহায়ক
পদ: ২৪
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
♦️NSI এ আবেদন করার যোগ্যতা:
নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী অষ্টম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়। NSI তে সহকারী পরিচালক পদে ৯ম শ্রেণির বেতনকাঠামোতে ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে স্নাতক ডিগ্রীধারীরা যোগ দিতে পারে।
✍️ আবেদনের শুরুর তারিখ: ০৬-০৪-২০২৫ খ্রি.
✍️ আবেদনের শেষের তারিখ: ২০-০৪-২০২৫ খ্রি.
📌 বয়স সীমা: ১৮ থেকে ৩২ বছর (০১ মার্চ, ২০২৫ অনুযায়ী)
📌 সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
📌 প্রার্থীদেরকে NSI ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।
📌 আবেদন ফি পরিশোধ করতে প্রার্থীদের Teletalk Prepaid মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
♦️ আবেদন ফি:
✍️ সহকারী পরিচালক, টেলিফোন ইঞ্জিনিয়ার, ফিল্ড অফিসার: ২০০ টাকা
✍️ সাঁটলিপিকার, সাঁটমুদ্রাক্ষরিক, ওয়্যারলেস অপারেটর, অফিস সহকারী, গাড়িচালক, রিসিপশনিস্ট: ১০০ টাকা
✍️ ফিল্ড স্টাফ, টেলিফোন লাইনম্যান, অফিস সহায়ক: ৫০ টাকা
📌 পরীক্ষার ধরণ:
১. এম. সি. কিউ
২. রিটেন
৩. ভাইভা। (তবে প্রযোজ্য ক্ষেত্রে ব্যাবহারিক ও মেডিকেল টেস্ট ও হতে পারে)
♦️ NSI এর বেতন কাঠামো:
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বাহিনীতে সম্মান এবং দুঃসাহসিক ক্যারিয়ারের পাশাপাশি সদস্যরা সরকারের জাতীয় বেতন স্কেলে বেতন-ভাতাদি পেয়ে থাকেন। তবে যারা NSI তে চাকরি করে,অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তুলনায় বেশি হারে ভাতা পেয়ে থাকেন। ঝুকিপুর্ন কাজে অংশগ্রহণ করতে হয় বলে বাংলাদেশ সরকার তাদেরকে এই বিশেষ ভাতা প্রদান করে থাকে।
♦️ NSI এর পরীক্ষা পদ্ধতি:
চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে প্রার্থীকে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা তিন ধাপে পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারি ১০০ মার্কস এর হয়ে থাকে। লিখিত পরীক্ষা ৩৫-১০০ নম্বরের এবং ভাইভা যথাক্রমে ১৫ ও ৩০ নম্বরের হয়ে থাকে।
🎯🎯 সিনিয়র ইন্সট্রাক্টর, সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার, ইন্সট্রাক্টর (ফিজিক্যাল, ভেহিকেল ও আর্মড), লিয়াজোঁ অফিসার, রেডিও ইঞ্জিনিয়ার, ফিল্ড অফিসার, কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, টেলিফোন টেকনিশিয়ান, অ্যাকাউন্ট্যান্ট-কামক্যাশিয়ার, ফটোগ্রাফার, সহকারী লাইব্রেরিয়ান, ওয়্যারলেস অপারেটর, পিএবিএক্স অপারেটর, অফিস অ্যাসিসট্যান্ট, মােটর মেকানিক, ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট এবং রিসিপশনিস্ট পদে সরাসরিভাবে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীগণের পরীক্ষার পদ্ধতি, বিষয় ও নম্বর।
📌 প্রিলি
বাংলা- ২০-৩০
ইংরেজি- ২৫
গণিত ও মানসিক দক্ষতা-২৫
সাধারণ জ্ঞান- ২০
মোট -১০০ নম্বর
📌 লিখিত
বাংলা- ৩০-৪০
ইংরেজি- ২০
গণিত- ২০
সাধারণ জ্ঞান- ১৫-২০
মোট- ১০০ নম্বর
📌ব্যবহারিক / কম্পিউটার / চালনা / দক্ষতা পরীক্ষা ---------উত্তীর্ণ / অনুত্তীর্ণ
📌মৌখিক পরীক্ষা -------------------------------৩০ নম্বর
🎯🎯 ফিল্ড স্টাফ, টেলিফোন লাইনম্যান, ডার্করুম অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ বাস হেলপার পদে সরাসরিভাবে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীগণের পরীক্ষার পদ্ধতি, বিষয় ও নম্বর।
📌 প্রিলি
বাংলা- ৩০
ইংরেজি-৩০
গণিত-২০
সাধারণ জ্ঞান- ২০
মোট- ১০০ নম্বর
📌 লিখিত
বাংলা-১০-৩০
ইংরেজি-১০-২০
গণিত-১০-২০
সাধারণ জ্ঞান-০৫-২০
মোট- ৩৫-১০০ নম্বর
📌ব্যবহারিক / কম্পিউটার / চালনা / দক্ষতা পরীক্ষা ---------উত্তীর্ণ / অনুত্তীর্ণ
📌মৌখিক পরীক্ষা -------------------------------১৫ নম্বর
🎯🎯 কী কী পড়তে হবে?
📌 বাংলা
ভাষা ও বাংলা ভাষা, বাংলা সাহিত্যে প্রথম, বিখ্যাতদের ছদ্মনাম, বাংলা সাহিত্যের মহাকাব্য ও রচয়িতা, বিখ্যাত কবি ও লেখকদের উপাধি, বিখ্যাত কিছু গ্রন্থ, বাংলা সাহিত্যের ইতিহাস, বর্ণ প্রকরণ, ধ্বনিতত্ত্ব, সমাস, শব্দ গঠন ও প্রকরণ, পুরুষ, অনুসর্গ, উপসর্গ, ক্রিয়ার কাল, পদ, ধাতু, বিরাম চিহ্ন, বাচ্য ও বচন, সমার্থক বা প্রতিশব্দ, প্রবাদ প্রবচন, বাগ্ধারা, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ প্রভৃতি সম্পর্কেও জ্ঞান রাখতে হবে। বাংলার জন্য নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইটিই যথেষ্ট।
📌 ইংরেজি
Sentence, Parts of speech, Tense, Voice, Narration, Gender, Change of sentences to simple, complex & Compound, Gerund, Idioms & phrases, Correct word spelling, Clauses, Sentences Transformations, Synonyms & Antonyms, Articles, Composition, Conditional Sentences, Preposition প্রভৃতি ভালো করে পড়বেন।
📌 গণিত
গতিবেগ, দূরত্ব, সমাপ্ত, শতকরার মাধ্যমে লাভ-ক্ষতি, সুদ কষা, পিতা-পুত্রের বয়স, নৌকা ও স্রোতের বেগ, ঐকিক নিয়ম, সংখ্যার ধারণা, ধারা ও মানসিক দক্ষতা, মান নির্ণয়, উৎপাদকে বিশ্লেষণ, বর্গক্ষেত্র, চতুর্ভুজ, রম্বস, জ্যা, ভূমির দৈর্ঘ্য ইত্যাদি জানতে হবে।
📌 বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক তথ্য, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, উৎসব, আইন, শাসন ও বিচার বিভাগ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক কাঠামো, বাংলাদেশের ইতিহাস, জলবায়ু, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সরকারব্যবস্থা, সেক্টর, বীরশ্রেষ্ঠ, রাষ্ট্রীয় পুরস্কার, লোকসংগীত, সামরিক আইন, সদর দপ্তর, জাদুঘর, স্থলবন্দর, ইকোপার্ক, গুরুত্বপূর্ণ স্থাপনা প্রতিষ্ঠান ইত্যাদি।
📌 আন্তর্জাতিক বিষয়াবলি
গুরুত্বপূর্ণ দিবস, সম্মেলন, সদর দপ্তর, বিভিন্ন পরিষদের সদস্যসংখ্যা, নোবেল পুরস্কার, বিশেষ অঞ্চল ও জোট, যুদ্ধ, জাতিসংঘ ও এর অঙ্গসংগঠন, চুক্তি, খেলাধুলা, বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা, গোয়েন্দা সংস্থা, সংগঠন, বিভিন্ন দেশের সমসাময়িক উল্লেখযোগ্য ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিসহ ওই দেশের রাষ্ট্রপ্রধানের নাম, অনুষ্ঠিত/অনুষ্ঠিতব্য গ্লোবাল সামিট ইত্যাদি।
📌 সাধারণ বিজ্ঞান ও আইসিটি
বিসিএসের যেকোনো একটি বইয়ের সাধারণ বিজ্ঞান ও আইসিটির বেসিক অংশটুকু পড়ুন। বিসিএস রিলেটেড যেকোনো ডাইজেস্ট বা এনএসআইয়ের বই থেকেও চোখ বুলিয়ে নিতে পারেন।
✍️ পদের চেয়ে আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই নিয়োগ পরীক্ষায় থাকবে তুমুল প্রতিযোগিতা। এনএসআই একটি সম্মানজনক চাকরি, তাই পরিশ্রম আর কৌশলী হয়ে পড়াশোনা করলে ভালো কিছু অর্জন করা সম্ভব।
শুভ কামনায়: টিম বিদ্যাবাড়ি❤️❤️
Send a message to learn more