Travelling Aid

Travelling Aid জীবনের নিঃশ্বাস মিশে যাক সর্বত্রে

Travel information, passport, visa, visa application, immigration, customs, Bank statement, Bank solvency, Notary, Photo, Dollar endorsement, travel itinerary, invitation letter, embassy, high commission, Consulate, Debit & credit card, authorized agency, tourism place, tourist guide, hotel booking, air ticket, travel, visa processing & air ticket related training, health insurance, vaccination c

ertificate, police clearance, VAT, Tax, request letter, NOC, visiting Card, Business pad, GO, Apps, map, location, home stay, transport, educational consultancy, admission and students admission related all services etc.

15/06/2025

সবকিছুর জন্যই তুমি প্রশংসনীয়

15/06/2025

আলহামদুলিল্লাহ

12/06/2025

ভারতে বিমান দূর্ঘটনা আমরা খুবই মর্মাহত।
নিহতদের পরিবারকে শোক সইবার ধৈর্য্য দান করুন

11/06/2025

ফের ওমরাহ ভিসা চালু

08/06/2025

জাপান যেতে খরচ প্রায় দেড় লাখ টাকা
২০২৬ সালে জাপানে পাঠানো হবে ২ হাজার শ্রমিককে, ২০২৭ সালে ৬ হাজার, ২০২৮ সালে ১২ হাজার , ২০২৯ সালে ৩০ হাজার ও ২০৩০ সালে ৫০ হাজার শ্রমিক জাপান পাঠাবে বাংলাদেশ।।

পাঁচ ক্যাটাগরিতে শ্রমিক পাঠাবে বাংলাদেশ। এর মধ্যে নির্মাণ খাতে ৪০ হাজার এবং কলকারখানার ২০ হাজার শ্রমিক আর বয়োবৃদ্ধ জাপানি নাগরিকদের সেবা দিতে কেয়ারগিভার ভিসায় ২০ হাজার এবং গাড়ি সার্ভিসিং ও কৃষি খাতে শ্রমিক যাবে ২০ হাজার।

টোকিওর বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) জয়নাল আবেদিন বলেন, জাপানে যেতে শ্রমিকদের গুনতে হবে ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।

06/06/2025

পবিত্র ঈদ উল আযহা
ঈদ মোবারক
শুভ সকাল

06/06/2025

সারা বিশ্বের প্রায় সকল দরজা বন্ধ!!!!
উত্তর আমেরিকান, ল্যাটিন আমেরিকা ও ইউরোপের দেশ সমূহের ভিসা সাধারণ ট্যুরিস্টদের নাগালের অনেক বাইরে, আফ্রিকার অধিকাংশ দেশে ভ্রমন ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ, ভিসা ও অনিশ্চিত। মধ্যপ্রাচ্যের আরব দেশসমূহে বাংলাদেশিদের ভিজিট ভিসা দেয় না বললেই চলে। দুবাইয়ে ভিজিট ভিসার সুযোগ থাকলেও এটিকে হাতছাড়া করা হয়েছে। সেন্ট্রাল এশিয়ার উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান কাজাখস্তান ও ভিসা দেয় না, ভ্রমন ব্যয় ও বেশি। দূরপাচ্য জাপান ও দক্ষিণ কোরিয়া ও ভিসা নেয়া দুঃস্বপ্ন। চীনের ভিসা নেয়াও এখন কঠিন, আর ভিসা পেলেও সাধারণ ট্যুরিস্টদের ভ্রমন অনেক কঠিন, বেশিরভাগই ডিপোর্ট করে।

এখন আমাদের হাতে আছে আশেপাশের কয়েকটি দেশ যারমধ্যে ভিয়েতনাম বন্ধ, কম্বোডিয়া সাধারণ ভাবে ভিসা বন্ধ, আবার ভিসা নিলেও ইমিগ্রেশন থেকে ব্যাক করার সম্ভাবনা বেশি। লাওস ভিজিটও ব্যয়বহুল ও শর্তযুক্ত।
তাহলে হাতে আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রুনাই, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান। এরমধ্যেই কয়েকটিতে যে কোন সময় ভিসা বন্ধ ও কঠিন শর্তযুক্ত হতে পারে।

তাহলে এতো বড় পৃথিবীটাকে আমরা কতইনা ছোট করলাম, হাতের মুঠোর মতোই সীমিত হয়ে গেল গোটা বাংলাদেশিদের পথচলা!

আমরা আর কবে মানুষ হ বো!!!!

26/05/2025

এক লাখ মানুষকে প্রাথমিকভাবে ভাষা শিখিয়ে জাপানে পাঠাতে চায় সরকার

26/05/2025

ভিসা আবেদন এর ক্ষেত্রে প্রস্তুতি কেমন হওয়া উচিত
এই পোস্টটি আপনাকে আরো বেশি পরিপক্ক করে তুলবে ইনশাআল্লাহ
ভিসা আবেদন এর ক্ষেত্রে আমরা অনেকেই বিভিন্ন মাধ্যমে কানকথা শুনেই উঠেপড়ে লাগি এবং তাড়াহুড়ো করে ভিসার আবেদন করে ফেলি, যার ফলে ভিসা হয় রিজেক্ট
একটা বিষয়ে আমরা অবগত হই না, সেটা হলো ভিসার প্রস্তুতি।
প্রস্তুতি ছাড়া জীবনে ভালো কিছু কখনো কি কেউ পেয়েছে বা পাবে? কখনো না
তবে দুই একজন হয়তো পেতে পারে তবে এগুলো ব্যতিক্রম। এগুলোকে ভরসা করে আবেদন করা বা আশা করা বোকামি।
আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে চান আপনার পড়াশোনার ভালো প্রস্তুতি থাকতে হবে।
আপনি ভালো কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চান বা সরকারি বেসরকারি কোন ভাল জব পেতে চান তাহলে আপনার ভালো প্রস্তুতি থাকতে হবে।

আপনি বিয়ে করবেন সেটার ও প্রস্তুতি থাকতে হবে।
আপনি একটা বাড়ি বানাবেন তারজন্য আপনার প্রস্তুতি থাকতে হবে।

একজন ভালো খেলোয়াড় / গায়ক/ অভিনেতা/ মাওলানা/ ডাক্তার / প্রকৌশলী / রাজনীতিবিদ/ ব্যবসায়ী হতে হলে আপনাকে কঠোর অধ্যবসায়ী হতে হবে যা আপনার পূর্ব প্রস্তুতি।

এখন প্রশ্ন হলো আপনি হঠাৎ করে কয়েকদিন ধরে প্রস্তুতি নিলেন বড় কোন দেশের ভিসার জন্য বা বড় কোন কাজের জন্য। আপনি ভেবে দেখেন তো আপনার প্রস্তুতি টা এমন হয়েছে যে আপনি আট দশ জনের মতো না, বা সেরাদের কাতারে হয়েছে? নিশ্চয়ই না।

হঠাৎ করে প্রস্তুতি আর একটা পরিকল্পিত টাইম লাইনের প্রস্তুতির মধ্যে বিস্তর ফারাক। হঠাৎ প্রস্তুতির মাঝে বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে সমস্যা পাবেন। যেগুলো সময় স্বল্পতার কারণে সমাধান করা যায় নি।

আবার যিনি দীর্ঘ সময় নিয়ে প্রস্তুতি নিয়েছেন তিনি সেই রন্ধ্রে রন্ধ্রের সমস্যা গুলো উপলব্ধি করে প্রস্তুতি নিয়েছেন সেই কারণে তার এ ধরণের সমস্যা না হওয়ারই সম্ভাবনা বেশি।

মনে রাখতে হবে, সবার আগে ভালো প্রস্তুতি-
রিজেক্ট খেয়ে বছরের পর বছর ঘুরার চেয়ে আগেই সময় নিয়ে প্রস্তুতি নেয়া অধিকতর শ্রেয় ও বুদ্ধিমানের।
এখন অনেকেই বলতে পারেন ১/২ বছর আমার হাতে সময় নাই। এতো সময় দিতে পারবো না। আমাকে ৬ মাসের মধ্যে অমুক দেশে যেতেই হবে।

মনে রাখতে হবে অমুক দেশ আপনার মামার বাড়ি না যে চাইলেই যেতে পারবেন। আপনি সময় দিতে না পারা আপনার ব্যর্থতা। আপনি আরো আগে কেন শুরু করতে পারেন নি এটার দায় আপনার, অন্য কারো নয়।

মনে রাখতে হবে যে ভিসার জন্য আপনি আবেদন করেছেন তারজন্য কেবল আপনিই একমাত্র আবেদনকারী নন। আরো শতশত লোক আবেদন করেছেন। একজন ভিসা অফিসার তার ক্রাইটেরিয়াতেই ভিসা দিবেন। তিনি যদি আপনার চেয়ে অনেক ভালো প্রোফাইল এর ফাইল পান তাহলে আপনাকে কেন দিবে, আর ভালো প্রোফাইল না পেলে কেন ভিসা দিবেন?
তাছাড়াও ভিজিট ভিসার একটা ইন্টারন্যাল রেশিও আছে, গত বছর কোন মাসে কত হয়েছে তার একটা ছক তারা ফলো করে। হঠাৎ করেই ভিসা বাড়িয়ে দিবে এমনটা ভাবার কোন কারণ নাই।

এখন আপনি হয়তো আপনার মতো, রিকোয়ারমেন্ট অনুযায়ী সব করেছেন কিন্তু অনেক বিষয়ই আপনি জানেন না বিধায় সেভাবেই ফাইল রেডি করে সাবমিট করেছেন, ফলে রিজেক্ট হয়েছেন।
প্রয়োজনে একজন ভালো কনসালটেন্ট এর কাছ থেকে পরামর্শ নেন, পরামর্শ নিতে ফি লাগলেও নেন। আমরা তো ডাক্তার আইনজীবীদের ফি দিয়েই কনসালটেশন নেই। তাহলে এখানে কেন নয়?

এই কনসালটেশন আপনার বিফলে যাবে না। যদি সেভাবে সময় নিয়ে আগাতে পারেন। হুটহাট করে সোস্যাল মিডিয়ায় কারো মজার মজার ভিডিও দেখে বা পোস্ট দেখে বেশি আবেগ দিয়ে ডিসিশন নেয়া বোকামি।
দেশে আপনার মতো হাজারো লোক আছে যা আপনি চাচ্ছেন তিনিও তা চাচ্ছেন, তাহলে ভিসা অফিসার কাকে ভিসা দিবেন? নিশ্চয়ই যোগ্য লোককে।

পৃথিবীর সব কাজের আগেই আপনাকে রিহার্সেল বা প্রস্তুতি নিতে হবে যাতে করে আপনার কাজটা নির্ভুল ও ভালো হয়। যেটা আমরা করি না, পরে আপসোস করে ভাগ্যের দুষ দেই।

ধন্যবাদ সবাইকে ট্রাভেলিং এইড এর সাথে থাকার জন্য
#ট্রাভেলিংএইড, #ট্রাভেল, #ভিসা, #ভিজিট, #এম্বাসি, #রিজেক্ট, #হাইকমিশন, , , , , , , , , , , Travelling Aid 🇧🇩 ট্রাভেলিং এইড
, ,

20/05/2025

স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে, স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০।
তবে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোন স্পিড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

19/05/2025

সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল
অভিনন্দন❤️❤️💥

18/05/2025

ঢাকা বিমানবন্দর থেকে নায়িকা নুসরাত ফারিয়া আটক, ডিবি হেফাজতে আছেন। কোন মামলায় গ্রেফতার দেখাবে তা নিয়ে চলছে পর্যালোচনা।

Address

Tejgaon

Alerts

Be the first to know and let us send you an email when Travelling Aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travelling Aid:

Share