25/10/2024
আলোর পথ ধরে হেঁটেছি আমরা নিশ্চুপ মাইল তিনেক
হালকা সবুজ আলো—একটি দূরবর্তী বিন্দু উৎস তার;
গোলাপ হয়ে ফুঁটে আছে হিজাবে, তোমার চেহারার নেক!
আমরা হেঁটে যাচ্ছি হাতে হাতে, চোখে প্রেম কাঁটছে সাঁতার!
তুমি হরিণ হলে, আমিও হরিণ হলাম—যেনো কবুল দোয়া;
সবুজ আলোয় লাফিয়ে বেড়াই আরোও তিন জন্ম এমন!
খাঁজকাটা হলুদ শরীর, যেনো ঐদিন তোমার হলুদ ছোঁয়া
আমি চোখ টিপে টিপে বলি, ‘আহ্ সাধের বেহেশত গমন’!
~
র_হাসান
২৪/১০/২০