21/11/2025
গল্পটার নাম: অচেনা শহর
আমার নাম দিশা। এটা আমার ছোটবেলার থেকেই দেখে আসার একটা জিনিস।আমি তখন ক্লাস ফাইভে পড়তাম। স্যারের কাছে পড়তাম। সেই স্যারের কাছে আরো অনেকে বা অনেক বাচ্চা পড়তো। আমার একটা বান্ধবী ছিল। আমরাও তো ঘনিষ্ঠ ছিলাম না কিন্তু পরিচিত ছিল। নাম ছিল রিয়া । আমি দেখতাম সে প্রাইভেট নিয়মিত আসত। হঠাৎ দেখি যে আসেনা। চার পাঁচ দিন পর সে পড়তে আসলো। তাকে আমি জিজ্ঞাসা করলাম কিরে প্রাইভেট আসিস না কেন? ও বলল জানিস আমি এটা কথা কাউকে বলতে পারবো না। আমি বললাম আমাকে নির্দ্বিধায় বলতে পারিস। ছোট ছিলাম তো তখন ওয়াদা নিল। বলল জানিস যখন আমি পড়ি তখন স্যার কেমন কেমন একটা করে। আমি বললাম কি করে রে? স্যার আমার পা চিপে ধরে , স্যার এ কেমন যেন করে। আমি কথাটা তেমন কিছুই নিলাম না। আমি তখন বললাম যে ঠিক আছে আজকে লক্ষ্য করব স্যার তোর সাথে কি করতেছে।দেখলাম স্যার তার কাছে আসলো তারপর ঠিক তার পা টা খিঁচে ধরল। তারপর তার হাতটি দিয়ে তা বলতে পারছি না আমি। ঘটনাটি দেখার পর আমার অন্তরঙ্গ শুকিয়ে গেল। আমি ভাবলাম সে তো আমার স্যার সে তো আমার বাবা বয়সী একটা মানুষ সেটা কিভাবে করতে পারলো। তখন থেকে পুরুষের প্রতি আমার একটা তীব্র ঘিন্না জন্ম দিল। যখন ক্লাস দশম শ্রেণীতে উঠলাম । তখন আমার এক প্রতিবেশী ছিল। সে ভাড়া থাকতো আমার বাসার পাশেই। তার মা তাকে রেখে ছুটিতে চলে গিয়েছিল। বাসা ফাঁকা ছিল বাসায় বাড়িওয়ালা ছাড়া কেউ ছিল না। বাড়িওয়ালার বয়স নিম্নে পঞ্চাশের উপরে হবে। এই সুযোগ কাজে লাগিয়ে বাড়িওয়ালা তাকে ধর্ষণ করে। আমি বুঝলাম না। পুরুষ কি সত্যি ভয়ংকর? তাদের চরিত্র কি এতটাই নিম্ন?আজকে নারী হয়ে কি এতটা অবহেলিত। রাস্তায় বের হলে ইভটিজিং এর শিকার হতে হয় আমাদের, শুধু তাই নয় এবং কি রাতে তো মেয়েদেরকে দেখা যায় না। আচ্ছা আমি চিন্তা করলাম বিকেলে আমার নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম তার আদর্শ কি এই পুরুষরা হতে পারে না? আমার আজ ভয় হয় ভীষণ বড় ভয় হয়। এই জেনারেশনের পুরুষদের নিয়ে ভয় হয়। আমার বাসা ভাই আছে। সেকি শিক্ষায় বড় হবে তা আমি জানিনা? কিন্তু আমি এটা বলব যে যদি ছেলেদের বড় করতে হয় তো ইউসুফ আলাইহিস সালামের আদর্শে যেন বড় করি। হাহাকারী হৃদয়ে এত ছটফট করে তা এক নারী বলতে পারবে। আমার সেই প্রতিবেশী সেই বেদনাময় কষ্ট যন্ত্রণা নিয়ে আর বেঁচে নেই। সে সমাজে মুখ দেখাতে পারবে না বিধায় সে দিয়ে মারা যায়। আমি মনে করি ধর্ষিত নারী মরার চেয়ে ধর্ষণকারী মরা উচিত। আজ আমার বয়স ২০ বছর। ২০ বছর বয়সে আমি পুরুষের সম্পর্কে যে ধারণাটা রাখি তা হচ্ছে ভীষণ ভয়ঙ্কর।