04/11/2025
আমি সম্পর্কের যত্নের খুব গুরুত্ব দেই। এটা অনেক প্রয়োজন। কখন প্রয়োজন জানেন ?? যখন আমরা দুইজন একটা বিষয়ে ভিন্নমত পোষণ করি। এবং আমাদের কনভারসেশন অন্য সময়ের মতো স্বাভাবিক থাকে না।
এবং আরেকটা বিষয় গুরুত্ব পূর্ণ, আপনি আপনার অনুভূতি গুলো কতটুকু প্রকাশ করতে পারছেন এবং এর থেকেও গুরুত্বপূর্ণ আপনার পার্টনার আপনার অনুভূতির মূল্যায়ন কতটুকু করছে।
ভুল হয়, মতামত মিলে না এবং এগুলো চলতেই থাকবে। আর এগুলো কত সুন্দর করে আপনি ওভারকাম করতে পারছেন এটাই হচ্ছে বড় বিষয়।
ছবিতে যেটা দেখছেন এটা মূলত বানিয়েছিলাম apologies snacks হিসেবে। সম্পর্কের যত্ন হয়তো আমি এইবার এইভাবে প্রকাশ করেছি। আমি আমার অনুভূতি প্রকাশ করতে পছন্দ করি এবং আমি মনে করি এতে লুকোচুরি করা মানে সম্পর্কের অবনতি ঘটানো ।