
28/06/2025
এক আদিবাসী মায়ের সংগ্রামী জীবন
মা তার বাচ্চার জন্য সব কিছু বিলীন করে দিয়েছে। আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পাবেন মা তার শরীরে পরনে কাপড় নেই তা-ও সেই তার বাচ্চাটাকে কাপড়ের অভাব তা রাখিনি। অথচ কাপড় দরকার ছিল মায়ের কারণ তিনি একজন প্রাপ্ত বয়স্ক মহিলা। ছবিটি তুলে ছিলাম ২০২২ দিকে খুব দুর্গম এলাকা ম্রো সম্প্রদায় গ্রামে। সোসিয়াল মিডিয়া ছবি টি ছাড়া ঠিক হবে কি না ভেবে আমি আপলোড করি নাই। যদি আমার কোন ভুল থাকে মাফ করে দিবেন। 🙏
বেঁচে থাকুক প্রতিটি মায়ের প্রতি সন্তানের ভালোবাসা
Photo by : Uhaimarma Photography