
19/07/2025
বৃষ্টি সবেমাত্র থেমেছে। এখনই কলেরা হওয়ার উপযুক্ত সময়। অলরেডি বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। বিগত ৪ মাসের মধ্যে যারা কলেরার টিকা দেন নাই, এখনই উপযুক্ত সময়।
#টিকা: কলেরার টিকা দিতে কোন বয়স লাগেনা। ৪০ দিনের পরে যেকোনো সময় দেওয়া যাবে।
আর যাদের কলেরার টিকা বিগত ৪ মাসের মধ্যে দেওয়া আছে তারা প্রতিদিন অন্তত ২-৩ ঘন্টার পানিতে #প্রোবায়োটিক ব্যবহার করুন। অল্প ডোজে একটানা ১০-১৫ দিন । এটি কলেরার বিরুদ্ধে মুরগির ইমিউনিটি গড়ে তুলতে সর্বোচ্চ সাপোর্ট দিবে।
সময় থাকতে, রোগ আসার জন্য অপেক্ষা না করে এখনই টিকা প্রদান করুন। নয়তো খরচ দ্বিগুণ হয়ে যাবে।
#হ্যাপি_ফার্মিং