06/05/2025
বেগম খালেদা জিয়ার শুভ প্রত্যাবর্তন উপলক্ষে চর কুকরী মুকরীতে বিএনপির পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয়তাবাদী রাজনীতির প্রেরণাদাত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসা শেষে লন্ডন থেকে সুস্থ হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। এ উপলক্ষে চর কুকরী মুকরী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত হয় এক হৃদয়গ্রাহী পথসভা ও সংক্ষিপ্ত আলোচনা সভা।
অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রীর সাহসী রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবিচল সংগ্রামের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। সেইসাথে তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দলীয় ঐক্য ও সংগ্রামের প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন:
চর কুকরী মুকরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম মাতব্বর
সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হাওলাদার
যুবদল সভাপতি মোঃ ফোরকান হাওলাদার
যুবদল সাধারণ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন হাওলাদার
স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম হাওলাদার
কৃষক দলের সভাপতি ইউসুফ হাওলাদার
ছাত্রনেতা শিমুল হাওলাদার
এছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ মিলনমেলায় বক্তাগণ বেগম জিয়ার নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং চলমান আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে শরিক হওয়ার আহ্বান জানান।