21/07/2025
🔴 রক্তের অপেক্ষায় একটুকু প্রাণ...
যতদূর জানি, প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন — মুহূর্তের দেরি হতে পারে কারও জীবননাশ।
চলুন, মানবতার ডাকে সাড়া দিই।
আমরা যার যার অবস্থান থেকে এগিয়ে আসি রক্তদানে, হই জীবনের সাথি।
📌যারা ব্লাড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান-
১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪. কুয়েত মৈত্রী হাসপাতাল
৫. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
৭. মনসুরআলী মেডিকেল কলেজ
৮. উত্তরা বাংলাদেশ মেডিক্যাল
৯. ক্রিসেন্ট হাসপাতাল
Pray for milestone 🤲😔