Tamzid Tushar Fashion

  • Home
  • Tamzid Tushar Fashion

Tamzid Tushar Fashion Best Video Collection Here.. Follow my page and comment Done, i will back follow!
(1)

সবথেকে দ্রুতগামী হাত।
29/10/2025

সবথেকে দ্রুতগামী হাত।

সেনানিবাস এলাকাতে ডিমের গাড়ি টা উল্টে গেছিলো। সাথে সাথে চালক উচ্চ স্বরে কান্না শুরু করলো। চালক কান্না করতে করতে বলল আমার...
27/10/2025

সেনানিবাস এলাকাতে ডিমের গাড়ি টা উল্টে গেছিলো। সাথে সাথে চালক উচ্চ স্বরে কান্না শুরু করলো। চালক কান্না করতে করতে বলল আমার এই ডিমের ক্ষতিপূরণ দিতে হবে মালিক কে। এত টাকা আমি কোথায় পাব।

এ কান্না দেখে এক ভদ্র লোক এগিয়ে এসে নিজের পকেট থেকে ১০০০ টাকা দিয়ে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের কে উদ্দেশ্য করে বলল, আমি আমার জায়গা থেকে তাকে কিছু দিলাম। আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যা পারেন দেন।

এবার সবাই যে যা পারলো সাহায্য করলো। সব মিলিয়ে হিসেব করে দেখা গেল ক্ষতির পরিমাণ অনুযায়ী ৩০০ টাকা কম উঠলো। এবার সেই ১০০০ টাকা দেওয়া লোক টি বলল যান আপনার মালিক আর কিছু আপনাকে বলবে না। এই বলে তিনি চলে গেলেন।

পাশে থেকে একজন ভ্যান চালককে উদ্দেশ্য করে বলল এই ১০০০ টাকা দেওয়া লোক টা খুবই দয়ালু। সে না থাকলে তুমি আজ তোমার মালিকের কাছে কি জবাব দিতে?? তোমাকে জরিমানা দিতে হতো।
তখন ভ্যান চালক টাকাগুলো হাতে নিয়ে বলল ওই যে ১ হাজার টাকা দেওয়া ব্যাক্তিই আমার মালিক ।

ছবিতে একটি মজার জিনিস আছে খুঁজে বের করার দায়িত্ব আপনাদের 😁
26/10/2025

ছবিতে একটি মজার জিনিস আছে খুঁজে বের করার দায়িত্ব আপনাদের 😁

উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল থেকে নেমে আজ দুপুরে এই ছেলেটার অটো রিকশায় উঠলাম। আমার অফিসের সামনে নেমে তাকে ভাড়া দেবার জন্য প...
21/10/2025

উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল থেকে নেমে আজ দুপুরে এই ছেলেটার অটো রিকশায় উঠলাম। আমার অফিসের সামনে নেমে তাকে ভাড়া দেবার জন্য পকেট থেকে ওয়ালেট বের করতে করতে দেখি সে কাগজ কলম দিয়ে কি যেন লিখছে।

জিগেস করলাম, কি লিখছেন? ছেলেটা জানালো, আজকে সকাল থেকে সে যতগুলো খ্যাপ মেরেছে, সেগুলোর রুট, ভাড়া, এবং সময় এখানে সে নোট করে রাখে!

আমি ছেলেটার স্মার্টনেস দেখে হতভম্ব হয়ে গেলাম!

কারণ আমি ঢাকা শহরে রিকশায় চড়ি ১৯৯৩ সাল থেকে! যখন আমি ক্লাস ওয়ানে পড়ি, তখন থেকে। অর্থাৎ আমার রিকশায় চড়ার বয়স প্রায় আমার বায়োলজিক্যাল বয়সের কাছাকাছি।

এত লম্বা সময়ে আমি কখনো কোনোদিন এমন দৃশ্য দেখি নাই। কোনদিন কোনো রিকশাওয়ালাকে এভাবে তার দৈনিক ইনকামের হিসাব রাখতে দেখি নাই!

আমি ছেলেটার সাথে কনভারসেশন চালিয়ে যাবার আগ্রহবোধ করলাম। আমি তাকে জিগেস করলাম, আপনার নাম কি? (আমি ভাড়া দিলাম ৬০ টাকা, সে সেটাকে তার ছোট্ট নোটবুকে টুকে রাখতে রাখতে) বল্লঃ

- মোঃ নাইম হোসেন
- আপনার গ্রামের বাড়ি কই?
- নওঁগা
- এখানে বাসা কই?
- উত্তরা ১০ নাম্বার সেক্টর
- রিকশা চালান কবে থেকে
- ৫/৬ মাস হবে।
- ‍শুরু থেকেই এভাবে দৈনিক হিসাব নোট করে রাখেন?
- জ্বি। আমি আমার খরচের হিসাবও এইভাবে রাখি ভাই।
- আপনার পড়াশোনা কতদূর?
- আমি ২০১৭ সালে ইন্টার পাশ দিসি। আর্স থিকা।
- আপনার বাসায় আর কে কে আছে?
- আমার বউ আছে, আর একটা বাচ্চা আছে।
- আজ সারাদিন কয়টা খ্যাপ মারসেন? নোটবুক দেখে বলেন।
- ৩০ টা মারসি।
- ডেইলি কয়টা খ্যাপ মারেন গড়ে?
- ৭০/৮০ টা।
- মানে আর ৪০/৫০ টা খ্যাপ মারতে পারবেন বাকী দিনে?
- হ ভাই।
- গড়ে কত আয় হয় ৭০/৮০ টা খ্যাপ মেরে?
- কুনু সময় ২ হাজার। কুনু সময় ১৫ শো।
- আমি আপনার একটা ছবি তুলি?
- আইচ্ছা ভাই তুলেন।

ছেলেটার সামনে রিকশার সাথে এটাচ করে একটা প্লাস্টিকের বয়াম রাখা, সেখানেই সে তার নোটবুক আর কলম রাখে।

ছেলেটা আমাকে স্যার না ডেকে ভাই ডেকেছে, তাতে বুঝলাম সে আত্নসম্মান বোধসম্পন্ন মানুষ, কনফিডেন্ট মানুষ! একজন রিকশাওয়ালা তার প্যাসেনজারকে স্যার ডাকবে কেন? ভাই সম্বোধন যথেষ্ঠ!

অনেক বছর আগে আমি ফেসবুকে Humans of Mirpur নামে একটা পেইজ খুলেছিলাম, আমি অফিসে যাবার পথে বিভিন্ন হকার, ফেরিওয়ালা, রিকশাওয়ালা - এদের সাথে কথা বলতাম। আমার মূল উদ্দেশ্য ছিলো, তাদের জীবনবোধটা বোঝার ট্রাই করা। আমি তাদের ছবি তুলতাম, প্রডাক্ট কিনতাম, বা সেবা নিতাম। কিছুদিন পর

রুবাইয়া, বয়স ২৬।বাইরে সবাই দেখলে মনে করবে সে একদম সুস্থ, অফিসে হাসছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, ফেসবুকে পোজিটিভ ছবি দ...
16/10/2025

রুবাইয়া, বয়স ২৬।
বাইরে সবাই দেখলে মনে করবে সে একদম সুস্থ, অফিসে হাসছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, ফেসবুকে পোজিটিভ ছবি দিচ্ছে।
কেউ জানে না, প্রতিদিন সকালে তার জীবন শুরু হয় যুদ্ধের মতো একটি যন্ত্রণায়।

সকালে ঘুম থেকে উঠে প্রথম গন্তব্য টয়লেট।
আর সেখানে ওর অপেক্ষা করে রক্ত মিশ্রিত পায়খানা, জ্বালাপোড়া, পেট ব্যথা।
কখনও ৮ বার, কখনও ১৫ বার —
প্রতিবার টিস্যুতে রক্ত দেখে মনে হয়, আজ আর পারব না।

দিনের বেলায় অফিসে বসে থাকতে হয় চুপচাপ।
কেউ জানে না, পেটের মোচড়টা কতটা কষ্ট দিচ্ছে।
বন্ধুর সঙ্গে হাসতে হাসতে ভেতরে কেঁদে চলেছে।
রাত্রে ঘুম আসে না, বালিশ ভিজে যায় কান্নায়, শরীর ক্লান্ত, মন ভেঙে।

ওর রোগের নাম — Ulcerative Colitis।
এটা কেবল পেটের অসুখ নয়।
এটা হলো অদৃশ্য যন্ত্রণা, যা মানুষের জীবন, শক্তি, আত্মবিশ্বাস সবকিছু একসাথে খেয়ে ফেলে।

কেন হয়?

শরীরের ইমিউন সিস্টেম ভুল করে নিজের অন্ত্রের কোষ আক্রমণ করে

পরিবারের ইতিহাস থাকলে ঝুঁকি বেশি

অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হলে প্রদাহ বাড়ে

স্ট্রেস, অনিয়মিত খাবার, ফাস্টফুড, ধূমপান রোগকে ট্রিগার করতে পারে

কী করলে এড়ানো যায়?

সময়মতো ডাক্তার দেখানো

নিয়মিত পরীক্ষা ও চিকিৎসা নেওয়া

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা

স্ট্রেস কমানো, পর্যাপ্ত ঘুম নেওয়া

একটা শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে পারে।

আজ সকালে ময়মনসিংহ থেকে রাজীব বাসে ঢাকায় আসছিলাম। গাজীপুর চৌরাস্তা থেকে এক ভদ্রলোক উঠে এলেন—ডা. এজাজুল ইসলাম।এর আগে তাঁর ...
15/10/2025

আজ সকালে ময়মনসিংহ থেকে রাজীব বাসে ঢাকায় আসছিলাম। গাজীপুর চৌরাস্তা থেকে এক ভদ্রলোক উঠে এলেন—ডা. এজাজুল ইসলাম।
এর আগে তাঁর সম্পর্কে অনেক প্রশংসা শুনেছি—“গরিবের ডাক্তার”, “মানুষটা আলাদা”, “অভিনেতা হলেও মাটির মানুষ”—সবই শুনতাম, আজ চোখে দেখলাম।

বাসে তখন ভিড়। উনি উঠেই ড্রাইভারের পাশের ছোট্ট সিটে গিয়ে বসলেন। আমি আমার সিট ছেড়ে বললাম, “স্যার, এখানে বসুন।”
উনি হাসলেন, মাথা নেড়ে বললেন, “না না, আমি ঠিক আছি।”

এরপর আরও কয়েকজন সম্মান জানিয়ে সিট দিতে চাইলেন—কেউই সফল হলেন না।
আরেকটু পর আমার পাশের সিট খালি হলো, আমি আবার বললাম, “স্যার, এখন আসুন।”
উনি হেসে বললেন, “ওই ভদ্রলোকটাকে বসতে দিন, উনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন।”

এক মুহূর্তের জন্য মনে হলো—মানুষটা যেন এক জীবন্ত শিক্ষা।
আজকাল হাসপাতালের বাইরে তো দূরের কথা, অনেক সময় ডাক্তারের পাশে দাঁড়িয়েও কথা বলা কঠিন। অথচ উনি—এত বড় ডাক্তার, জনপ্রিয় অভিনেতা—তবু একদম সাধারণ মানুষের মতোই।

বাসের সবাই অবাক হয়ে তাকিয়ে ছিল।
আমার মনে হচ্ছিল, সত্যিকারের বড় মানুষ আসলে চেহারায় নয়, আচরণে বোঝা যায়।

ডা. এজাজুল ইসলাম—তিনি শুধু একজন ডাক্তার নন, তিনি এক নিঃশব্দ অনুপ্রেরণা।
সত্যিকারের গরিবের ডাক্তার।

ফেসবুক পোস্টে এক যাত্রীর অনূভুতি...

কালেক্টেড ..

হামজা আপনি আমাদের আশা ভরসা। আপনি বাংলাদেশ ফুটবলের নক্ষত্র ✨⭐️আপনার হাত ধরে দেশের ফুটবল কে অনেক দূরে নিয়ে যাবেন আমরা এখন ...
14/10/2025

হামজা আপনি আমাদের আশা ভরসা।
আপনি বাংলাদেশ ফুটবলের নক্ষত্র ✨⭐️
আপনার হাত ধরে দেশের ফুটবল কে অনেক দূরে নিয়ে যাবেন আমরা এখন এই স্বপ্ন দেখি ❤️🇧🇩

আমার এই দাদি ছিল অসম্ভব সুন্দরী। সেই সাথে ছিল অহংকারী । আম্মুদের থেকে শুনেছিলাম ওনাদের বাসায় বেড়াতে গেলে কিংবা উনি বেড়াত...
13/10/2025

আমার এই দাদি ছিল অসম্ভব সুন্দরী। সেই সাথে ছিল অহংকারী । আম্মুদের থেকে শুনেছিলাম ওনাদের বাসায় বেড়াতে গেলে কিংবা উনি বেড়াতে এলে নাকি আম্মুরা সবসময় আতংকে থাকত।
ওনি কখনো কালো কাওকে সহ্য করতে পারতেন না।

এটার সাক্ষী আমিও একবার হয়েছিলাম। আমাদের গোষ্ঠীর সবাই সুন্দর।

আর পরিবারে আমার বাকি তিনবোন সুন্দরী হলেও আমি ছিলাম শ্যামলা। হয়েছিলাম আম্মুর মতো। ওই দাদির বাড়িতে গেলে আমি দেখতাম ওনি কতটা বৈষম্য করে আমার সাথে। অবশ্য ছোট থেকে এটা পেয়েই অভ্যস্ত। যেখানে গোষ্ঠীর সবাই সুন্দর সেখানে আমি শ্যামলা এটা নিয়ে কম কথা শুনিনি। কেউ হঠাৎ দেখলে বলতো "ও কার মতো হয়েছে.?"

কারণ আম্মুও অনেক সুন্দর হয়ে গেছিলো পরে। তাই আমাকে এমন বলাটাই স্বাভাবিক।

তো এই দাদির বাড়িতে গিয়েছিলাম একবার। কাজিনরা সবাই, সাথে আমার বোনেরাও দাদির রুমে ছিল। দাদির বিছানায় বসেছিল সবাই। আমি গিয়ে যখনই বিছানায় উঠবো তখনই দাদি বলে " হ্যা রে তুই এখানে উঠিস না। তুই মোড়ায় বস"

ভাবতে পারেন আমার অবস্থা কেমন.?

আমি বসিনি সেদিন। আম্মুর কাছে এসে জেদ ধরেছিলাম বাড়িতে চলে আসব বলে। আমার জেদের কারণে প্রচুর মার খেলাম। পরের দিন চলে এলাম। সে রাতটা কিভাবে কাটিয়েছি আমিই জানি। এরপর আর কখনো যাইনি। অনেক বছর পেরিয়ে গেলো।

দাদি এসেছে আমাদের বাড়িতে। আমি তাকে দেখে আশ্চর্য হলাম। আগের অহংকার, দাম্ভিকতার কিছুই নেই। কালো ঘন চুল সাদা হয়েছে। সুন্দর চামড়া কুঁচকে গিয়েছে।

ওনার শোবার জায়গা হলো আমার রুমে। ওনাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব দায়িত্ব পড়ল আমার ওপরে। ওনি দেখি সেটি মেনে নিলো। আমি বারবার তাকে দেখছি।

মেলাতে পারছি না ১৬ বছর আগের সেই দাদির সাথে এই দাদিকে।

দাদির কাছ থেকে শুনেছি তার তিন ছেলের জন্য অতীব সুন্দরী মেয়ে এনেছে বউ করে।

তবে সেই সুন্দর বউয়েরা নাকি তাকে রাখতে চাইছে না কারো কাছে। বাড়ির সব কাজ নাকি ওনাকেই করতে হয়। তিনটা কাজের মেয়ে থেকে এখন নাকি একটাতে এসেছে। তাও শুধু সকাল বিকেলের জন্য। একমাত্র মেয়েকে সুন্দর ছেলে দেখে বিয়ে দিয়েছে। মেয়েড জামাই নাকি পরকিয়া করে।এরপর মেয়ের ডিভোর্স। আমি জাস্ট কথা গুলো শুনছি। আর ভাবছি। কি হবে এতো রুপ দিয়ে। কিসের এতো অহংকার এই রুপ নিয়ে.?..Collected

যখনই সোনা (Gold), রূপা (Silver), এবং একটি নতুন সম্পদ (New Asset) একসাথে বাড়তে শুরু করে, তখন বুঝতে হবে নিচে কোথাও পুরনো ...
12/10/2025

যখনই সোনা (Gold), রূপা (Silver), এবং একটি নতুন সম্পদ (New Asset) একসাথে বাড়তে শুরু করে, তখন বুঝতে হবে নিচে কোথাও পুরনো কিছু ধ্বংস হচ্ছে।

১৯৩০ এর দশক — মহামন্দা (Great Depression) কাগুজে সম্পদ ধ্বংস করে দিলে সোনার দাম বেড়ে যায়।

১৯৭০ এর দশক — মূল্যস্ফীতি (inflation) ও তেল সংকটে (oil shocks) ডলারের মূল্য ভেঙে পড়লে রূপার দাম আকাশছোঁয়া হয়।

২০০৮ সাল — ব্যাংক ধসে পড়া ও মুদ্রার প্রতি মানুষের আস্থা হারানোর মধ্যে দিয়েই জন্ম নেয় বিটকয়েন (Bitcoin) বা ডিজিটাল কারেন্সি।

এই দিকে একজনরে মোট জাতীয় ঋণের পরিমাণ প্রায় $37.85 Trillion.
অন্য দিকে আরেক জনের মোট জাতীয় ঋণের পরিমাণ প্রায় $2.45 Trillion.

এটা ইতিহাসের এক পুনরাবৃত্ত ধারা, নতুন কিছুই না। হয়তো সামনে অনৈতিক ইতিহাসের পুনরাবৃত্ত হলে ও হতে পারে।

11/10/2025

📍Santa Barbara, California 🇺🇸

Good Morning..
09/10/2025

Good Morning..

আমাকে দেখা যায়?
08/10/2025

আমাকে দেখা যায়?

Address


Telephone

+8801775970536

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamzid Tushar Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamzid Tushar Fashion:

  • Want your business to be the top-listed Media Company?

Share