Arafat TV

Arafat TV ইয়া আল্লাহু!ইয়া রাহমানু!!ইয়া রাহীম!!!
নারায়ে তাকবির আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ দঃ

আজ ১৭ সফর; পাক ভারত উপমহাদেশের বিখ্যাত ওলীয়ে কামেল হযরত শাহ্ সূফী সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী (রহ:)'র ওফাত দিবস।সাঈয়্যিদা...
11/08/2025

আজ ১৭ সফর; পাক ভারত উপমহাদেশের বিখ্যাত ওলীয়ে কামেল হযরত শাহ্ সূফী সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী (রহ:)'র ওফাত দিবস।

সাঈয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত মা ফাতেমা (রাদি:) এঁর বাগিচার প্রস্ফুটিত শুভ্র গোলাপ, আওলাদে রাসুল, হযরত শাহ্ সূফী সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী আল ওয়াইসী (রহ:)। তিনি রাসূলে নোমা হযরত শাহ্ সূফী ফাতেহ্ আলী ওয়াইসী (রহ:) এঁর অন্যতম প্রধান খলিফা এবং বাংলা আসামের অন্যতম আধ্যাত্মিক মহাপুরুষ পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল জামানার মুজাদ্দেদ, বাংলা আসামের লক্ষ লক্ষ আশেকের মুর্দা দীল জিন্দা করনেওয়ালা হযরত মাওলানা শাহ্ সূফী খাজা মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ:) এঁর পীর ও মুর্শিদ।

১৭ সফর ১৩৩৮ হিজরী মোতাবেক ২৫শে কার্তিক ১৩২৬ বাংলা, মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে তিনি মওলার ডাকে সাড়া দিয়ে দারুল বাকায় তাশরীফ নেন। কলকাতার মেহেদীবাগে উনার মাজার শরীফ অবস্থিত।

মওলায়ে কারীম জান্নাতে উনার মাক্বাম বুলন্দ করুন এবং উনার রূহানী ফয়ুজাত আমাদের নসীব করুন আমীন।

এডিটর

09/08/2025

আবার কবে হবে দেখা গো,,,
মুফতি এনায়েত হোসেন ফকির
হযরত খাজা ইউনুছিয়া পাক দরবার শরীফ
#মাওলানা_এনায়েত_হোসেন
াজা_ইউনুছিয়া_দরবার_শরীফ

খেয়াল ক্বালবে, ক্বালব আল্লাহর দিক। আল্লাহ তোমার জানের থেকেও নিকটে, তিনি দেখতেছেন দেলের হাল। আল্লাহকে হাজের নাজের ওয়াহেদ ...
08/08/2025

খেয়াল ক্বালবে, ক্বালব আল্লাহর দিক। আল্লাহ তোমার জানের থেকেও নিকটে, তিনি দেখতেছেন দেলের হাল। আল্লাহকে হাজের নাজের ওয়াহেদ জানিয়া, সেই হালে সেজদা কর।নামাজে আল্লাহ ছাড়া গায়রুল্লাহ সেজদা করে মহাপাপী হইয়োনা।
-- খাজা পীর এনায়েতপুরী রহঃ

06/08/2025

গজল: “বাবা শাহ এনায়েতপুরী নায়েবে নবী”
কণ্ঠশিল্পী: মাওলানা আসাদুল ইসলাম মোজাদ্দেদী
এই হৃদয়ছোঁয়া ভিডিও সংগ্রহ করা হয়েছে বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ এর অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে।
আল্লাহর প্রিয় বন্ধুদের স্মরণে এমন গজল আমাদের অন্তরে জাগায় ভালোবাসা, ভক্তি ও শান্তির পরশ।
#শাহএনায়েতপুরী
#নায়েবেনবী
#বিশ্বশান্তিমঞ্জিল
#এনায়েতপুরদরবার
#গজল
#ইসলামিকগজল
#আসাদুলইসলামমোজাদ্দেদী
#মোজাদ্দেদীদরবার
#রুহানিসঙ্গীত

#সুফিসঙ্গীত
#পীরমুর্শিদ


31/07/2025

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

মুফতি আবুল কাসেম ফজলুল হক হুজুরের শ্রদ্ধেয়া মমতাময়ী মা ইন্তেকাল করেছেন — (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন,
পরিবার-পরিজনকে ধৈর্য ও সাহসের সঙ্গে এই কঠিন সময় পার করার তাওফিক দান করুন।
আসুন, আমরা সবাই মরহুমার মাগফিরাতের জন্য দোয়া করি।

30/07/2025

মশুরীখোলা দরবার শরীফে হুজুর ক্বেবলার শেষ বিদায়ে |হাজার হাজার কন্ঠে পবিত্র মিলাদ কিয়াম শরীফ।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহ্সূফি মুহাম্মদ আহছানুজ্জামান রহ.'র জানাজা নামাজ শেষে কিয়াম শরীফ ।

30/07/2025

🔴Live/সরাসরি সম্প্রচার!
মশুরীখোলা দরবার শরীফ থেকে,,,
পুরান ঢাকার ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের সাজ্জাদানশীন পীর ও মুর্শিদ আল্লামা শাহ্ আহসানুজ্জামান হুজুরের শেষ বিদায়।
#মশুরীখোলা_দরবার_শরীফ

-🅛🅘🅚🅔-🅒🅞🅜🅜🅔🅝🅣-🅢🅗🅐🅡🅔-

29/07/2025

إنا لله وإنا اليه راجعون
মশুরিখোলা দরবার শরীফের পীর সাহেব হুজুর (শাহ সাহেব হুজুর) ইন্তেকাল করেছেন।

27/07/2025

🌿 খাজা এনায়েতপুরী রহঃ'র মুরিদ ও আশেকদের প্রতি বিশেষ তাগিদ 🌿
খাজাবাবা (রহঃ)-এর প্রকৃত মুরিদ হতে হলে, কেবল নাম নয়—জীবনে ধারণ করতে হবে তাঁর আদর্শ ও তরিকতের মূল নিয়ম-কানুন।

পীরজাদা আব্দুল মালেক আল মোজাদ্দেদী সাহেব (দা.বা.) বলেন—
✅ তরিকতের মজবুত ভিত্তি তিনটি: শরিয়ত, তরিকত ও হক্কানি আদব।
✅ প্রতিদিন নিয়মিত নামাজ,যিকির, দরুদ শরীফ ও আসগার পড়া মুরিদের দায়িত্ব।
✅ সততা, নামাজ, হালাল রুজি, বড়দের সম্মান, গিবত থেকে বিরত থাকা—এ সবই তরিকতের মৌলিক শর্ত।
#এনায়েতপুর_পাক_দরবার_শরীফ #ঐতিহাসিক_জুম্মার_খুতবা িত্র_ওরছ_শরীফ
#পীরজাদা_আব্দুল_মালেক_সাহেব

25/07/2025

রহমতের ডাক (রাতের শেষ ভাগ) এই নামে ধরে ডাকেন।
ইয়া আল্লাহ্! ইয়া রাহমানু!! ইয়া রাহিম!!!

23/07/2025

তুমি যে নূরের নবী
নিখিলের ধ্যানের ছবি
তুমি না এলে দুনিয়ায়
আঁধারে ডুবিত সবি।।
মাওলানা জামশেদ মিয়াজি
#নুরের_নবী #ইয়া_নবী_আসসালামু_আলাইকা #কিয়ামে_মোস্তফা_সাঃ

21/07/2025

ঢাকা উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলে যে সকল ছাত্র ও ছাত্রীরা আগুনে জ্বলে গেছে।
আল্লাহ তায়ালা সবাইকে হেফাজত করুক
তাদের পিতা-মাতা"কে ধৈর্য ধরার তৌফিক দান করো, আমীন।
এমন দুর্ঘটনা থেকে আল্লাহ যেন হেফাজত রাখেন 🤲

Address


Telephone

+8801962161019

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arafat TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arafat TV:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share