
11/08/2025
আজ ১৭ সফর; পাক ভারত উপমহাদেশের বিখ্যাত ওলীয়ে কামেল হযরত শাহ্ সূফী সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী (রহ:)'র ওফাত দিবস।
সাঈয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত মা ফাতেমা (রাদি:) এঁর বাগিচার প্রস্ফুটিত শুভ্র গোলাপ, আওলাদে রাসুল, হযরত শাহ্ সূফী সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী আল ওয়াইসী (রহ:)। তিনি রাসূলে নোমা হযরত শাহ্ সূফী ফাতেহ্ আলী ওয়াইসী (রহ:) এঁর অন্যতম প্রধান খলিফা এবং বাংলা আসামের অন্যতম আধ্যাত্মিক মহাপুরুষ পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল জামানার মুজাদ্দেদ, বাংলা আসামের লক্ষ লক্ষ আশেকের মুর্দা দীল জিন্দা করনেওয়ালা হযরত মাওলানা শাহ্ সূফী খাজা মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ:) এঁর পীর ও মুর্শিদ।
১৭ সফর ১৩৩৮ হিজরী মোতাবেক ২৫শে কার্তিক ১৩২৬ বাংলা, মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে তিনি মওলার ডাকে সাড়া দিয়ে দারুল বাকায় তাশরীফ নেন। কলকাতার মেহেদীবাগে উনার মাজার শরীফ অবস্থিত।
মওলায়ে কারীম জান্নাতে উনার মাক্বাম বুলন্দ করুন এবং উনার রূহানী ফয়ুজাত আমাদের নসীব করুন আমীন।
এডিটর