Asian Times

Asian Times Asian News Agency founded in 1st November 2019.Asian News Agency is South Asia's Leading multimedia news agency.

we provide multitude clients for advertising their company product, promoting their company, PR, and analysis of economic growth.

31/10/2025

শনিবার থেকে সারাদেশে ডিম–মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)

31/10/2025

লেবার পার্টি মনোনীত আনারস প্রতীকের ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ
---------------------
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ লেবার পার্টির ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে।

আজ ৩১ অক্টোবর (শুক্রবার) বেলা ১১টায় পুরানা পল্টনের হোটেল গ্রান্ড তাজ-এ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান প্রাথমিক ভাবে (প্রথম পর্ব) মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এসময় তিনি বলেন লেবার পার্টি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনার আলোকে শোষণ বৈষম্য প্রতিহিংসামুক্ত ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। লেবার পার্টির ধর্ম কর্ম সাম্যবাদের আদর্শ ধারণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রচার প্রচারণার অংশ হিসাবে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। এদের মধ্যে থেকে যাচাই-বাছাই করে নির্বাচনী শিডিউল ঘোষণার পরেই চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
ডাঃ ইরান বলেন, আমরা এখনো আনুষ্ঠানিক কোন পক্ষের সঙ্গে জোট বা আসন সমঝোতা করিনি। জোট বা সমঝোতার প্রশ্ন আসলে জাতীয় নির্বাহী কমিটির সীদ্ধান্ত গ্রহণ করবে। লেবার পার্টির প্রথম পর্বের আনারস প্রতীকের মনোনীত ৭৫ জন প্রার্থীরা হলেন- ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, ঝালকাঠি-১ ও পিরোজপুর-২, মোঃ জাহিদুল ইসলাম পিরোজপুর-১, সৈয়দ মোঃ মিলন ঝালকাঠি-২, মোঃ লিটন খান রাজু বরগুনা-১, মুজিবুর রহমান বাদসা বরগুনা-২, মোঃ আশরাফ হোসেন ভোলা-১, মোঃ মনির হোসেন ভোলা-২, হেলাল উদ্দিন চৌধুরী ভোলা-৩, এস এম সোহেল মাহমুদ বরিশাল-৫, মোঃ রেজাউল রহমান (নাসির তালুকদার) বরিশাল-৬, শেখ মোহাম্মদ আলী ঢাকা-১, মুফতি আরিফ বিন শহীদ ঢাকা-৩, মোঃ এনামুল হক আকন্দ ঢাকা-৪, মোঃ মাসুদ আলম পাটোয়ারী ঢাকা-৫, মোঃ রাকেশ রহমান ঢাকা-৬, এডভোকেট জোহরা খাতুন জুঁই ঢাকা-৭, খন্দকার মিরাজুল ইসলাম ঢাকা-৮, মিসেস মাহফুজা খানম ঢাকা-৯, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা-১০, সাবিনা ইয়াসমিন ঢাকা-১১, মিসেস তাহমিনা আক্তার ঢাকা-১২, মোঃ মশিউর রহমান ফরিদপুর-১, মাস্টার জহিরুল হক মাদারীপুর-৩, মোঃ শামিম আহমেদ গাজীপুর-২, এসএম ইউসুফ আলী গাজীপুর-৫, মোঃ হাবিবুল হক মানিকগঞ্জ-২, মাওলানা আবদুল বাসেত মানিকগঞ্জ-৩, মোঃ আনিস মোল্লা মুন্সিগঞ্জ-২, মাওলানা মিজানুর রহমান মুন্সিগঞ্জ-৩, মোঃ মনির হোসেন খান নারায়নগঞ্জ-৩, আবদুর রহমান খোকন নারায়ণগঞ্জ-৪, মাহবুব আলম লিটন মাগুরা-১, খন্দকার মোহাম্মদ মিলন মাগুরা-২, দাতো মোঃ এবাদত হোসেন গোপালগঞ্জ-৩, মাহবুবুর রহমান খালেদ সিলেট-১, দেওয়ান মতিউর রহমান সিলেট-৩, মোঃ নজরুল ইসলাম সুনামগঞ্জ-৩, শাহ মাসুম বিল্লাহ ফারুকী মৌলভীবাজার-৩, মোঃ খোরশেদ আলম কুমিল্লা-৫, আলমগীর হোসেন মোল্লা কুমিল্লা-৬, আবু বকর সিদ্দিক ব্রাহ্মণবাড়ীয়া-৬, মাওলানা শিহাব ইবনে হাবিবুল্লাহ ব্রাহ্মণবাড়ীয়া-৫, মোঃ মোসলেম উদ্দিন নেত্রকোনা-৫, মুফতি তরিকুল ইসলাম সাদি নেত্রকোনা-৪, মোঃ জহিরুল হক জহির নোয়াখালী-৫, মোঃ নুরুন্নবী খন্দকার ফেনী-৩, নাসিমা নাজনীন সরকার চাঁদপুর-২, জহিরুল ইসলাম চাঁদপুর-৩, মোহাম্মদ মনির হোসেন লক্ষিপুর-২, ডাঃ কামাল উদ্দিন চৌধুরী চট্টগ্রাম-২, মোঃ আলাউদ্দিন আলী চট্টগ্রাম-৫, মোঃ আফসার উদ্দিন চট্টগ্রাম-৮, আনোয়ার হোসেন মানিক চট্টগ্রাম-৯, মজিবুর রহমান মুজিব চট্টগ্রাম-১০, ডাঃ জনু মিয়া চট্টগ্রাম-১৩, মোহাম্মদ হোসাইন চট্টগ্রাম-১৬, মোহাম্মদ আবদুস শুক্কুর কক্সবাজার-২, আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ-১, মহিব্বুল্লাহ আল মাহাদী কিশোরগঞ্জ-২, শেখ মামুন মিয়া কিশোরগঞ্জ-৫, মেজবাউল ইসলাম সজিব রাজশাহী-২, মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজশাহী-৫, অধ্যাপক টিপু সুলতান খুলনা-২, মনিরুল হক মনি বাগেরহাট-১, রিয়াদুল ইসলাম আফজাল বাগেরহাট-৩, ডাঃ আব্দুল্লাহ আল মামুন টাঙ্গাইল-১, আরিফ সরকার টাঙ্গাইল-৬, অধ্যক্ষ একেএম সাইফুদ্দোহা যশোর-৪, এডভোকেট আমিনুল ইসলাম রাজু কুষ্টিয়া-৫, মোহাম্মাদ আলী মেহেরপুর-১, মোহাম্মদ ওয়াসিম নীলফামারী-৪, এডভোকেট সিরাজুল ইসলাম খান দিনাজপুর-৬, মোহাম্মদ শুভ আহমেদ লালমনিরহাট-১, মোঃ ফেরদাউস আলম পঞ্চগড়-১, মোঃ রাজু বেপারী পঞ্চগড়-২।

সংবাদ সম্মেলনে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট জোহরা খাতুন জুঁই, মোসলেম উদ্দিন, এডভোকেট আমিনুল ইসলাম রাজু, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, মুফতি তরিকুল ইসলাম সাদি, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, মহানগর সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, ডাঃ ইউসুফ উল্লাহ পাটোয়ারী, মুফতি আরিফ বিন শহীদ, ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

24/10/2025
24/10/2025

সাংবাদিক হেনস্তার ঘটনায় বিএনপির আইটি সদস্য বিল্লাল হোসেন ফয়সলের শাস্তি

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ‘আমার দেশ’ পত্রিকার রিপোর্টার জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, সংঘর্ষ ও হেনস্তার ঘটনায় দলের এক সদস্যকে শাস্তি দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

23/10/2025

'আমার বাবা ২০১৩ সালের ২ ডিসেম্বর শেষবার যখন বাসায় এসেছিল, কোলে নিয়ে জড়িয়ে ধরে রেখেছিল। বাবা যদি এবার ফিরে আসে আমি বাবাকে এমনভাবে জড়িয়ে ধরবো, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট কেন পৃথিবীর কোন শক্তিই যেন বাবাকে গুম করে ফেলতে না পারে'- কথাগুলো গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনের বড় মেয়ের।

গোপন বন্দীশালা থেকে অনেকে ফিরে আসলেও সুমন ফিরে আসেননি।

হাসিনার গোপন বন্দীশালার নির্মমতা আর ভয়াবহতার সত্য ঘটনা অবলম্বনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মাণ করেছে ডকুমেন্টারি সিরিজ 'আয়নাঘর ফাইলস'।

আজ এই সিরিজের পর্ব 'সাজেদুল ইসলাম সুমন কোথায়' (Where is Sajedul Islam Sumon) প্রচার করা হয়েছে।

বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত।

শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ!চিত্রনায়ক সালমান শাহর সাবেক শাশুড়ি লতিফা হক লুসি (বামে)। ছবি: সংগৃহীত
23/10/2025

শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ!
চিত্রনায়ক সালমান শাহর সাবেক শাশুড়ি লতিফা হক লুসি (বামে)। ছবি: সংগৃহীত

27/03/2025

সময় যখন খারাপ যায় তখন সাদা কাপড় থেকেও রং উঠে!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Asian Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asian Times:

  • Want your business to be the top-listed Media Company?

Share

Asian News Agency

Multimedia news is the most effective communication way or reach to all of the people’s mind for creating awareness.

Asian news agency founded in 1st November 2019.asian news agency is South Asia's Leading multimedia news agency. Our growth has been fueled by the desire to fulfill the basic human need for knowledge and information.

Asian News agency one of the best professionally managed corporate media entities of the Asian sub-continent.

we provide multitude clients for advertising their company product, promoting their company, PR, and analysis of economic growth of all Asian company