চিকিৎসক তপন দেব

  • Home
  • চিকিৎসক তপন দেব

চিকিৎসক তপন দেব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চিকিৎসক তপন দেব, Gaming Video Creator, .

🌿 প্রকৃতির ছোঁয়ায় সুস্থ জীবন! 🌿
আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা আপনাকে দিচ্ছে স্থায়ী, কার্যকরী ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন সমাধান! সুস্থ শরীর, প্রশান্ত মন, আর দীর্ঘমেয়াদী রোগমুক্তির জন্য এখনই আমাদের সাথে থাকুন! ✨💚

এমন নিস্তেজ হয়ে থাকা গিয়ার দিয়ে গাড়ি চালাবেন কিভাবে? 🥹মজবুত গিয়ার দিয়ে লং ড্রাইভে যেতে আজই চিকিৎসা নিন। 🤗
12/07/2025

এমন নিস্তেজ হয়ে থাকা গিয়ার দিয়ে গাড়ি চালাবেন কিভাবে? 🥹
মজবুত গিয়ার দিয়ে লং ড্রাইভে যেতে আজই চিকিৎসা নিন। 🤗

আর যে লাগাতে গিয়ে অল্পতেই ঝরে যায় সে ধ্বজভঙ্গ। এমন অবস্থা হলে স্থায়ী চিকিৎসার জন্য ইনবক্স করুন। 🙂
11/07/2025

আর যে লাগাতে গিয়ে অল্পতেই ঝরে যায় সে ধ্বজভঙ্গ।
এমন অবস্থা হলে স্থায়ী চিকিৎসার জন্য ইনবক্স করুন। 🙂

পাখিটির নাম পেলিকান। যখন এদের চরম খাদ্য সংকট দেখা দেয়, তখন "মা" পাখি নিজের বুক এভাবে ক্ষতবিক্ষত করে। আর সেই ক্ষতস্থান থ...
11/07/2025

পাখিটির নাম পেলিকান। যখন এদের চরম খাদ্য সংকট দেখা দেয়, তখন "মা" পাখি নিজের বুক এভাবে ক্ষতবিক্ষত করে। আর সেই ক্ষতস্থান থেকে বের হওয়া রক্ত পান করে বাচ্চারা জীবন বাঁচায়।

পৃথিবীতে মায়ের সাথে তুলনা করার মতো কোনো বস্তু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি এবং কোনদিন হবেও না।
ভালো থাকুক পৃথিবীর সকল মা!

সারা বাংলাদেশের এসএসসি-২৫ পরীক্ষায় প্রথম! ১৩০০ তে ১২৮৫ পেয়ে গড়েছে নতুন এক ইতিহাস। চট্রগ্রামের  নাসিরাবাদ সরকারি উচ্চ ব...
11/07/2025

সারা বাংলাদেশের এসএসসি-২৫ পরীক্ষায় প্রথম!
১৩০০ তে ১২৮৫ পেয়ে গড়েছে নতুন এক ইতিহাস। চট্রগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র থেকে আজ দেশের মুখ উজ্জ্বল করা নায়ক।

টানা বৃষ্টিতে কক্সবাজারে ৫০ হাজার মানুষ পানিবন্দি
08/07/2025

টানা বৃষ্টিতে কক্সবাজারে ৫০ হাজার মানুষ পানিবন্দি

ভাইকে বাঁচাতে গিয়ে নিজেও শেষ 🥺💔
08/07/2025

ভাইকে বাঁচাতে গিয়ে নিজেও শেষ 🥺💔

আমাদের দেশের গর্ব, প্রখ্যাত লালন কন্যা, কন্ঠ শিল্পী, ফরিদা পারভীন শারীরিক ভাবে খুবই অসুস্থ। এই মূহুর্তে তাঁর সঠিক চিকিৎস...
07/07/2025

আমাদের দেশের গর্ব, প্রখ্যাত লালন কন্যা, কন্ঠ শিল্পী, ফরিদা পারভীন শারীরিক ভাবে খুবই অসুস্থ। এই মূহুর্তে তাঁর সঠিক চিকিৎসার প্রয়োজন। দেশকে তিনি আজীবন অনেক কিছু দিয়েছেন। সারা বিশ্বে তিনিই প্রথম লালন সংগীতকে পরিচয় করিয়ে ছিলেন।
আমরা সবাই তাঁর সুস্থতা কামনা করি।

🌿 গাছের পাতার ভাষা শিখুন 🌿আপনার গাছ কথা বলে ~ পাতার রঙ, গঠন, আর অবস্থা দিয়ে! দেখুন কী বলছে :💧 আরও পানির দরকার :শুকনো পাত...
07/07/2025

🌿 গাছের পাতার ভাষা শিখুন 🌿
আপনার গাছ কথা বলে ~ পাতার রঙ, গঠন, আর অবস্থা দিয়ে! দেখুন কী বলছে :
💧 আরও পানির দরকার :
শুকনো পাতা, পাতার কিনারায় হলুদ দাগ, ভঙ্গুর হয়ে যাওয়া
☀️ আরও ছায়ার দরকার :
পুড়ে যাওয়া বা অতিরিক্ত হলুদ হয়ে যাওয়া পাতা
🌥️ আরও রোদের দরকার :
বিবর্ণ পাতা, দুর্বল ও কাত হয়ে যাওয়া কান্ড
🌊 অতিরিক্ত পানি পাচ্ছে :
পাতা হলদে, শিকড়ে পচন ধরছে
🍄 ছত্রাকজনিত সমস্যা (ফাঙ্গাল ইনফেকশন) :
পাতায় দাগ, ফাংগাস বা ছাঁচ
🐛 পোকামাকড় খেয়েছে :
ছিদ্রযুক্ত পাতা, পোকামাকড়ের উপস্থিতি
🔍 পর্যবেক্ষণ করুন, যত্ন নিন, ভালোবাসা দিন। গাছ সুস্থ থাকবে, বাড়বে সবুজ প্রশান্তি! 🌱

বন্ধু চলে গেছে, বন্ধুর শেষ বিদায়ে (জানাজায়)  পিছন থেকে তার হিন্দু বন্ধু একা বসে। এই তো বন্ধুত্ব, শেষ অব্দি বন্ধুর পাশে থ...
07/07/2025

বন্ধু চলে গেছে, বন্ধুর শেষ বিদায়ে (জানাজায়) পিছন থেকে তার হিন্দু বন্ধু একা বসে। এই তো বন্ধুত্ব, শেষ অব্দি বন্ধুর পাশে থাকবে।
সকল বন্ধুত্বের সম্পর্ক এমন সুন্দর হোক।

💔 সা০দাস্রাব ও অনিয়মিত মা*সিক: নারীর নীরব ঘা*তক! অবহেলা করলে হতে পারে চরম বিপ*দ!প্রথমে মনে হতে পারে এটা সাময়িক সমস্যা। ক...
06/07/2025

💔 সা০দাস্রাব ও অনিয়মিত মা*সিক:
নারীর নীরব ঘা*তক! অবহেলা করলে হতে পারে চরম বিপ*দ!
প্রথমে মনে হতে পারে এটা সাময়িক সমস্যা। কিন্তু জানেন কি?
অতিরিক্ত সা০দাস্রাব, অনিয়মিত মা*সিক এবং মিল*নে অনিচ্ছা—এসবই শরীরে হরমোনের ভারসাম্য নষ্টের স্পষ্ট লক্ষণ! অবহেলা করলে দাম্পত্য জীবনে দূরত্ব, এমনকি বন্ধ্য@ত্বের ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে!

⚠️ আপনার শরীর কি এসব ভেতরের সংকেত পাঠাচ্ছে?
❌ মিল*নে অনিচ্ছা – হরমোন ভারসাম্য নষ্ট হয়ে আকাঙ্ক্ষা কমে যেতে পারে।
❌ মিল*নের সময় আর্দ্রতা কম – ব্যথা ও অস্বস্তির কারণ হয়।
❌ জ্বালা-পোড়া বা ব্যথা – য০রায়ুর ভেতরে সংক্রমণের ইঙ্গিত।
❌ সা০দাস্রাবের অতিরিক্ত নিঃসরণ – অভ্যন্তরীণ প্রদাহ ও ইনফেকশন হতে পারে।
❌ অনিয়মিত মা*সিক – সন্তান ধারণে জটিলতা তৈরি করে।
❌ অতিরিক্ত গন্ধ ও চুলকানি – য০রায়ু সংক্রমণের গুরুতর লক্ষণ।

😰 এর ভয়াবহ পরিণতি কী হতে পারে?
🔴 সম্পর্কে দূরত্ব – শারীরিক অস্বস্তি মানসিক চাপ বাড়ায়।
🔴 বন্ধ্য@ত্বের ঝুঁকি – সংক্রমণ ফ্যা-লোপিয়ান টিউব ব্লক করে গর্ভধারণে বাঁধা দেয়।
🔴 শারীরিক দুর্বলতা ও ডিপ্রেশন – শরীর ও মন দুই-ই দুর্বল হয়ে পড়ে।
🔴 যৌ-বন হারিয়ে যাওয়া – ত্বক মলিন, শরীর নিস্তেজ হয়ে পড়ে।

🌿 আধুনিক আয়ুর্বেদিক সমাধান: প্রাকৃতিক, নিরাপদ ও কার্যকর!
✅ হরমোন ব্যালান্স করে আকর্ষণ ও মিলনের আগ্রহ ফিরিয়ে আনে
✅ প্রাকৃতিক আর্দ্রতা বৃদ্ধি করে সম্পর্ককে করে আরামদায়ক
✅ ইনফেকশন দূর করে দুর্গন্ধ ও জ্বালা-পোড়া কমায়
✅ সা০দাস্রাব নিয়ন্ত্রণে এনে য০রায়ুর যত্ন নেয়
✅ মাসিক নিয়মিত করে সন্তানধারণের সম্ভাবনা বাড়ায়
✅ শরীরকে ফিট ও যৌ-বনদীপ্ত করে তোলে

🔥 দেরি না করে এখনই সচেতন হোন!
নিজেকে সুস্থ, আকর্ষণীয় ও সুখী রাখতে আজই প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

📩 ইনবক্স করুন 👉
বিশ্বস্ত চিকিৎসা, গোপনীয়তা রক্ষা ও মানবিক যত্ন—আপনার পাশে সবসময়।

ওই যে কুকুরটার চোঁখের সামনে তার ৬টা বাচ্চাকে পিটিয়ে মে'রে ফেললো সেও কিন্তু মা।সদ্য জন্মানো বিড়াল ছানা ফেলে দিলো ডাস্টবিন...
06/07/2025

ওই যে কুকুরটার চোঁখের সামনে তার ৬টা বাচ্চাকে পিটিয়ে মে'রে ফেললো সেও কিন্তু মা।
সদ্য জন্মানো বিড়াল ছানা ফেলে দিলো ডাস্টবিনে,
হন্য হয়ে বাচ্চাকে যে খুঁজছে সেও মা।
এক টুকরো রুটি পেয়ে অভুক্ত কুকুরটা নিজে না খেয়ে দৌড়ে নিয়ে গেলো বাচ্চার জন্য সেও কিন্তু মা।
খাবারের সন্ধানে বের হয়ে ফিরে এসে যখন দেখে তার ছানা গুলো নেই, কে বা কারা ড্রেনে ফেলে দিছে। মাঝরাতে সে সন্তান হারানোর যন্ত্রণায় বিলাপ করে সেও কিন্তু মা।
এ জগতে শুধু তোমরাই মা হও না হে মনুষ্যজাতি।
অন্য প্রাণীও হয়, চোঁখের সামনে সন্তান ম'রে গেলে তোমার যেমন কষ্ট হয় অন্যদের ও ঠিক তেমনি কষ্ট হয় কিন্তু পার্থক্য শুধু তুমি মুখে বলতে পারো যন্ত্রণার কথা আর ওরা তা পারে না তবে যন্ত্রণা কম নয়।😿

জীবন দাতা তুমি নও তবে কেনো এই নির্মমতা
কেনো এই নিষ্ঠুরতা কেনো সৃষ্টির সেরা জীব হয়েও এমন জঘন্য কাজ করতে পারো?
তোমরা কি রবের কাছে ফিরে যাবে না?
ভাবছো দুনিয়াতে দু'দিনের ক্ষমতা পেয়ে যা খুশি করে যাবে আর তার জন্য কৈফিয়ত দিতে হবে না?
জগতে তুমি যা যা করবে সবকিছুর হিসাব দিতে হবে
কঠিন কাঠগড়ায় একদিন উঠতে হবে মনে রেখো।🖐️
নিজেদের কে শুধরে নাও, অসহায় বোবা প্রানীর উপর জু'লু'ম বন্ধ করো,

মানুষ নাকি সৃষ্টির সেরা জীব।  এই আমাদের শ্রেষ্টত্ব। :)
06/07/2025

মানুষ নাকি সৃষ্টির সেরা জীব। এই আমাদের শ্রেষ্টত্ব। :)

Address


Telephone

+8801821870170

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিকিৎসক তপন দেব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চিকিৎসক তপন দেব:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share