RUMON Khan Life

RUMON Khan Life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RUMON Khan Life, Digital creator, Dhaka.

যা কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ, যা হারিয়েছে সেটা আমার কখনো ছিল না,
এই পৃথিবী টাকে ঘুরে দেখার অনেক ইচ্ছে আল্লাহ পাক যেন কবুল করে।মৃত্যুর আগে যেন কাবা শরীফ দেখতে পারি

এতো সাদা পোশাকের মধ্যে যখন কাবাটা দেখলাম তখন মনে হচ্ছিলো সত্যি আমি সপ্নে দেখতেছি এসব। যতোই দেখি অপলক চোখে মন ও দিল কোনো ...
15/08/2025

এতো সাদা পোশাকের মধ্যে যখন কাবাটা দেখলাম তখন মনে হচ্ছিলো সত্যি আমি সপ্নে দেখতেছি এসব। যতোই দেখি অপলক চোখে মন ও দিল কোনো টাই ভরে না।
ইনশাআল্লাহ সপ্নের মতোন যায়গায় বহুবার যাওয়ার ইচ্ছে আছে।আল্লাহ তায়ালা যেনো সবাইকে এই যায়গায় জাওয়ার তৌফিক দেন 🕋🤲🤲

ঘটনা ১ -বিগত ১০ মাস ধরে সিলেটের সাদা পাথর লু*টকারীদের ধরার সুযোগ পায়নি পুলিশ!ঘটনা ২ - রাজধানীর ফুটপাতে একজন সৎ ভাত বিক্র...
13/08/2025

ঘটনা ১ -বিগত ১০ মাস ধরে সিলেটের সাদা পাথর লু*টকারীদের ধরার সুযোগ পায়নি পুলিশ!

ঘটনা ২ - রাজধানীর ফুটপাতে একজন সৎ ভাত বিক্রেতার দোকার উ'ৎখাত করলো পুলিশ!

জি হ্যা! এটাই আমাদের সো'নার বাংলাদেশ 🇧🇩

মজার কৌতুক ।       পড়ুন আর হাসুন
10/08/2025

মজার কৌতুক ।

পড়ুন আর হাসুন

বিদেশে প্রথম ৩০ দিনে কিভাবে নতুন পরিবেশে মানিয়ে নেবেন 🌍✈️বিদেশে প্রথম মাসটাই আপনার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সময়। নতুন জায়...
08/08/2025

বিদেশে প্রথম ৩০ দিনে কিভাবে নতুন পরিবেশে মানিয়ে নেবেন 🌍✈️

বিদেশে প্রথম মাসটাই আপনার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সময়। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন ভাষা—সবকিছুই অপরিচিত লাগে। কিন্তু কিছু সঠিক পদক্ষেপ নিলেই আপনি সহজে মানিয়ে নিতে পারবেন।

১️। স্থানীয় সংস্কৃতি ও নিয়ম-কানুন জানুন

প্রথমেই দেশটির আইন-কানুন, ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয় সম্পর্কে ধারণা নিন।

অনুপযুক্ত আচরণ বা পোশাক এড়িয়ে চলুন।

২। ভাষা শিখতে শুরু করুন

স্থানীয় ভাষার কিছু সাধারণ শব্দ ও বাক্য শিখে ফেলুন, যেমন: শুভেচ্ছা, ধন্যবাদ, দাম জিজ্ঞাসা ইত্যাদি।

মোবাইল অ্যাপ (Google Translate) ব্যবহার করুন।

৩। স্থানীয়দের সাথে মিশুন

নতুন বন্ধু বানানোর চেষ্টা করুন।

সহকর্মী বা প্রতিবেশীর সাথে কথা বলুন, স্থানীয় খাবার ট্রাই করুন।

৪। বাজেট ম্যানেজ করুন

শুরুতে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।

প্রয়োজনীয় জিনিস স্থানীয় সস্তা মার্কেট থেকে কিনুন।

৫। নিরাপত্তা সচেতন থাকুন

জরুরি হেল্পলাইন নাম্বার ও আপনার দেশের দূতাবাসের যোগাযোগ তথ্য সেভ করে রাখুন।

রাতে অপরিচিত জায়গায় একা বের হওয়া এড়িয়ে চলুন।

মনে রাখবেন: প্রথম মাসে ধৈর্য ও ইতিবাচক মনোভাব সবচেয়ে বড় শক্তি। সময়ের সাথে সবকিছু সহজ হয়ে যাবে।

Shout out to my newest followers! Excited to have you onboard! Soniya Haque, Masud Rana
06/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Soniya Haque, Masud Rana

জেল থেকে পালাতে ব্রাজিলের এক কয়েদী প্রায় পাঁচ বছর ধরে একটু একটু করে সুড়ঙ্গ খুঁড়েছিল। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস- এত...
01/08/2025

জেল থেকে পালাতে ব্রাজিলের এক কয়েদী প্রায় পাঁচ বছর ধরে একটু একটু করে সুড়ঙ্গ খুঁড়েছিল। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস- এতদিন সুড়ঙ্গ খুঁড়ে সে জেলখানার বাইরে যায়নি, বরং ওটার আরেক মুখ গার্ডদের এক রুমে গিয়ে শেষ হয়েছিল!

বাংলা ভাষা জানলে লোকটা নির্ঘাত গালমন্দ করে বলত, "____ বেকার খাটনি!"

আসসালামু আলাইকুম ১৪)আনাস (রঃ)বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন, তোমাদের কেউ কোন বিপদে বা কষ্টে নিপ...
30/07/2025

আসসালামু আলাইকুম
১৪)আনাস (রঃ)বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন,
তোমাদের কেউ কোন বিপদে বা কষ্টে নিপতিত হলে যেন মৃত্যুর আকাঙ্ক্ষা ব্যক্ত না করে। কেউ যদি কিছু বলতে চায়,তবে যেন বলে, হে আল্লাহ, আপনি আমায় ততক্ষণ জীবিত রাখুন, যতক্ষণ জীবিত থাকা আমার জন্য কল্যাণকর। আর যখন মৃত্যুবরণ করা আমার জন্য কল্যাণকর, তখন আমায় মৃত্যু দান করুন। '
~বুখারী ৫৬৭১
~মুসলিম ২৬৮০
゚viralシfypシ゚viralシalシgood

 #শিক্ষামূলক_গল্পবাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো । তিনি দাম জিজ্ঞেস করলে সে ব...
30/07/2025

#শিক্ষামূলক_গল্প
বাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো । তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজারমূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইলো।

বাদশাহ জানতে চাইলেন পাখিটির এত দাম কেন? অথচ তার একটি পা নেই!

লোকটি বললো মার্জনা করবেন জাহাপানা। দেখতে সাধারন হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি। এর বিশেষত্ব হলো - আমি যখন শিকারে যাই,তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই।

আমার পাতানো ফাঁদের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি। এই পাখিটি তখন অত্যাশ্চর্য এক আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে।

তার এই আওয়াজ শুনে ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয়। তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাঁদ।

বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারীর চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন এবং সাথে সাথে জবাই করে ফেললেন। শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করলো, জাহাপনা! আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন?

তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে একটা মহামূল্যবান কথা বললেন, যা ইতিহাসে আজও অমর হয়ে আছে। তিনি বললেন, “যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে,তার এই পরিনতিই হওয়া উচিৎ।

😭😭একই সাথে ৩ সন্তানকে দা-ফ-ন করতে হলো বাবাকে..এর থেকে কষ্টের আর কী হতে পারে এটা কেবল একটা মৃ ত্যু র খবর নয়—এটা এক পিতার ...
24/07/2025

😭😭একই সাথে ৩ সন্তানকে দা-ফ-ন করতে হলো বাবাকে..এর থেকে কষ্টের আর কী হতে পারে
এটা কেবল একটা মৃ ত্যু র খবর নয়—এটা এক পিতার হৃদয় চূর্ণ হয়ে যাওয়া, ভবিষ্যৎ ধ্বং স হয়ে যাওয়া, জীবনের সব রঙ মুছে যাওয়া। পৃথিবীর কোনো সান্ত্বনাই হয়তো এ শো ক লাঘব করতে পারবে না। বাবার চোখে হয়তো এখনো প্রতিধ্বনিত হচ্ছে সন্তানদের কণ্ঠস্বর, প্রতিফলিত হচ্ছে তাদের নিষ্পাপ মুখ।
তিনটি ক ফি ন, তিনটি ফুলের মতো জীবন, একটাই পরিবার…একই পিতা-মাতার তিন সন্তান — দুই ভাই, এক বোন।

বিমান দু র্ঘ ট নার ভয়াল আ গু ন কেড়ে নিলো তাদের হাসিমুখ।
জীবনের প্রতিটি স্বপ্ন, প্রতিটি প্রার্থনা যেন ছাই হয়ে গেলো এক মুহূর্তে।

আজ এক বাবা নিজের হাতে দা ফ ন করলেন তিনটি সন্তানের নি থর দে হ।
আজ এক মা স্তব্ধ, নিস্তব্ধ, শুন্য… তার কোলের আলো নিভে গেছে চি রতরে।
আর কখনো তারা "মা", "বাবা" ডাক শুনবেন না।

তারা শুধু সন্তান হা রাননি, বাংলাদেশ তার ভবিষ্যৎ হারালো ❞
আজকের শিশু, আগামী দিনের সূর্য। আর আমরা কি তাদের বাঁ চাতে পারছি?

জবাব চাই, দায় কোথায়? ব্যবস্থাপনা কোথায়? সচেতনতা কোথায়?
আহারে জীবন… কত অমূল্য, আর কত অ নি রাপদ।

23/07/2025

আমাদের কি করা উচিত। আমাদের লজ্জা নাই।

আমি রাজা। সৌদি আরবে এসেছি আজ চার মাস হতে চলল। আশা ছিলো একটা ভালো কোম্পানিতে গিয়ে নিজের আর পরিবারের ভাগ্য বদলাবো। কিন্তু ...
21/07/2025

আমি রাজা। সৌদি আরবে এসেছি আজ চার মাস হতে চলল। আশা ছিলো একটা ভালো কোম্পানিতে গিয়ে নিজের আর পরিবারের ভাগ্য বদলাবো। কিন্তু ভাগ্য হয়তো আমার সাথে তখনই প্রথম ঠাট্টা করে বসে, যখন পাঁচ লক্ষ টাকা খরচ করে কম্পানির ভিসায় এসে দেখি – এ যেন একটা ফাঁদ! ভিসা ছিলো এক নাম, আর কাজের জায়গা হলো “সাফলাই কোম্পানি” – যেটার নামও আমি শুনিনি আগে।

প্রথম এক মাসই বুঝে গেলাম, এখানে মানুষ না, যেন মেশিন হিসেবে দেখা হয়। সকাল ৬টা থেকে রাত ৮টা – কোনো নির্ধারিত ছুটি নেই। এমনকি শুক্রবারেও কাজ করায়, যেন প্রবাসীর কোনো অনুভূতি নাই, কোনো ধর্ম নাই, শরীর নাই। মাসে বেতন দেয় মাত্র ১২০০ রিয়াল। তাও তিন মাস পর গিয়ে শুধু এক মাসের বেতন দিয়ে বলে, “আকামা করে দিবো, ধৈর্য ধরো।” অথচ প্রতিদিনই পুলিশের ভয়, কাগজ না থাকলে রাস্তায় বের হওয়াও মুশকিল। বলেছিলো আকামা দিবে সাথে সাথেই, এখন চার মাসেও দেয় নাই।

ঘরের কথা আর কি বলবো – বেড একটাই, তাও শেয়ারে চার জন। ঘুম আসে না শরীরের ব্যথায়, মন পোড়ে কষ্টে। দেশে ফোন দিলে মায়ের কান্না শুনি, কিন্তু বলি না কিছু – "ভালো আছি মা, চিন্তা কইরো না।"

অনেকেই বলে সৌদি মানেই সোনা-দানা। কেউ বলে বিদেশ মানেই টাকা ছাপানোর মেশিন! কিন্তু যারা সাফলাই কোম্পানির মতো জায়গায় পড়ে, তাদের বাস্তবতা একেবারে উল্টো। কেউ জানে না এই কষ্ট, এই অপমান, এই ঠকে যাওয়া।

উপসংহারঃ
প্রবাস জীবনের স্বপ্ন অনেক বড়, কিন্তু সেটা যেন সত্যি করতে গিয়ে কেউ যেন ঠকে না যায়। সঠিক তথ্য যাচাই করে, নির্ভরযোগ্য মাধ্যম ছাড়া বিদেশে যাওয়া উচিত না। সাফলাই কোম্পানির মতো জায়গাগুলোতে কাজ মানেই – কষ্ট, বঞ্চনা আর অন্যায়ের শিকার হওয়া। তাই যারা সৌদি আসার কথা ভাবছেন, তাদের বলি – চোখ কান খোলা রাখুন, শুধু "ভিসা আছে" শুনে পা বাড়াবেন না। নয়তো আমির মত আরেকজন “রাজা” হয়ে হয়তো শুধু কান্না নিয়ে বেঁচে থাকতে হবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when RUMON Khan Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share