23/07/2025
পাকিস্তানি একজন লেখক বলেছিলেন;-
আমার জানাজায় আসলে একটু সময় মত আসার চেষ্টা করবেন; দা`ফন যারা করে তারা "আমার" মত অপেক্ষা করবেনা।
কত গভীর এই দুইটা লাইন। অপেক্ষা কি; সে কেবল ওই
মানুষটা জানে,
যে ফিরবেনা জেনেও অপেক্ষা করে গেছে
একটা দীর্ঘ সময়।🤍⚰️