
16/08/2025
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে মহাপবিত্র
শ্রী শ্রী জন্মাষ্টমীর প্রীতিময় শুভেচ্ছা।।
আজ সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। দ্বাপরযুগে এ মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে তিনি আবির্ভূত হন।
সনাতন শাস্ত্র অনুসারে- দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হন। অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শান্তিদাতা শ্রীকৃষ্ণের আবির্ভাব।
অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের পরম কারণ।
পরম পুরুষোত্তম, পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ'র শুভ জন্মাষ্টমী'র শুভেচ্ছা ও শুভ প্রণাম। 💕🙏💕