Traveler Taslim

  • Home
  • Traveler Taslim

Traveler Taslim Here I Am Publishing Some Parts Of My Daily Life

02/04/2025

ঈদ পুনর্মিলন ২০২৫ ঈদ মোবারক

゚ #ঈদ

আমি ধার চাহিলাম। কিন্তু উনি কোনোভাবেই তাহাতে লজ্জা পাইলেন না! উপরন্তু রাগিয়া উঠিলেন এবং অগ্নিকণ্ঠে বলিলেন, “বাহিরে কী ল...
30/03/2025

আমি ধার চাহিলাম। কিন্তু উনি কোনোভাবেই তাহাতে লজ্জা পাইলেন না! উপরন্তু রাগিয়া উঠিলেন এবং অগ্নিকণ্ঠে বলিলেন, “বাহিরে কী ল্যাখা আছে পড়েন নাই?” আমি মৃদুস্বরে কহিলাম, "লেখাটি পড়িয়াই তো আমি বিভ্রান্ত হইলাম! ভাবিলাম লজ্জা পাইবেন। যাইহোক, এই নিন বারো টাকা, চায়ের দাম।" টাকাখান হাতে লইয়া গম্ভীর মানুষটি এবার কিঞ্চিৎ লজ্জা পাইলেন।
Paradox of ‘ধার চাহিয়া লজ্জা দেবেন না’।

29/03/2025

ব্যাচেলরদের জীবনযাপন, ছোটো ভাই এরা খুবই কম বয়সে একলা জীবনে আছে জব নিয়ে ,তাই এলোমেলো, অবশ্য সব সময় না।

একটা হোটেলে গেলাম রাতের খাবার খেতে। মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা হচ্ছিলো না। বয়কে বললাম, ভাত, ডাল আর আলু ভর্তা দিতে।পাশের ট...
10/03/2025

একটা হোটেলে গেলাম রাতের খাবার খেতে। মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা হচ্ছিলো না। বয়কে বললাম, ভাত, ডাল আর আলু ভর্তা দিতে।

পাশের টেবিলে দেখি ০৩ জন বসে গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে। একজন আবার আমার বন্ধু শিহাবের মতো দেখতে। আমি আলু ভর্তা দিয়ে ভাত মেখে মুখে দিতে দিতে কয়েকবার শিহাবসদৃশ মানুষটার দিকে তাকাচ্ছিলাম।

একটুপর দেখলাম, এক বাটি গরুর মাংস দিয়ে গেলে বয়। বললো, ঐ টেবিল থেকে আপনার জন্য দিছে, টাকা ওনারা দেবে, আপনে পেট ভরে খান।

আমি বিস্মিত হয়ে গেলাম। অপমানিতবোধ করলাম না একটুও। মনে হলো, এখনও এই পৃথিবীর মানুষ কতো ভালো। এই নক্ষত্রভরা রাতে ০৩ জন মানুষ চাচ্ছে, আরও একজন মানুষ তাদের মতো করে গরুর মাংস দিয়ে ভাত খাক।

আমি খাওয়া শেষ করে মোট ০৪ জনের বিল দিয়ে চুপিচুপি চলে আসলাম। এই নক্ষত্রভরা রাতে ঐ ০৩ জন মানুষও জানুক, ভালোবাসা ছোঁয়াচে..😔🖤.

সংগৃহীত পোস্ট
゚ ゚
Picture for attention

15/02/2025

সিলেটের এই ভ্রমনটা সুন্দর ছিলো-জাফলং, মনিপুরী বাংলাদেশ সীমান্ত

মনিপুর আর বাংলাদেশের সীমান্ত পিলারঅল্প সময়ে ভ্রমনটা সুন্দর ছিলো
15/02/2025

মনিপুর আর বাংলাদেশের সীমান্ত পিলার
অল্প সময়ে ভ্রমনটা সুন্দর ছিলো

Traveling to Shylhet
13/02/2025

Traveling to Shylhet

" যখন টাইটানিক ডুবছিল তখন কাছাকাছি তিনটে জাহাজ ছিল।একটির নাম ছিল " স্যাম্পসন "। মাত্র সাত মাইল দুরে ছিল সেই জাহাজ। ওরা দ...
06/02/2025

" যখন টাইটানিক ডুবছিল তখন কাছাকাছি তিনটে জাহাজ ছিল।
একটির নাম ছিল " স্যাম্পসন "। মাত্র সাত মাইল দুরে ছিল সেই জাহাজ। ওরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত , কিন্তু বেআইনি সীল মাছ ধরছিল তারা। পাছে ধরা পড়ে যায় তাই তারা উল্টোদিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহুদুরে চলে যায়।
এই জাহাজটার কথা ভাবুন। দেখবেন আমাদের অনেকের সাথে মিল আছে এর। আমরা যাঁরা শুধু নিজেদের কথাই ভাবি। অন্যের জীবন কি এল কি গেল তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই আমাদের। তাঁরাই ছিলেন ঐ জাহাজটিতে।

দ্বিতীয় জাহাজটির নাম " ক্যালিফোর্নিয়ান "। মাত্র চোদ্দ মাইল দুরে ছিল টাইটানিকের থেকে সেই সময়। ঐ জাহাজের চারপাশে জমাট বরফ ছিল। ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি। কিন্তু পরিস্থিতি অনুকুল ছিল না এবং ঘন অন্ধকার ছিল চারপাশ তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমোতে যাবেন। সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্য সব ক্রিউএরা নিজেদের মনকে প্রবোধ দিয়েছিল এই বলে যে ব্যাপারটা এত গুরুতর নয়।

এই জাহাজটাও আমাদের অনেকের মনের কথা বলে। আমাদের মধ্যে যারা মনে করেন একটা ঘটনার পর , যে ঠিক সেই মুহুর্তে আমাদের কিছুই করার নেই। পরিস্থিতি অনুকুল হলে ঝাঁপিয়ে পড়বো।

শেষ জাহাজটির নাম ছিল " কারপাথিয়ান্স "।
এই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টোদিকে। ছিল প্রায় আটান্ন মাইল দুরে যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্ত চিৎকার।
জাহাজের ক্যাপ্টেন হাঁটুমুড়ে বসে পড়েন ডেকের ওপর। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাঁদের। তারপর পুর্ণশক্তিতে বরফ ভেঙ্গে এগিয়ে চলেন টাইটানিকের দিকে।
ঠিক এই জাহাজটির এই সিদ্ধান্তের জন্যেই টাইটানিকের সাতশো পাঁচজন যাত্রী প্রাণে বেঁচে যান।

মনে রাখা ভাল এক হাজার কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়াবার কিন্তু তাঁরাই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেবেন যাঁরা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েবেন । ইতিহাস হয়তো মনে রাখবেনা তাঁদের,কিন্ত যুগে যুগে তাঁরাই বন্দিত হবেন মানুষের মুখে মুখে গাওয়া লোকগাথায়।

গল্পটা সংগৃহীত পোস্ট

29/11/2024

শীতকালে এমনটা দেখা যায়, না মেরে যেতে দিলে ভালো হয়

24/11/2024

জ্বর ঠান্ডা কাশিতে যা করি


23/10/2024

Facebook monetisation 2024, ফেসবুক মনিটাইজেশন ধামাকা ২০২৪

13/09/2024

চাকরি প্রার্থীর ডকুমেন্টস ফেলে গেলেন

Address


Telephone

+8801717552271

Website

Alerts

Be the first to know and let us send you an email when Traveler Taslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share