
31/08/2025
আমি যখন প্রথম চাকরি তে জয়েন করলাম,আমার আব্বা আমাকে বলছিলেন,"টাকা পয়সা বেশি জমানোর দরকার নাই,শখ পূর্ণ করো..টাকা পয়সা আরও অনেক ইনকাম হবে কিন্তু শখ আজীবন থাকবেনা.."
আমি একসময় অনেক শাড়ি কিনতাম,প্রচুর জামদানী কিনতাম,এমন ও হয়েছে ইন্টার্নীতে ১২৫০০ টাকা বেতন পেয়েও ৬ হাজার টাকার শাড়ি কেনার সাহস করে ফেলতাম..
আমাকে ক্যাম্পাসে সবাই শাড়ির ভ্যারাইটিজ কালেকশন এর জন্যই চিনতো..
অমুক কালার শাড়ি লাগবে?
তারিন এর কাছে গেলে নিশ্চয়ই পাওয়া যাবে,এই কনফিডেন্সে চলে আসতো আমার রুমে..
আর এখন অনেকদিন হয়ে গেছে,লাস্ট কবে শাড়ি কিনেছি মনে করতে পারিনা..
আগে কারনে অকারণে শাড়ি পরতাম..এতই পছন্দ ছিলো শাড়ি পরা আমার,মন ভালো থাকলে পরতাম,মন খারাপ থাকলে শাড়ি পরলে মন ভালো হয়ে যেতো..
শেষ খুব কষ্ট করে আম্মা আর স্বামীর অনুরোধের ঢেঁকি গিলে শাড়ি পরেছিলাম ভাইয়ের বিয়েতে..
ইদানীং ক্রোকারিজ এর শখ হয়েছে,আমার মত মধ্যম আয়ের ডাক্তার মানুষের জন্যে বেশ এক্সপেন্সিভ ই বলা চলে..তাও দুয়েকটা কিনেছি..
আমার সিম্পল হলেও ফার্নিশড ভাবে থাকতে ভালো লাগে..
থাকি ভাড়া বাসায়..
ব্র্যান্ডেড ফার্নিচার নিতে গেলাম,সবাই বলে আগে একটা জায়গায় সেটেল্ড হও তারপর নিও,ভাড়া বাসায় নিয়ে কি হবে..
পারমানেন্ট কোথাও হলে কাঠ দিয়ে বানিয়ে নিলে প্রজন্ম থেকে প্রজন্ম চলবে...
আমি বারান্দা ভর্তি করে গাছ লাগিয়েছি,অনেকে বলেছেন,এত ঝামেলা করে গাছ যে লাগালে,বাসা চেঞ্জ করার সময় কি হবে?
আমার কাছে মনে হয়,মানুষ নিজের কবর ছাড়া আর কোথাও কি কখনো আসলেই সেটেল্ড হয়?
সেদিন একটা লেখা পড়লাম,"যে ভবিষ্যত নিয়ে আমি এত ভাবি,সে ভবিষ্যতে কি আমি আদৌ আছি?"
আমার ও তাই মনে হয়..
১০০ বছর ধরে চলা সেগুন কাঠের জিনিস এর চেয়ে আমার কাছে ১০ বছর নিজের পছন্দের জিনিস টা চললেই আমি সন্তুষ্ট..
যখন যেখানে আছি,তখন সেটাই আমার ঠিকানা..
সেখানেই সুন্দর ভাবে সৌখিন ভাবে বাঁচা উচিত।
অদূর ভবিষ্যতের জন্য জমাতে গিয়ে নিজের প্রাইম টাইমের ছোট ছোট সাধ্যের মধ্যে থাকা শখগুলো অপূর্ণ রাখার পক্ষপাতী আমি নই...
৭০ বছর বয়সে ৪০ বছর আগের বানানো সেগুন কাঠে শুয়ে মরণের দিন গুনতে চাইনা..
কারন আগামী কাল সকালে চোখ খুলবো কিনা সেটাই তো অনিশ্চিত..
সবকিছুর একটা নির্দিষ্ট মেয়াদ আছে,মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে সেই জিনিস আর কোন কাজে লাগেনা..
তেমন ই শখের ও একটা নির্দিষ্ট বয়স আছে,যখন যে বয়সে সাধ্য অনুযায়ী শখ পূর্ণ করার সামর্থ্য থাকে,তা ফেলে রাখতে হয়না...
জীবনের প্রাইম টাইমে ভবিষ্যতের জন্য জমানো অনেক মানুষ কে আমি ৬০ বছর বয়সে সুন্দর ফার্নিশড বাসায় অসুস্থ বসে থেকে ৩০ বছর আগের অপূর্ণ শখ মনে করে আফসোস করতে দেখেছি...
ছেলে মেয়েদের কে শোনাতে দেখেছি যে,"তোমাদের পালতে গিয়ে নিজেরা অনেক কষ্ট করছি কিন্তু তোমাদের কোন অভাব রাখিনি.."
আমি কোনভাবেই শেষ বয়সে এমন আফসোস এ পরিপূর্ণ, টক্সিক একজন মানুষ হিসাবে দেখতে চাইনা..
শখ পূর্ণ করার জন্য খরচ করা কে আমি কখনোই টাকা নষ্ট মনে করিনা,টাকা দিয়ে সুখ কেনা, শখ কেনা মনে করি..
একদিন সব হবে, একদিন সব হবে...
সেই একদিন টা যখন আসে তখন আজকের এই মুহূর্তের এই আপনিটা আর থাকবেন না...
Collected 😊