Anjana Reddy

Anjana Reddy কোটা আন্দোলন আপডেট নিউজ

এই দুঃখের ভার নিবে কিভাবে বাংলাদেশ?এই গণহত্যাকারীদের, শত-শত পরিবার ধ্বংসকারী জালিমদের ক্ষমা করবে কিভাবে বাংলাদেশ?
03/08/2024

এই দুঃখের ভার নিবে কিভাবে বাংলাদেশ?

এই গণহত্যাকারীদের, শত-শত পরিবার ধ্বংসকারী জালিমদের ক্ষমা করবে কিভাবে বাংলাদেশ?


01/08/2024

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী গ্রেপ্তার হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যাওয়া স্বত্বেও তাদের এখনো ছাড়া হয়নি। আমরা অবিলম্বে আমাদের এসকল শিক্ষার্থীদের মুক্তি চাই। আপনারাও সোশ্যাল মিডিয়ায় সরব হোন।

১।সুজয় শুভ(মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান)২০১৬-১৭
২। তমাল (মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান)২০১৭-১৮
৩।সিবাত (ম্যানেজমেন্ট)২০১৭-১৮
৪।ভূমিকা সরকার (অর্থনীতি)২০২০-২১
৫। আনিকা সিঁথি(ইংরেজি বিভাগ)
৬।মহিদুল ইসলাম সজীব (হিসাব বিজ্ঞান বিভাগ)২০১৯-২০
৭। শেখ ঈমন(অর্থনীতি বিভাগ)২০২১-২২

আজকে, এখনই আমার ভাইদের মুক্তি দিতে হবে।

- তোমার ইউনিভার্সিটির নাম?- Islamic University of ......... - ওহ ইসলামিক? তাইলে তো শিবির।বাংলাদেশের সব ইউনিভার্সিটিগুলার...
01/08/2024

- তোমার ইউনিভার্সিটির নাম?

- Islamic University of .........

- ওহ ইসলামিক? তাইলে তো শিবির।

বাংলাদেশের সব ইউনিভার্সিটিগুলার মধ্যে IUT মনে হয় হাতেগোনা ক্যাম্পাসগুলার একটা, যেখানে একদম কোনরকম পলিটিক্স নাই। একদম বাস্তব চিত্র, 0% পলিটিক্স আমাদের ক্যাম্পাসে ও হলে।

সেই IUT এর আমাদের ছোটভাই মুহিম (IPE'21) কে যখন ধরার পর না ছাড়ার কারণ হয় এই ইউনিভার্সিটির নাম, তখন আসলে নিজেরাও একটা ধাক্কা খেয়ে যাই। যে কোন দিন ধরে তো আমাদেরকেও তাইলে এই শিবির ট্যাগ দিয়ে দিবে, যেখানে আমাদের ক্যাম্পাসে শিবির, লীগ, দল কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই!

ছেলেটিকে কালকে রাজশাহী থেকে ধরা হয়েছে এবং পরে মামলা দেয়া হয়েছে। ফ্রেন্ডলিস্টের কারো যদি কোনরকম সাহায্য করার সামর্থ্য থাকে, একটু দেখার অনুরোধ রইলো বিষয়টা।

01/08/2024

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন...

BGMEA University of Fashion & Technology এর ১৮১ ব্যাচের এর AMM ডিপার্টমেন্ট এর Mohammad Selim Talukder আর নেই। ১৮ জুলাই পুলিশের গুলিতে আহত হয়ে, দীর্ঘ ১৩ দিন আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে আজ মৃত্যুবরন করে। আল্লাহ ওকে জান্নাতবাসী করুক।

ওর বিয়ের ১ বছরও পূর্ন হয় নাই, ওর স্ত্রী অন্ত:সত্বা এবং সন্তান পৃথিবীতে আসার পূর্বেই এতিম। সবাই ওর পরিবারের জন্য দোয়া করবেন।

Inna-Lillah wa Inna Ilaihi Raziun...

Mohammad Selim Talukder of AMM Department of 181 batch of BGMEA University of Fashion & Technology is no more. Injured by police firing on July 18, he battled death in the ICU for 13 days and finally died today. May Allah grant him paradise.

His marriage is less than 1 year old, his wife is pregnant and the child is an orphan before coming into the world. Everyone will pray for his family.

26/07/2024

গণগ্রেফতার অভিযান ভিডিও করতে গেলে বসুন্ধরায় এভাবে বাড়ির জানালার দিকেও গুলি ছুড়েছে পুলিশ।🤣

26/07/2024

রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনো আন্দোলন থেকে সরে আসেনি, যারা প্রেস ব্রিফিং করেছে তারা আগে থেকেই পদত্যাগ করেছে।

যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো সমন্বয়ক না থাকায় এই ২বার সাজানো নাটক দেখানো হলো জাতিকে তাই আমি বৃহৎ আন্দোলনের প্রয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের "সমন্বয়ক" ঘোষণা করছি।
আমি যদি প্রেস ব্রিফিং করি বা ঘোষণা দেই তাহলে সকলে বুঝবেন যে এটাই সত্য।

৫২ সদস্যের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সাথে কথা বলে আমি এ সিদ্ধান্ত নিলাম। আশা করি আপনারা ভুল তথ্য পাবেন না আর। (৯০০+ শহীদের রক্তের সাথে বেইমানী করবো বলে আন্দোলন শুরু করিনি) শুরু থেকেই ছিলাম এবং শেষ পর্যন্ত থাকবো।

কেন্দ্রের সমন্বয়ক রা যখন আন্দোলন শেষ ঘোষণা করবে তখন আমরা রাবিয়ান রাও শেষ ঘোষণা করবো

সালাহউদ্দিন আম্মার
সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবি।

26/07/2024

💢 আপডেট‼️

সারাদেশে আজ রাতে পুলিশ, RAB, বিজিবিসহ যৌথবাহিনীর সমন্বিত অভিযান চলছে। আমরা সারারাত ঢাকার বিভিন্ন এলাকায় গোলাগুলির খবর নিশ্চিত হয়েছি । অসংখ্য ঘটনা ইঙ্গিত দেয় যে গোয়েন্দা শাখা (ডিবি) বা RAB সন্দেহভাজন ব্যক্তিরা বিভিন্ন স্থান থেকে সাধারণ পোশাকে লোকদের আটক করছে।

সরকার কারফিউ জারি করা সত্ত্বেও ক্ষমতাসীন দলের সমর্থকদের ভারি অস্ত্র নিয়ে রাস্তায় হাঁটতে দেখা যায়!

আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই এবং বাংলাদেশ সরকারকে প্রতিবাদকারীদের বেআইনি দমন বন্ধ করার আহ্বান জানাই। আমরা বাংলাদেশী নাগরিকদের নিজেদের সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নিতে, সবকিছুর নথিভুক্ত করতে এবং প্রতিটি পদক্ষেপ গণনা করার জন্য উৎসাহিত করি।

- PUSAB

26/07/2024

💢 এই মাত্র পাওয়া খবর‼️

ঢাকার অনেক জায়গায় ইন্টারনেট বন্ধ করে মধ্যরাতে ঘরে রেইড দিয়ে গ্রেফতার এর ঘটনা ঘটতেছে। সবাই সাবধান থাকুন।

18/07/2024

>>>সর্বশেষ আপডেট

Address


Telephone

+8801605681845

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anjana Reddy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share