09/10/2025
ভাই,
"আমি স্বর্ণ ছাড়াই বিয়ে করবো" এই ধরণের কথাবার্তা অন্তত কোনো ব্যাডামাইনষের আশেপাশে গিয়ে বইলেন না। যদি কোনো ব্যাডার সাথে আপনার কথাবার্তা বিয়ে পর্যন্ত আগায়, দেখেন যে না বান্দার পুটকি ফেটে যাবে স্বর্ণ দিতে গেলে এখন আপনি স্বর্ণের বেলায় ছাড় দিলেই বিয়েটা হবে আর বিয়েটা করা আপনার জন্য মাস্ট কারণ "তার পেডে আপনার সন্তান" টাইপের পরিস্থিতি হয়ে গেছে, তখন আপনি চাইলে, আই রিপিট, আপনি চাইলে স্বর্ণের বেলায় কনসিডার করতে পারেন। এটা আপনার ইচ্ছা।
আপনার এহসান। আপনার উদারতা।
কিন্তু আপনার বয়ফ্রেন্ডের চার ভাই, তিন বোন। বয়ফ্রেন্ড সবার ছোট্টো। সব ভাইকেই বিয়ের সময় দশ ভরি করে স্বর্ণ দেয়া হইসে কিন্তু আপনাকে এক ভরিও দিতে হবেনা কারণ eww, আপনি সোনার প্রতি আকৃষ্ট না, প্লিজ হ্যাভ সাম ব্রেইন।
স্বর্ণ একটা এসেট।
এটা আপনি বুঝবেন যেদিন আপনার প্রথম হসপিটালের বিল চলে আসবে ২লাখ টাকা, আর আপনারে দুই টাকা দিয়ে সাহায্য করারও কেউ থাকবেনা। আপনার বাচ্চা আটকায় থাকবে কিন্তু সিজারের টাকা বাপের বাড়ি থেকে বলবে জামাইরে দিতে বলো আর জামাই বলবে বাপের বাড়ি থেকে আনো।
ফিন্যান্সিয়াল ইনডিপেনডেন্স একটা আপেক্ষিক বিষয়। একবার হসপিটালে ঢুকলে, একটা এক্সিডেন্ট ফেস করলে এটা হাড়ে হাড়ে টের পাওয়া যায়।
কেউ যদি সবার উপর ইনভেস্ট করে, আপনার বেলায় না করে এন্ড আপনি যদি এটা মেনে নেন, তাহলে আপনে কোনো ত্যাগের মূর্তি না। আপনি একটা sagol.
আর এই ত্যাগ উল্টা আপনার কানেই ফিরে আসবে,
"মেয়ে কোনোরকম সোনা ছাড়া রাজি হয়ে গেছে, তার মানে কতোডা ডেস্পারেট ছিলো আমার ছেলেকে বিয়ে করার জন্য!"
লাইফে আর যাই করেন কাউরে কোনোদিন বুঝতে দিয়েন না যে আপনার চাহিদা নাই।
আপনি হয়তো মনে করতেছেন ডেইলি দুইটা ডিমের চাহিদা নাই শুনলে মানুষ আপনাকে খুশি হয়ে ডেইলি তিনটা ডিম খেতে দিবে। কিন্তু আসলে আপনি তিন দিনে একটা ডিমও খেতে পাবেন না।
মনে রাখবেন, এডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয়, এডজাস্টমেন্ট মানে কখনো কখনো পুটু মারা খাওয়া।
So, please.
Be loud about your expectations.
Be aware of what you deserve. ☺️