জগত পাপী

  • Home
  • জগত পাপী

জগত পাপী Content Creator

৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে বিশাল লাফ মুস্তাফিজুর রহমানের! 📈🔥১৭ ধাপ এগিয়ে এখন তিনি ৯ ন...
23/07/2025

৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে বিশাল লাফ মুস্তাফিজুর রহমানের! 📈🔥

১৭ ধাপ এগিয়ে এখন তিনি ৯ নম্বরে, যৌথভাবে ভারতের আর্শদ্বীপ সিংয়ের সঙ্গে। 🇧🇩🧊🎯

23/07/2025

যারা ২ লিটার পানি ৬০০ টা'কায় বিক্রি করছে এরা যেনো নিজেরা ম"রার সময় ও পানি না পায়।

দাবি মেনে নেওয়ায় উত্তরায় মাইলস্টোনের সামনে আন্দোলন শেষে সব শিক্ষার্থী চলে যাচ্ছিলো। এই লোক তবুও কয়েকজন নিয়ে সেখানে পরিস্...
22/07/2025

দাবি মেনে নেওয়ায় উত্তরায় মাইলস্টোনের সামনে আন্দোলন শেষে সব শিক্ষার্থী চলে যাচ্ছিলো। এই লোক তবুও কয়েকজন নিয়ে সেখানে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে।

ছাত্র-জনতা ধরে ফেলার পর প্রমাণ পায় ছাত্রলীগ করতো। এই মাত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাকে।

বন্ধুত্ব হওয়া উচিত এমন নয়তো তা বন্ধুই না!মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে...
22/07/2025

বন্ধুত্ব হওয়া উচিত এমন নয়তো তা বন্ধুই না!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।
ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা'রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ"তদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা'রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: “ না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

“আমি জানতাম তুমি আসবে!”

৩ লাখ টাকার গরু
05/06/2025

৩ লাখ টাকার গরু

ষাড় গরু ১ লাখ ২৫ হাজার🤯🤯
04/06/2025

ষাড় গরু ১ লাখ ২৫ হাজার🤯🤯

04/06/2025

বাজার সেরা গরু,দাম চাওয়া হচ্ছে ৪ লাখ😳😳

04/06/2025

দাম চাওয়া হচ্ছে ২৫ হাজার😳😳😳

18/05/2025

ভাইরাল ডিম চিতই পিঠা যেভাবে বানানো হয়

ক্ষুদা পেটে মানুষ আবলতাবল খরচ করে আমি তার সবচেয়ে বড় প্রমান, আরে ভাই ১ প্লেট কাচ্ছি খাইলেও তোহ পারতাম🥲প্রচন্ড রোদে ব্যাংক...
16/05/2025

ক্ষুদা পেটে মানুষ আবলতাবল খরচ করে আমি তার সবচেয়ে বড় প্রমান, আরে ভাই ১ প্লেট কাচ্ছি খাইলেও তোহ পারতাম🥲
প্রচন্ড রোদে ব্যাংক এর কাজ সেরে ঘেমে একাকার, শরীর টাকে একটু চাঙা করা এবং হৃদয়কে ঠান্ডা করার জন্য
চোখ টা গ্লাস ডোর ফ্রিজ এর দিকে রাখতেই হালকা পার্পেল কালার এর এই চুতিয়া মার্কা Gatorade Sports Drink Quiet Strom ইলেক্ট্রোলাইট ড্রিংকস টা চোখা আটকালো,
দামের ট্যাগ এ চোখ পড়তেই মাথা টা একটু চক্কর দিলো, ঠিক অইদিন সেলারি টা ব্যাংক এ ঢুকেছে তাই টাকার প্রতি মায়া না করে ৫৯৫ টাকা দিয়ে, কার্ডে পেমেন্ট করে নিয়ে নিলাম,
৫০০ মিলি যেহুতু ভাবলাম কারো সাথে শেয়ার করেও খাওয়া যাবে, ড্রিংস টা খেলাম, খাওয়ার পর শরির চাঙা হওয়ার পরিবির্তে আরো টায়ার্ড হয়ে গেলো😮‍💨
ঘুম চলে আসতে লাগলো, অফিস যেয়ে কলিগ কে খাওয়ালাম তার নাকি খাওয়ার পর ক্ষুদা লেগে গেলো আরো😎

মূল কথা টাকায় কামড় দিয়েছিলো, ক্ষুদা পেটে আবলতাবল মানুষ খরচ করে এইটা বড় প্রমান
টেস্ট ৬/১০
মূল্য ৫৯৫ টাকা (Imported)

গতকাল অনেকদিনের ঘ্যানঘ্যানানির পর আম্মু কিনে দিলেন এই আইস্ক্রিম কেক টা!আগে বেশ কয়েকবার সেভয়ের আউটলেটে গিয়েছিলাম স্লাইস ক...
15/05/2025

গতকাল অনেকদিনের ঘ্যানঘ্যানানির পর আম্মু কিনে দিলেন এই আইস্ক্রিম কেক টা!
আগে বেশ কয়েকবার সেভয়ের আউটলেটে গিয়েছিলাম স্লাইস করা কেক খেতে কিন্তু পাইনি।

যাই হোক এখন আসি আমার মতামতে।

"যত গর্জে তত বর্ষে না" প্রবাদের মতই বলতে হয়, যত মজা ভেবেছিলাম তেমন মজাই না।

উপরে বাদাম এর আস্তর এত মিষ্টি যে মুখের ভিতরে ছিলে গেছে! 😖
ভিতরে নরমাল আইস্ক্রিম আর নরমাল কেক ছাড়া আহামরি কিছুই না! (ব্যক্তিগত মতামত)

দাম ১১০০ টাকা।

নেক্সট চকলেট ফ্লেভারের কেক টা খেয়ে দেখবো ওইটা কেমন 😎

15/05/2025

নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, শক্তি কমে গেলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না।

Address


Telephone

+8801626879264

Website

Alerts

Be the first to know and let us send you an email when জগত পাপী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share