03/10/2025
সমগ্র কুরআন যেই জিনিসটাকে ডিল করেছে তা যদি এক শব্দে বলি সেইটা হচ্ছে শিরক বা পূজা।
সকল নবী। একেবারে সকলে আগমন করেছেন এক ঈশ্বরের উপর বিশ্বাস প্রতিষ্ঠিত করতে এবং মূর্তি পূজা নির্মূল করতে।
এর চাইতে বড় কোন পাপ ইসলামে নেই।
আপনি যখন প্রতিমা পূজা করেন তখন আপনি এক ঈশ্বরের প্রতিপক্ষ তৈরি করেন। এই অপবিত্র পাপকে নরমালাইজ করা কিংবা রোজার সাথে তুলনা দেওয়া সত্যিই দুঃখজনক।
কোন ভাবে কি রাসুল সা জীবিত থাকলে তাঁর সামনে আমরা এমন লেকচার দিতে পারতাম যে পূজা আর রোজা মিলেই মদিনা? আমরা এক মুদ্রার এপিঠ ওপিঠ? কোন সাহাবী এমন কিছু বলেছে? কিংবা কোন নবী?
হিন্দুরা নিরাপদে আচার অনুষ্ঠান করুক, আমরা তাদের সর্বোচ্চ কল্যাণকামী। কিন্তু সেইটা ইসলামের সীমানার বাহিরে গিয়ে না।
আপনাদেরও শুভাকাঙ্ক্ষী আমি। অনুগ্রহ করে আল্লাহর দেওয়া সীমা অতিক্রম করবেন না কথা বলার সময়। অতি ভক্তি কিন্তু ভালো লক্ষণ না।
© মোহাইমিন পাটোয়ারী