Iftakhar Tarique

  • Home
  • Iftakhar Tarique

Iftakhar Tarique VIDEO CREATOR

03/10/2025

সমগ্র কুরআন যেই জিনিসটাকে ডিল করেছে তা যদি এক শব্দে বলি সেইটা হচ্ছে শিরক বা পূজা।

সকল নবী। একেবারে সকলে আগমন করেছেন এক ঈশ্বরের উপর বিশ্বাস প্রতিষ্ঠিত করতে এবং মূর্তি পূজা নির্মূল করতে।

এর চাইতে বড় কোন পাপ ইসলামে নেই।

আপনি যখন প্রতিমা পূজা করেন তখন আপনি এক ঈশ্বরের প্রতিপক্ষ তৈরি করেন। এই অপবিত্র পাপকে নরমালাইজ করা কিংবা রোজার সাথে তুলনা দেওয়া সত্যিই দুঃখজনক।

কোন ভাবে কি রাসুল সা জীবিত থাকলে তাঁর সামনে আমরা এমন লেকচার দিতে পারতাম যে পূজা আর রোজা মিলেই মদিনা? আমরা এক মুদ্রার এপিঠ ওপিঠ? কোন সাহাবী এমন কিছু বলেছে? কিংবা কোন নবী?

হিন্দুরা নিরাপদে আচার অনুষ্ঠান করুক, আমরা তাদের সর্বোচ্চ কল্যাণকামী। কিন্তু সেইটা ইসলামের সীমানার বাহিরে গিয়ে না।

আপনাদেরও শুভাকাঙ্ক্ষী আমি। অনুগ্রহ করে আল্লাহর দেওয়া সীমা অতিক্রম করবেন না কথা বলার সময়। অতি ভক্তি কিন্তু ভালো লক্ষণ না।

© মোহাইমিন পাটোয়ারী

উচ্চ শিক্ষা যত বেড়েছে তত ডিভোর্স বেড়েছে। তার অন্যতম কারণ নারীর সিফাত নষ্ট হয়ে গেছে। এই যুগে নারীদের মাঝে বিড়াল প্রেম/পশু...
02/09/2025

উচ্চ শিক্ষা যত বেড়েছে তত ডিভোর্স বেড়েছে।
তার অন্যতম কারণ নারীর সিফাত নষ্ট হয়ে গেছে।
এই যুগে নারীদের মাঝে বিড়াল প্রেম/পশু প্রেম দেখতে পারবেন। তাছাড়া পরিস্কার পরিচ্ছন্নতা হতে ভার্সিটির নানা ইভেন্টে ভলেন্টিয়ার দেখতে পাবেন৷

ভার্সিটির নানা উৎসবে দেখবেন তাদের রাত জাগা টিম ওয়ার্ক। কখনো র‍্যাগ-ডের রিহার্সাল বা কখনো পহেলা বৈশাখের প্রস্তুতি। সব কিছুতে তারা উজার করে দিবে বেহিসাবে৷ ফ্রি মিক্সং এ ছেলে বন্ধুদের সাথে এদের মেলা খুনসুটি।

এতো কিছুর পরেও ডিভোর্স ক্যান হু হু করে বৃদ্ধি পাচ্ছে?কারণ একটা নারীরা বাহিরে সব জায়গায় ভালো কাজের প্রতিযোগী হলেও স্বামীর সাথে প্রতিদ্বন্দ্বী।

স্বামীর সাথে এরা জিরো টলারেন্স। বিন্দু পরিমাণ ছাড় নেই। এদের দেখবেন দুর্গন্ধযুক্ত নালায় ময়লা পরিস্কার করলেও। ঘরের হাড়ি পাতিল ধুতে গেলে এদের মনে হয় পরাধীন।

স্বামী ৪০ হাজার টাকা কামাই করে স্ত্রীর পেছনে ২০ হাজার টাকা ব্যয় করলেও স্বামীর অনুগত পাইবেন না।।আবার একই নারী ১৫/২০ হাজার টাকার জন্য বিভিন্ন সুপারশপ ও শোরুমে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে৷ বস কে প্রভু মানে। আর কাস্টমারকে আকর্ষিত করতে উজার করে দেয়৷
কথা আচরণে মনে হয় এরা দুনিয়ার সবচেয়ে মার্জিত প্রাণী।

স্বামীরা এতকিছু করলেও তারা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে। সুপারশপ/শোরুমে বসের আনুগত্য করলেও স্বামীর অনুগত হওয়াটা তাদের কাছে পরাধীন।।

✍️আল ইন্তিফাদা

🔥🔥🔥
02/09/2025

🔥🔥🔥

31/08/2025

★ আন্তর্জাতিক ফিকহ একাডেমির সিদ্ধান্ত (মক্কা, জেদ্দা)
আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমি (OIC) তাদের বিভিন্ন সেশনে স্পষ্ট করেছে:

ডাক্তার যদি ঔষধ কোম্পানির কাছ থেকে কমিশন, সুবিধা বা উপহার গ্রহণ করে প্রেসক্রিপশন লিখে দেন, এটি রিশওয়া (ঘুষ) এবং হারাম।

কারণ এতে রোগীর উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয় এবং চিকিৎসা পেশার আমানত নষ্ট হয়।
(সূত্র: مجمع الفقه الإسلامي الدولي، قرار رقم 10/6/2)

★ দারুল উলুম দেওবন্দ (ভারত) এর ফতোয়া
প্রশ্ন: ডাক্তাররা কোম্পানি থেকে কমিশন খাওয়া কি জায়েজ?
উত্তর:
এটি জায়েজ নয়। এটি রোগীর প্রতি খিয়ানত ও ঘুষ। চিকিৎসকের দায়িত্ব রোগীর হিতের জন্য প্রেসক্রিপশন দেওয়া, কমিশনের জন্য নয়।”
(ফতোয়া নং: ۳۸۷۳۵، Darul Ifta, Darul Uloom Deoband)

★আল-আজহার শরীয়াহ্‌ রিসার্চ একাডেমি (মিশর)
আল-আজহার মুফতিয়াত থেকে একাধিক ফতোয়ায় বলা হয়েছে:
“الأموال التي يأخذها الطبيب من شركات الأدوية مقابل وصف أدويتهم هي من الرشوة المحرمة شرعاً”
অর্থাৎ: ডাক্তার যদি কোম্পানির ওষুধ লিখে দেওয়ার বিনিময়ে টাকা নেন, এটি শরীয়তে হারাম ঘুষ।

★পাকিস্তান জামিয়াতুল উলূম ইসলামিয়া (বান্নুরি টাউন, করাচি)
ফতোয়া:
ঔষধ কোম্পানির কমিশন গ্রহণ হারাম উপার্জন।
ডাক্তার কেবল রোগীর মঙ্গলের কথা ভেবে ওষুধ লিখবেন, কোনো প্রকার লোভ বা কমিশনের ভিত্তিতে নয়।
(ফতোয়া: دارالافتاء جامعہ العلوم الاسلامیہ کراچی)
সারসংক্ষেপঃ
আন্তর্জাতিক ফিকহ একাডেমি, দারুল উলুম দেওবন্দ, আল-আজহার এবং পাকিস্তানের বড় বড় দারুল ইফতা—সবাই একবাক্যে বলেছেন:
কোম্পানি থেকে কমিশন নিয়ে ডাক্তারি করা শরীয়তে হারাম, এটি রিশওয়া ও খিয়ানত।
- আহমাদ শাওকি আফিফি

30/08/2025

ইসলাম শব্দটি শুনলেই ধনীরা ভয়ে পালায় কিন্তু এইটা ধনীদের জীবনকে আরামদায়ক করবে।
চিন্তা করেন,"কেউ আপনার স্ত্রীর গায়ে হাত দিলে তাকে বেত মেরে ছেড়ে দেওয়া হবে কিন্তু তার ব্যাগ থেকে আইফোন চুরি করলে হাত পর্যন্ত কেটে ফেলা হবে।"
আপনি বিশাল সম্পদ রেখে মারা গেছেন? "কেউ আপনার সন্তানদের সম্পদ ভক্ষণ করতে চাইলে তা হবে আগুন ভক্ষণ করার সমান।"
আপনার অনেক সম্পদ। মানুষ আপনাকে হিংসা করছে? ইসলাম তো বলে অন্যের সম্পদের দিকে ঈর্ষার দৃষ্টিতে চোখ পর্যন্ত না তুলে তাকাতে।
আপনি সম্পদ বিদেশে নিবেন? বর্তমান আইন বলবে পাচার। ইসলাম বলবে এইটা আপনার হক। যেখানে ইচ্ছা নিজের সম্পদ সেখানে নিবেন।
আপনি আয় করেছেন তার উপর কর বসাচ্ছে সরকার নিজের মন মত? আপনার টাকা আছে রাষ্ট্রে ইচ্ছা মতন নতুন টাকা তৈরি করে সেই মান নিয়ে নিচ্ছে? কোন সুযোগ নেই।

আপনার জমি সরকার দখল করবে এই ভয় পাচ্ছেন? তাহলে শুনুন একবার খলিফা উমর (রা.) মসজিদে নববী সম্প্রসারণ করতে গিয়ে পাশের এক ব্যক্তির জমি নিতে চাইলেন। জমির মালিক রাজি হচ্ছিলেন না। উমর (রা.) তাকে বাজারমূল্যের বেশি দাম অফার করলেন। মালিক তারপরও রাজি না হলে, তিনি ক্বাযিকে (বিচারক) মামলা পাঠালেন।
ক্বাযি রায় দিলেন যে, মালিকের সম্মতি ছাড়া জমি নেওয়া যাবে না।

সব মিলিয়ে আপনি ধনী হলে তো ইসলাম বেশি বেশি চাইবেন। এখন কর দেন ২৫% তখন যাকাত দিবেন মাত্র ২.৫% ।
এখন ভ্যাট দিচ্ছেন। তখন ভ্যাট থাকবে না।
খাজনা থাকবে না। সব মিলিয়ে ব্যাপারটি মজার না?

© মোহাইমিন পাটোয়ারী

29/08/2025

লীগ এবং তার সহযোগী দোসরদের এখন প্রতিহত করতে না পারলে ভবিষ্যৎ খুব খারাপ হতে যাচ্ছে।

কারোর টাকা পয়সা লাগলে কোর্স করে ইনকাম শুরু করুন 😆
26/08/2025

কারোর টাকা পয়সা লাগলে কোর্স করে ইনকাম শুরু করুন 😆

Our DAKAT and FOKINNIR POLA ❤️
26/08/2025

Our DAKAT and FOKINNIR POLA ❤️

আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকের ড্রেসকোড এইটা। কী পরা যাবে, কী পরা যাবে না, বিস্তারিত নির্দেশনা দেয়া আছে। হাঁটুর উপর ক...
26/07/2025

আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকের ড্রেসকোড এইটা। কী পরা যাবে, কী পরা যাবে না, বিস্তারিত নির্দেশনা দেয়া আছে। হাঁটুর উপর কত ইঞ্চি পর্যন্ত স্কার্ট উঠানো যাবে সেই নির্দেশনাও দেয়া আছে। অর্থাৎ তাদের মোরাল কোড অনুযায়ী শালীন ও ফর্মাল পোশাক পরিধানের স্পষ্ট নির্দেশনা দেয়া আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই ড্রেসকোড আছে। কিন্তু সেখানে প্রথম আলো, ডেইলি স্টারের মত কোন পত্রিকা আর বাম-সুশীলদের মত কোন গান্ডু নাই।

©Md Fahad Ibna Ilias

জাতিসংঘের শান্তি রক্ষা মিশন বন্ধ করতে হবে।
25/07/2025

জাতিসংঘের শান্তি রক্ষা মিশন বন্ধ করতে হবে।

কতটা নিম্নমানের চিন্তাভাবনা,এখন যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে, মুক্তিযোদ্ধাদের নাতি-পতি।স্বাধীনতার ৫৪ বছর পরে এসে কোন ধর...
24/07/2025

কতটা নিম্নমানের চিন্তাভাবনা,
এখন যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে, মুক্তিযোদ্ধাদের নাতি-পতি।
স্বাধীনতার ৫৪ বছর পরে এসে কোন ধরনের কোটা এটা?

আওয়ামীলীগ গিয়েছে, কিন্তু কোন পরিবর্তন আসেনি।

17/07/2025

কারেকশন: আগামীকাল। বাইতুল মুকাররম, দক্ষিণ গেইট।
ইসলামপ্রিয় নাগরিকদের মিথ্যা জঙ্গি মামলায় ফাঁসিয়ে মানহানি ও নিরাপত্তা-ঝুঁকি তৈরির প্রতিবাদে, এবং জনপরিসরে ইসলামের অবস্থান সংকুচিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।
তারিখ : ১৮ জুলাই, ২০২৫ (শুক্রবার)
সময়: বাদ জুমা
স্থান : বাইতুল মুকাররম, দক্ষিণ গেইট। ইন শা আল্লাহ।

© Asif Adnan

Address


Telephone

+8801981840111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iftakhar Tarique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iftakhar Tarique:

  • Want your business to be the top-listed Media Company?

Share