
26/07/2025
আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকের ড্রেসকোড এইটা। কী পরা যাবে, কী পরা যাবে না, বিস্তারিত নির্দেশনা দেয়া আছে। হাঁটুর উপর কত ইঞ্চি পর্যন্ত স্কার্ট উঠানো যাবে সেই নির্দেশনাও দেয়া আছে। অর্থাৎ তাদের মোরাল কোড অনুযায়ী শালীন ও ফর্মাল পোশাক পরিধানের স্পষ্ট নির্দেশনা দেয়া আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই ড্রেসকোড আছে। কিন্তু সেখানে প্রথম আলো, ডেইলি স্টারের মত কোন পত্রিকা আর বাম-সুশীলদের মত কোন গান্ডু নাই।
©Md Fahad Ibna Ilias