বিজয় TVET

  • Home
  • বিজয় TVET

বিজয় TVET আমাদের এই পেইজ টি নতুন খুলা হয়েছে,
সবা?

10/08/2024

মিষ্টি বিতরণ কর্মসূচি

18/07/2024

উত্তরা আজমপুরে ঢাকা ময়মনসিংহ রোড দেখে মনে হইতেছে সরাসরি সম্প্রচারিত যুদ্ধ দেখতেছি।

মেরে হিরো আলমকে দমিয়ে রাখা জাবেনা মনে রাখবেন সে আবার ফিরবে কখনো গান নিয়েকখনো কবিতা নিয়ে
18/07/2023

মেরে হিরো আলমকে দমিয়ে রাখা জাবেনা
মনে রাখবেন সে আবার ফিরবে
কখনো গান নিয়ে
কখনো কবিতা নিয়ে

05/04/2023

বঙ্গবাজার এর আগুন😭

কে এই শাওন অভিনব কায়দায় ০২ টি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের মধ্যে ইয়াবা পাচারকালে ৬৩,৭৬৫ পিস ইয়াবাসহ চক্রের ০৬ জনকে না...
05/04/2023

কে এই শাওন
অভিনব কায়দায় ০২ টি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের মধ্যে ইয়াবা পাচারকালে ৬৩,৭৬৫ পিস ইয়াবাসহ চক্রের ০৬ জনকে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১

=================================================================

১। মাদক কারবারীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করে আসছে। চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র মাদকদ্রব্য ইয়াবার বড় একটি চালান কক্সবাজার হতে বিশেষ কৌশলে (প্রাইভেটকারের সিলিন্ডারে) বহণ করে রাজধানীর দিকে নিয়ে আসছে। র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-১ এর একটি আভিযানিক দল এই মাদকবাহী চক্রের অনুসন্ধান শুরু করে।

২। এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ মার্চ ২০২৩ ইং তারিখ র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার হতে ০২ টি প্রাইভেটকার যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকা হয়ে গাজীপুর জেলার দিকে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ৩০ মার্চ ২০২৩ তারিখ আনুমানিক ১৭৩০ ঘটিকায় নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কেন্দুয়া কাঞ্চনব্রীজ এলাকাস্থ তিন কন্যা হোটেল এর সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ মাইনুদ্দিন (২৮), পিতা-মোঃ মমিন, জেলা-গাজীপুর, ২) সোহাগ (২০), পিতা-মোঃ মমিন, জেলা-কিশোরগঞ্জ, ৩) মোঃ জাওয়াদ (২৪), পিতা-মৃত শফিকুল আলম, জেলা-গাজীপুর, ৪) শাহরিয়ার রাব্বি (৩২), পিতা-মোঃ শফিকুর ইসলাম, জেলা-গাজীপুর, ৫) শাওন (২১), পিতা-মোঃ অতিকুর রহমান, জেলা-ময়মনসিংহ এবং ৬) মোঃ রানা (২৫), পিতা-মৃত জামিল মিয়া, জেলা-ময়মনসিংহ’দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট হতে ০২ টি প্রাইভেটকার জব্দ করা হয়। জব্দকৃত ০১ টি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার কেটে ৪০,০০০ পিস এবং অপর ০১ টি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার কেটে ২৩,৭৬৫ পিস ও ১১০ গ্রাম ভাঙ্গা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১,৯৩,৭৯,৫০০/- (এক কোটি তিরানব্বই লক্ষ ঊনআশি হাজার পাঁচশত) টাকা। এছাড়াও তাদের নিকট হতে ০৪ টি ড্রাইভিং লাইসেন্স, ০৮ টি মোবাইল ফোন, ০১ টি জাতীয় পরিচয়পত্র, ০৪ টি হাতঘড়ি এবং নগদ ১৬,৬৬০/- টাকা উদ্ধার করা হয়।

৩। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তার

16/02/2023

I'm obak

ইয়াবা সহ কুখ্যাত ২ মাদক কারবারিকে হাতেনাতেগ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশক্রাইম রিপোর্টারঃ২০৪১ সালের মধ্যে একটি সাশ্...
13/02/2023

ইয়াবা সহ কুখ্যাত ২ মাদক কারবারিকে হাতেনাতে
গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ

ক্রাইম রিপোর্টারঃ
২০৪১ সালের মধ্যে একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী, নাগরিকদের জন্য নিরাপদতম বাংলাদেশের যে প্রায়োগিক পরিকল্পনা, তার অন্যতম অংশীদার হিসাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। অসীম সম্ভাবনায় অদম্য এক বাংলাদেশের উন্নয়ন আর সুশাসনের যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, তার জন্য ২৪×৭×৩৬৫ প্রতিটি ন্যানোক্ষণে নির্মোহভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

এরই ধারাবাহিকতায় ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক গত ১২ ফেব্রুয়ারি রবিবার ভূরুঙ্গামারীর দক্ষিন তিলাই গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ জাহাঙ্গীর আলম (২৫) ও চর ভূরুঙ্গামারী দিঘীরপাড় গ্রামের মোঃ আব্দুর রশিদ ওরফে রশিদ মাঝি (৫০), দ্বয়কে ৫০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

In central Malatya, China's Blue Sky rescuers started working early on February 10 to rescue those still trapped under t...
13/02/2023

In central Malatya, China's Blue Sky rescuers started working early on February 10 to rescue those still trapped under the rubble. Pictured are Blue Sky rescuers searching for ways to enter the debris of a fallen residential building, where a woman and her daughter are believed to be trapped. It has been over 100 hours since the first earthquake struck , but rescuers are holding on to hope that more survivors will be found.

তাদের ভাষা আমি বুঝি না, আমার ভাষাও তারা বুঝে না৷ একে অপরের মুখের ভাষা না বুঝলেও এই মুহুর্তে একটি ভাষা সবাই বুঝে। আর সেটি...
13/02/2023

তাদের ভাষা আমি বুঝি না, আমার ভাষাও তারা বুঝে না৷ একে অপরের মুখের ভাষা না বুঝলেও এই মুহুর্তে একটি ভাষা সবাই বুঝে। আর সেটি হল সাহায্যের ভাষা।

একজন ব্যক্তি তাদের দেশের ভাষায় কি একটা জিজ্ঞেস করলো, কিন্তু আমি তা বুঝতে পারলাম না। তবে উত্তরে আমি একটি শব্দ বলেছি, তা হল 'বাংলাদেশ, বাংলাদেশ'। যাতে সে বুঝে আমি বাংলাদেশ থেকে এসেছি। ঠিক তখনই ছেলেটি আমাকে বললো, 'মাশা আল্লাহ, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ'। আমি তাকে আমার মোবাইল বের করে বাংলাদেশ থেকে দেশবাসী কি কি পাঠাচ্ছে তা দেখালাম। সে উপরের দিকে আঙ্গুল তুলে যেন আমাকে বললো, "আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলের এই সাহায্য যেন কবুল করেন।"

এতো অল্প সময়ের মধ্যে আমার প্রিয় দেশবাসী যে কি করে দেখিয়েছেন তা বলার ভাষা আমার নেই। তবে একটি শব্দ বারবার বলতেই হয় 'আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।'

Address


Telephone

+8801714767322

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিজয় TVET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share