25/10/2025
🌿 পরনিন্দা 🌿
পরনিন্দা, ওহে মন, এ কেমন ব্যাধি তোর!
অন্যের দোষ খুঁজে বেড়াস, ভুলে যাও নিজের ভর।
যে জিহ্বা আল্লাহর জিকিরে হতে পারত আলোকিত,
সেই জিহ্বাই আজ নষ্ট হয়, পরচর্চায় অন্ধকারচিত।
কখনো কারো অনুপস্থিতিতে বলো বিষের কথা,
ভাবো না, ফেরেশতারা লেখে প্রতিটি ব্যথা।
রাসূল ﷺ বলেছিলেন — “গীবত যেন মৃত ভ্রাতার মাংস খাওয়া,”
হায়, তবু আমরা করি, যেন কিছুই নয় জানা।
মন, ফিরে আয়! নীরব থাক, আল্লাহর নাম নে,
অন্যের দোষ ঢেকে দে, দয়ালু হবার টানে।
যে ক্ষমা করে, আল্লাহও তার দোষ মাফ করেন,
যে নিন্দা ছাড়ে, সে-ই শান্তির স্বাদ ধরেন।