Desi Adventure

  • Home
  • Desi Adventure

Desi Adventure I don’t need anyone else to distract me from myself anymore like I always thought I would.

🌿 পরনিন্দা 🌿পরনিন্দা, ওহে মন, এ কেমন ব্যাধি তোর!অন্যের দোষ খুঁজে বেড়াস, ভুলে যাও নিজের ভর।যে জিহ্বা আল্লাহর জিকিরে হতে ...
25/10/2025

🌿 পরনিন্দা 🌿

পরনিন্দা, ওহে মন, এ কেমন ব্যাধি তোর!
অন্যের দোষ খুঁজে বেড়াস, ভুলে যাও নিজের ভর।

যে জিহ্বা আল্লাহর জিকিরে হতে পারত আলোকিত,
সেই জিহ্বাই আজ নষ্ট হয়, পরচর্চায় অন্ধকারচিত।

কখনো কারো অনুপস্থিতিতে বলো বিষের কথা,
ভাবো না, ফেরেশতারা লেখে প্রতিটি ব্যথা।

রাসূল ﷺ বলেছিলেন — “গীবত যেন মৃত ভ্রাতার মাংস খাওয়া,”
হায়, তবু আমরা করি, যেন কিছুই নয় জানা।

মন, ফিরে আয়! নীরব থাক, আল্লাহর নাম নে,
অন্যের দোষ ঢেকে দে, দয়ালু হবার টানে।

যে ক্ষমা করে, আল্লাহও তার দোষ মাফ করেন,
যে নিন্দা ছাড়ে, সে-ই শান্তির স্বাদ ধরেন।

No negative comments found 🤔🤔
21/10/2025

No negative comments found 🤔🤔

18/10/2025

নাটক নয়, আত্মসমীক্ষা দরকার
"এই নাটকবাজকে যারা জুলাইযোদ্ধা বলবে, তাদেরই বরং জুলাইযোদ্ধা ও দেশবাসীর কাছে মাফ চাওয়া উচিত।"
এই কথাটা খুবই গুরুতর। যখন কোনো প্রকৃত সংগ্রাম বা আন্দোলন হয়, তখন যারা জীবন বাজি রেখে লড়াই করেন, তাদের ত্যাগ আর সাহসকে সম্মান জানানো আমাদের কর্তব্য। তাদের বলা হয় জুলাইযোদ্ধা—যারা সত্যিকারের পরিবর্তনের জন্য বুক চিতিয়ে দাঁড়িয়েছেন।
কিন্তু যদি কেউ সেই ত্যাগকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নাটক করে, তাহলে সেটা প্রকৃত যোদ্ধাদের অপমান। যারা এমন ভণ্ড বা নাটকবাজকে সমর্থন করেন এবং তাদের 'জুলাইযোদ্ধা'র মতো মহৎ উপাধিতে ভূষিত করেন, তাদের আসলে দু'বার ভাবা উচিত।
এটা শুধু একটি ভুল নয়, এটা প্রকৃত যোদ্ধাদের এবং দেশের মানুষের সঙ্গে প্রতারণা। কারণ মানুষ বিশ্বাস করে যে তারা সঠিক পথে আছেন। যারা এই ভুল প্রচারণায় অংশ নিচ্ছেন, তাদের উচিত অবিলম্বে নিজেদের ভুল স্বীকার করে জুলাইযোদ্ধাদের ও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করা।
কারণ: মিথ্যা মহিমা ক্ষণিকের, কিন্তু সত্যের অপমান দীর্ঘস্থায়ী।
আপনার কী মনে হয়, এই ধরনের মিথ্যাচার কীভাবে থামানো যেতে পারে?

Justice has been served🫡
12/10/2025

Justice has been served🫡

সকাল সকাল আওয়ামী লীগ সমর্থক এক চোদনাকে মানুষ করলাম! 😞
10/10/2025

সকাল সকাল আওয়ামী লীগ সমর্থক এক চোদনাকে মানুষ করলাম! 😞

09/10/2025

বউ মুখে নেবেনা। লজ্জায় মাথা নিচু করে আছে। তবুও পাষাণ লোকটা জোর কইরা তারে মুখে ঢুকাইয়া দিলো। অসহায় মেয়েটার মুখ বেয়ে রস পড়ছিলো। আবার বলে, আরে খাও খাও। পুরোটা গিলে ফেলো। এইতো।

বি:দ্র-বিয়ে বাড়িতে জোর করে মিষ্টি খাওয়ার এই ঘৃণ্য সংস্কৃতিটা বন্ধ করা উচিৎ।😉

05/10/2025
আপনি কি একমত?
04/10/2025

আপনি কি একমত?

Every Bangladeshi can sleep in peace—because a warrior stands at watch, wide awake, ready to defend freedom at ANY COST!...
01/10/2025

Every Bangladeshi can sleep in peace—because a warrior stands at watch, wide awake, ready to defend freedom at ANY COST!

We Sleep because they keep awake in the trenches, We sleep because they patrol our borders... We Sleep because we know We have our Armed Forces guarding us.

Every footprint is a warning to traitors, every patrol a shield for the nation.

No conspiracy, no propaganda, no foreign mouthpiece will ever drive the Army out of these hills.

The Chittagong Hill Tracts are Bangladesh and the Army is its eternal guardian. Period ⚔️🇧🇩⚔️

সেপ্টেম্বর 9-এ Isরায়েল কাতারে হামলা করল, আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। ইউটিউব, ফেসবুক, টিকটক সবখানে ভিডিও,...
28/09/2025

সেপ্টেম্বর 9-এ Isরায়েল কাতারে হামলা করল, আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। ইউটিউব, ফেসবুক, টিকটক সবখানে ভিডিও, বিশ্লেষণ, ভবিষ্যদ্বাণী। কেউ বলছে, ইসলামিক ন্যাটো তৈরি হবে, কেউ বলছে মুসলিম দেশগুলো এক হয়ে দাঁড়াবে।

কিন্তু আমি তখনই বলেছিলাম এসব কিছুই হবে না। এগুলো শুধু নিজেদের জনগণকে বোকা বানানোর গল্প। আর আজ প্রমাণও হয়ে গেছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাস্তবতা কি? তারা সবাই Isরায়েলকে প্রভু বানিয়েছে। মুখে যতই বড় বড় কথা বলুক, বাস্তবে তাদের কারও সাহস নেই Isরায়েলের বিরুদ্ধে দাঁড়াবার।

ভাবুন তো, Isরায়েলকে “সোজা” করতে কি রকেট হামলা দরকার? একদম না। শুধু ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করলেই Isরায়েল হাঁটু গেড়ে বসবে। কিন্তু আজ পর্যন্ত কোনো মুসলিম দেশ কি Isরায়েলের সাথে ব্যবসা বন্ধ করেছে? কেউ না। তেলের ব্যবসা, গ্যাসের চুক্তি, প্রযুক্তি, বাণিজ্য সব চলছে দিব্যি। অথচ জনগণের সামনে তারা আগুন ঝরানো বক্তৃতা দেয়, যেন কালই যুদ্ধ শুরু করবে।

সত্যিটা হলো এরা সবাই মুসলমানদের সঙ্গে প্রতারণা করছে। বড় বড় বুলি দিয়ে আমাদের আবেগ নিয়ে খেলা করছে। আমরা ভাবি মুসলিম উম্মাহ এক হবে, কিন্তু বাস্তবে ওরা Isরায়েলের হাতের পুতুল ছাড়া কিছুই না।

আজ আমাদের বুকের ভেতর প্রশ্ন জাগে—আমাদের ভাই-বোনেরা প্যালেস্টাইনে রক্তে ভাসছে, আর এদিকে তথাকথিত মুসলিম শাসকরা শুধু মাইকের সামনে দাঁড়িয়ে নাটক করছে। এ দৃশ্য কি আর সহ্য করা যায়?

হয়তো আমাদের চোখ ভিজে যাবে, কিন্তু অন্তত সত্যটা জানা উচিত। আমরা যেন আর মিথ্যে আশা নিয়ে প্রতারিত না হই।

শায়তানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশ সহ প্রায় ৮০% দেশের প্রতিনিধিই জাতিসংঘ এসেম্বলি হল ত্যাগ করেন। এটা নিয়ে খাসিনা ও তার ...
27/09/2025

শায়তানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশ সহ প্রায় ৮০% দেশের প্রতিনিধিই জাতিসংঘ এসেম্বলি হল ত্যাগ করেন। এটা নিয়ে খাসিনা ও তার শাবকেরা নির্লজ্জ, নির্জলা মিথ্যাচার করছে যে ইউনুস সরকার শায়তানিয়াহুর বক্তব্য শুনেছে বসে বসে।

অথচ খাসিনার *তার ডান্ডিয়ার প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলো। জয়শংকর আর শায়তানিস্তানের প্রতিনিধিরা একাধিক মিটিংও করেছে। আমাদের টাকা চুরি করে নিয়ে দিল্লি বসে বসে ইবলিশ ডাই 'নিটা দেশের বিরুদ্ধে চূড়ান্ত স' ন্ত্রাসবাদ চালাচ্ছে! আর তার এদেশীয় জুজুরুজ শাবকেরা সেটা অ্যামপ্লিফাই করছে ধর্মীয় দায়িত্বের মতো! এজন্যই বলি শাউয়ামীজম একটা ইব্লিশি ধর্ম। এই ধর্মের অনুসারীরা মানব জাতির মাঝেও আলাদ একটি নি' চু জাত। মিথ্যচার, খু' ন, ধ' রষণ, গ' ম, হ' ত্তা, অপপ্রচার, অপশাসন, চুরি চামারি, বাটপারি, জালিয়াতি, হি 'ংস্রতা, না' রকিয়তা ইত্যাদি সকল বদগুণ এদের চরিত্রগত বৈশিষ্ট!

লীগের জন্ম মিথ্যার দ্বারা, লীগের বাপের জন্মও মিথ্যায়! তো এদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু মিথ্যায় জর্জরিত হবে না কেন?

Address


Alerts

Be the first to know and let us send you an email when Desi Adventure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desi Adventure:

  • Want your business to be the top-listed Media Company?

Share