Modhumita Ghosh

  • Home
  • Modhumita Ghosh

Modhumita Ghosh Hi
It's me Modhumita Ghosh
This is my officials page

hello everyone
02/11/2025

hello everyone

মায়ের contribution টা নাকি চোখেই পড়ে না।Pregnancy থেকে শুরু হয় Sleepless night, খাওয়ার সময় নাই, নিজের health— সবই compro...
30/08/2025

মায়ের contribution টা নাকি চোখেই পড়ে না।
Pregnancy থেকে শুরু হয় Sleepless night, খাওয়ার সময় নাই, নিজের health— সবই compromised হয়ে যায়।

বাচ্চার পড়াশোনা ঠিক হলে— “বাচ্চা খুব intelligent।”
বাচ্চা ভালো behave করলে— “ও তো naturally ভদ্র।”

কিন্তু কেউ বলে না যে এর পিছনে একটা মা’র countless রাত, countless tears, countless prayers লুকানো আছে।

এমনকি বাচ্চা দেখতে মা’র মত হলেও— কাছের মানুষেরা বলে একদম বাপ এর মতো - যেন মা exist ই করে না।

সত্যি কথা বলতে কি— মা হলো সেই invisible force…
যার হাত ধরে বাচ্চা দাঁড়াতে শেখে, বাঁচতে শিখে কিন্তু মানুষ-তাঁকে credit দিতে শেখে না।🥺😔

11/08/2025

আমার স্বামী হয়তো, কখনোই জানবে না, তার পরিশ্রম করা মুখের দিকে তাকিয়ে কত স্বপ্ন ত্যাগ করেছি আমি...!!😅🥹💔

অবলা মন
09/08/2025

অবলা মন

30/07/2025

একজন নারীর জন্য সবচেয়ে কষ্টের অনুভূতি তখন হয়,
যখন সে সাহস করে প্রিয় মানুষটিকে বোঝাতে চায়—
তার প্রতিদিনকার কিছু আচরণ তাকে ব্যথা দিচ্ছে।
কিন্তু সে শুনে নেওয়ার বদলে রাগ করে বসে,
আর উল্টো বিষয়টা তার দিকেই ঘুরিয়ে দেয়।
সে কথা বলতে আসে ঝগড়া করতে না,
ভালোবাসা নিয়ে কথা বলতে।
মন খোলা আর বোঝার একটা শেষ চেষ্টা হয় সেটা,
যেখানে সে চায়— হয়তো এবার অন্তত তার কথা সে শুনবে।
কিন্তু পরিবর্তে সে হয়ে ওঠে ঠান্ডা, বিরূপ কিংবা ব্যঙ্গাত্মক।
তার অনুভূতিকে গুরুত্ব না দিয়ে,
উল্টো দোষ দেয়— তার গলা, তার সময়, তার ভঙ্গিমায়।
ফলে আসল কথাটা চাপা পড়ে যায়,
শুধু থেকে যায় ভুল বোঝাবুঝি।
এবং সেই মুহূর্তটা একটা নীরব ক্ষত হয়ে থাকে,
যা জমতে জমতে একসময় তার ভেতরটাই বদলে দেয়।
সবচেয়ে কষ্টের অংশটা হয় এটা—
যখন বারবার এই অভিজ্ঞতার পর সে নিজেকেই প্রশ্ন করতে শুরু করে:
“হয়তো আমি-ই বেশি সংবেদনশীল?”
“হয়তো এটাকে নিয়ে কিছু বলার দরকার ছিল না…”
কিন্তু তার ভেতরটা জানে—
সে কেবল বোঝাতে চেয়েছিল,
যে সে এখনো সম্পর্কটাকে গুরুত্ব দেয়,
ভালোবাসে, এবং চায় সবকিছু ঠিক হোক।

কারণ,
একজন নারীর কষ্টের কথা বলা মানে অভিযোগ নয়,
বরং ভালোবাসার একটা শেষ ডাক।

এই ডাক যদি বুঝে নেওয়া যেত,
তবে অনেক দূরত্ব এড়ানো যেত।

22/07/2025

সাল্লু ভায়ের মতো চওড়া ছাতিওয়ালা বুক চাও পার্টনারের 🤣হাস্যকর,,,
বুক ঠিকই পাবে কিন্তু ডিমান্ড পূরন করার জন্য,,, ঘন্টার পর ঘন্টা জরিয়ে রাখবে আষ্টেপৃষ্টে কিন্তু যখন মন খারাপে তার চওড়া ছাতিওয়ালা বুক খুঁজবে কান্না করার জন্য, ভরসা পাবার জন্য দেখবা তখন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তার কাজে সে ব্যস্ত,, বিশ্বাস হয় না,,, নিজেই দেখে নিও বাস্তবতা,😁

02/07/2025

প্রেগনেন্সির পুরো সময় কোনো হেল্পিং হ্যান্ড না পাওয়া,,,

স্বামীকে কাছে না পাওয়া
কোনো সখ ফুর্তি না করা
ইচ্ছে অনুযায়ী কিছু খেতে ইচ্ছে করলে সেটা না পাওয়া,,

শারীরিক মানসিক ভাবে দুর্বল থেকেও সবলের অভিনয় করা,,,
মায়ের অসুস্থতার ডিপ্রেশন
রাতে ঘুৃম না হওয়া
ঠিক মতো খাবার খেতে না পারা,,,
একাকিত্ব সব মেনে নিয়ে শেষ মুহূর্তে

পয়েন্ট টু বি নোটেট

সিজারের সময় স্ত্রীর পাশে থাকা লাগবে কেনো,,, এসে কি হবে,,,
রাত জেগে তার কাছে থাকা লাগবে কেনো,,,
আর টাকা পয়সা খরচার গল্পতো আছেই,,,,
মায়ের একার দায়িত্ব কী সব, যে বাবা হবে সে কি কিছুই সেক্রিফাইস করবে না,, শুধু কী টাকা ইনকামই তার লক্ষ্য সন্তান স্ত্রীকে টাইম দেওয়া টেক কেয়ার করা এগুলোর দায়িত্ব তাহলে কার?

তারপর বলেন! স্ত্রীর আবদার, মুড আর মন খারাপগুলা ইগনোর করে, “ব্যস্ত আছি” বলে সারা জীবন কাজ নিয়ে পড়ে থেকে কয়টা বাড়ি বানাইলে...
24/06/2025

তারপর বলেন! স্ত্রীর আবদার, মুড আর মন খারাপগুলা ইগনোর করে, “ব্যস্ত আছি” বলে সারা জীবন কাজ নিয়ে পড়ে থেকে কয়টা বাড়ি বানাইলেন?

গাড়ির চাবি কয়টা হলো হাতে? কয়টা ব্যাংক অ্যাকাউন্ট ফাটলো ইনকামে?

যে বউটা রান্না শেষ করে আপনার অপেক্ষায় থাকে, তার সেই অপেক্ষার দাম কি কোনো সেলারি কাভার করতে পারলো?

না বুঝলে বলি, সময় দিলে বউ-সংসার থাকে, না দিলে শুধু ইনকাম থাকে, সঙ্গ থাকে না।🐧

তোমার মোবাইলের প্রতি যে কেয়ার তার অর্ধেক যদি আমার জন্য বরাদ্দ থাকতো আফসোস,,,ওকে চার্জ দাও, মডিফাই করো,,,বুক পকেটে আগলে র...
13/06/2025

তোমার মোবাইলের প্রতি যে কেয়ার তার অর্ধেক যদি আমার জন্য বরাদ্দ থাকতো আফসোস,,,
ওকে চার্জ দাও, মডিফাই করো,,,বুক পকেটে আগলে রাখো,,দূরে থাকলে ছটফট করো,, কৈ এতো ব্যকুলতা তো আমার জন্য দেখি না,, ও গরম হলে ঠান্ডা করার অস্থিরতা কৈ আমি রাগলে তো রাগ ভাঙাও না,,, আমি শান্ত থাকলে কথা বলোনা কিন্তু ওকে নিয়েই পড়ে থাকো,,,আমার বড্ড আফসোস,, ওর নষ্ট হয়ে যাওয়ার ভয় পাও কিন্তু আমার মৃত্যু ভয় পাও না😔ওর ভিতর সিম লাগাও আমার ভেতরের সিমটা যে তোমার অপেক্ষায় তুমি বুঝো না,,,

24/05/2025

বাইরে গিয়ে বন্ধু ভাই ব্রাদারের সাথে আড্ডা দিয়ে হাজার টাকা ব্যয় করে রেস্তোরাঁয় বসে খাবার খেয়ে বাড়িতে বৌ ছেলে মেয়ের কাছে গল্প করতে ভালোই লাগে,, যাদের খাইয়েছেন তারাও গল্প করে দোস্ত আজ ফুল মাস্তি দিলো,, আর বাড়িতে তাদের কী জুটলো সেই একঘেয়েমি রান্না,, আর চিপসের প্যাকেট নয়তো চকলেট,,, বিপদে পরলে ঐ চিপস্ আর চকলেট খাওয়া লোক গুলোই কান্না করবে যাদের আপনি গুনতিতে রাখতে জানেননা সামান্য একদিনের নামের জন্য,,,নিজেওতো খেয়ে এলেন অন্যদের মুখ কী মনে পড়লো না তখন🙂কখনো কী জানতে চেয়েছিলেন কিছু খেতে ইচ্ছে করছে নাকি তোমাদের? বন্ধুদের সাথেতো হ্যাংআউট করতে ভালোই লাগে বাড়ির অন্যদেরও তো ইচ্ছে হতে পারে হ্যাংআউটের,,,কখনো কী তাদের নিয়ে কোথাও গিয়েছেন,,???উত্তর টা দেওয়ার সদ্বুদ্ধি হয়তো ভুলে যাননি??

10/03/2025

জামাই মেয়ের পিছে টাকা খরচ করলে বাবা মা মহা ☺
ছেলে বৌয়ের পিছে টাকা খরচ করলেই যত জ্বালা, এবাহানা ও বাহানা দিয়ে কথা শোনাবেই শোনাবে ছেলে বৌকে😄কি আজব ব্যপার

Address

Faridpur Road

Alerts

Be the first to know and let us send you an email when Modhumita Ghosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Modhumita Ghosh:

  • Want your business to be the top-listed Media Company?

Share