CRIME360.net

CRIME360.net সত্যের অনুসন্ধানে আমাদের অবিরাম পথ চলা

06/02/2025

সেতাবগঞ্জে চাঁদাবাজি বেড়ে যাওয়ায় বোচাগঞ্জ উপজেলা জামায়াতে আমিরের আহ্বানে চাঁদাবাজি বন্ধের প্রশ্নে জামায়াত ও বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের ঐক্যমত

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে বোচাগঞ্জ উপজেলা জামায়াত অফিসে, জামায়াত ও বিএনপির স্থানীয় শীর্ষ নেতারা এ বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

বীরগঞ্জে বিষ্ণু মন্দিরের রেকর্ডীয় জমির ২ লক্ষাধিক টাকার ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা।রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর)...
02/12/2024

বীরগঞ্জে বিষ্ণু মন্দিরের রেকর্ডীয় জমির ২ লক্ষাধিক টাকার ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে শিবরামপুর ইউনিয়নের দক্ষিণ ধনগাঁয়ের শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ বিষ্ণু মন্দিরের নামে ঐ মৌজার বিভিন্ন দাগে ৩ একর ২০ শতাংশ জমির মধ্যে ২ একর জমির মূল্যবান চিকন ধান ২ ডিসেম্বর'২৪ দিন দুপুরে কেটে নিয়ে গেছে পার্শ্ববর্তী গ্রামের দুর্বৃত্তরা।
মৃত খলিলুরের ছেলে হান্নানের নেতৃত্বে বেআইনি জনতা সংঘবদ্ধ হয়ে জোর পুর্বক ২ লক্ষাধিক টাকা মূল্যের ২ একর জমির চিকন ধান কেটে নিয়ে যায়।
মন্দিরের সেবায়েত দেবারু বর্মন এবং কমিটির সাধারণ সম্পাদক রাজেন্দ্র নাথ যৌথ বিবৃতিতে জানান হান্নানের নেতৃত্বে বেআইনি জনতা সংঘবদ্ধ হয়ে অবৈধ ভাবে ধান কেটে নিয়ে যাওয়ার সময় ট্রিপল নাইনে (৯৯৯) ফোন দেয়ার কমপক্ষে দু'ঘণ্টা পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।
দীর্ঘ সময় পরে পুলিশের উপস্থিতির কারনে দুর্বৃত্তরা ধান কেটে গাড়ি বোঝাই করে নিয়ে দক্ষিন দিকে চলে যায়।
অভিযোগকারীরা আরো জানান কমপক্ষে ৩০-৪০ জন সন্ত্রাসী লাঠি-সোটা, দা-বল্লম, নিয়ে ক্ষেতের চার পাশে দাঁড়িয়ে থেকে মেশিনের দ্বারা ধান কেটে নিয়েছে।
সনাতন ধর্মালম্বীরা তাদের আস্ফালন ও মহড়ায় ভীত সন্ত্রস্ত হয়ে বাধা দেয়ার সাহস পায়নি। রাজেন্দ্র নাথ আরো জানান, জমিগুলো ধর্মীয় প্রতিষ্ঠান, দেবোত্তরের সম্পত্তি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে বারবার অভিযোগ দিয়েও কোন সুফল পাওয়া যাচ্ছে না। হান্নান যোগ সাজশে ও ভুয়া কাগজপত্র দিয়ে জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত হান্নানের মুখোমুখী হতে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায় নি, তবে মুঠো ফোনে জানান, তিনি আওয়ামী স্বৈরশাসনের আমলে চরম নির্যাতিত হয়েছেন, মন্দির কর্তৃপক্ষ সাবেক জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এবং সক্রিয় ইন্ধনে আমার ভোগ দখলীয় ৩৫ বছরের ঐ নিষ্কন্টক সম্পত্তি জবর দখল করেছে।

বিগত আওয়ামী সরকারের আমলে তিনি কোথাও ন্যায় বিচার পাননি বলেও জানান।

সংবাদ পেয়ে দুপুরে বীরগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন কিন্তু তার পূর্বেই দুর্বৃত্তরা ধান কেটে নিয়ে পালিয়ে গেছে।

পুলিশের ভূমিকায় মন্দির কমিটি চরম ক্ষোভ এবং অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল গফুর বিষয়টি অবগত আছেন, তবে কোন পক্ষই অভিযোগ করেন নাই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে মর্মে তিনি জানান।

19/11/2024

বীরগঞ্জের পল্লীতে বসতবাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, আহত-৫

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জে সাতোর ইউনিয়নের প্রাণ নগর এলাকায় তথাকথিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাধন ঘোষ মাস্টারের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় ইসলাম মিয়া ভুটুলিয়ার বসতবাড়িতে হামলা চালিয়ে প্রকাশ্য দিবালোকে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় মর্মে স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষে মহিলাসহ দু'পক্ষে ৭ জন আহত হয়ে বীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত ১৯ নভেম্বর'২০২৪ দুপুরে সাধন মাষ্টার একদল ভাড়াটে লোক সাথে নিয়ে লাঠি সোটা দা বললাম দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবেশী নিরীহ
দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবেশী সাধারণ কৃষক ইসলাম মিয়া ওরফে ভুটুলিয়ার বসতবাড়িতে হামলা চালিয়ে তার একটি টিনচালা ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয় ঘেরা বেড়া ও টিন সমূহ সাধন ঘোষের বাড়িতে নিয়ে যায়।
তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী বাড়ির অদূরে খড়ের পালায় ও ঘরে অগ্নিসংযোগ করে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষে দুই পক্ষের ইসলাম নিয়া, সমিরন, মমিরন , আনোয়ারুল ও সজীব এবং প্রতিপক্ষের সাধন ঘোষ এবং সুবোধ ঘোষ আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
বিকেলে একদল সাংবাদিক সরোজমিনে গেলে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ইসলাম মিয়া ও প্রতিবেশীরা জানায় সাধন ঘোষ মাস্টার প্রভাবশালী হওয়ায় কোন কিছু তোয়াক্কা করে না।
ইতোপূর্বে বেশ কয়েকবার একইভাবে নিরীহ ও দরিদ্র ইসলামিয়ার পরিবারের উপর নির্যাতন চালিয়েছে, মিথ্যা মামলার পর মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে।
আজকের বাড়ি ঘরের হামলায় ও সংঘর্ষে তার আনুমানিক সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন ইসলাম মিয়া।
এলাকার অনেকে জানান সাধন মাস্টার গ্রুপ বহিরাগত ভাড়াটে লোকজন দিয়ে আক্রমণ করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল, বারংবার দুর্বলের উপর সবলের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হলেও মুখ খুলছেন না কেউ , সাধন মাস্টার একাধিক মামলার বাদী হয়েও নিজেই আইন হাতে তুলে নিয়ে যা না তাই করছেন, আদালতের আশ্রয়ে থাকা বিবাদমান জমিতে সন্ত্রাসী বাহিনী দ্বারা জবর দখলের চেষ্টা, ভাঙচুর ও লুটপাট করা আইন বহির্ভূত, চরম বে-আইনি।
এ ব্যাপারে অভিযুক্ত ও ঘটনার সাথে জড়িত সাধন ঘোষ মাস্টারের সাথে হাসপাতালে এসে কথা বললে তিনি জানান জমিতে ১৪৪ ধারা জারি করা আছে এবং আমার জমি আমি দখল করব তাতে কার কি করার আছে করুক। ভাড়াটে বাহিনী এবং বেআইনিভাবে আদালতের আশ্রয়ে থাকা জমিতে হামলা করা সমীচীন কিনা প্রশ্নের জবাবে সাধন মাস্টার বলেন আমার জমি আমাকেই রক্ষা করতে হবে, তাই ভাড়াটে লোকজন নয়, আত্মীয়-স্বজন নিয়ে জমি দখল উদ্ধার করতে গিয়েছিলাম, এতে আমি ও আমার ভগ্নিপতি আহত হয়েছি।
আহত ইসলাম মিয়া ওরফে ভুটুলিয়ার স্ত্রী মোসাঃ মমিরণ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে জানান, সাধন মাস্টার এলাকার প্রভাবশালী লোক তার এক ভাই পুলিশের অফিসার নিজেও আওয়ামী লীগের নেতা, তাই আমরা সাধারণ মানুষ তো দূরের কথা, নামিদামি মানুষকেও তোয়াক্কা করেন না।
আমাদেরকে যে কোন মুহূর্তে জীবন নাশ করা সহ গ্রাম ছাড়া করবে বলে হুমকি দিচ্ছে। ন্যায় বিচারের স্বার্থে আমরা প্রশাসন সহ সর্বস্তরের সার্বিক সহযোগিতা কামনা করছি।
অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা মোঃ আব্দুল গফুরের সাথে এ বিষয়ে কথা হলে তিনি জানান ৯৯৯ ত্রিপল নাইনে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

17/11/2024

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি সভাপতির মতবিনিময় সভা

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মনজুরুল ইসলাম এর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে উপজেলা বিএনপির সভাপতির নিজস্ব বাড়িতে এ মতবিনিময় হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক, মাহবুবুর রহমান আঙ্গুর, মীর কাশেম লালু, মোঃ শাহিনুর ইসলাম, রতন ঘোষ পীযুষ, মাজেদুর রহমান মাজেদসহ প্রমুখ। পৌর বিএনপির সভাপতি মোঃ আমিরুল ইসলাম বাহার এর সভাপতিত্বে বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মনজুরুল ইসলাম এর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
তিনি বলেন, বিএনপি'র পক্ষ থেকে সকল রকমের সহযোগিতা করা হবে। সাংবাদিকদেরকে স্বাধীন সাংবাদিকতা এবং এক প্লাটফর্মে ঐক্যবদ্ধভাবে রাখতে আশ্বাস প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম মাজু, জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃ লাইছুর রহমান লিপু, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মমতাজুল ইসলাম তাজু, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তানভীর চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মোকাররম হোসেন পলাশ, সাংবাদিক মোঃ সিদ্দিক হোসেন, শকিম উদ্দিন আহমেদ, দশরথ রায় বাবুল, নাজমুল ইসলাম মিলন, আরমান, রনজিৎ সরকার রাজ রেজা মোহাম্মদ তৌফিক, উত্তম শর্মা,, আব্দুল জলিল, বিকাশ ঘোষ, ফেরদৌস ওয়াহিদ সবুজ, তোফাজ্জল হোসেন, প্রদীপ রায় জিতু, নাজমুল হোসেন প্রমুখ।

অবৈধ বালু উত্তোলন, ভ্যাকুর আঘাতে শিশু নিহত, দায়ী কে?রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ গতকাল ৮ নভেম্বর'২০২৪ ...
10/11/2024

অবৈধ বালু উত্তোলন, ভ্যাকুর আঘাতে শিশু নিহত, দায়ী কে?

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ গতকাল ৮ নভেম্বর'২০২৪ সকালে দিনাজপুরের বীরগঞ্জে ভাঁতগাও ব্রীজের অদুরে পাল্টাপুর আশ্রয়ন প্রকল্প সংলগ্ন ঢেপা নদী হতে অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত ভ্যাকুর দ্বারা এ মর্মান্তিক হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে নিহত শিশু সুজনের নানা অলোক রায় এবং স্বজনসহ এলাকাবাসীর দাবী।
এ ঘটনায় বালু উত্তোলনকারী মুন্না ট্রেডার্সের মালিক পাল্টাপুর নিবাসী মৃত বেশার উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন রাজা, তার পার্টনার জসিম উদ্দিন ও সিরাজগঞ্জের বাসিন্দা ভ্যাকু চালক মহিরের বিরুদ্ধে অলোক রায় বাদি হয়ে অভিযোগ করলে রাতেই বীরগঞ্জ থানায় ৩০৪(ক) ধারায় ৫ (১১)২৪ নম্বর মামলা রুজু হয়।
পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিমেক হাসপাতালে প্রেরন করেছে।
নিহত সুজন (৮)-এর বাবার নাম সাগর রায় তাদের বাড়ি ঠাকুরগাও জেলার হরিপুরে।
গত বছরের কোন এক সময় তোফাজ্জল হোসেন রাজা দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের কাছে নদী খননের দুই তীরের স্তূপ করা বালু লট নম্বর ৩ ইজারা নিয়ে শর্তভঙ্গ করে এই পথে অপসারণ করেছেন।
ইজারা মেয়াদ ২ অথবা ৩ মাসের স্থলে প্রসাশন তথা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং টেন্ডার কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বীরগঞ্জ কে মোটা অংকের টাকার বিনিময় ম্যানেজ করে অর্থাৎ ঘুষ বানিজ্যের মাধ্যমে মাসোহারা দিয়ে অবৈধভাবে বছরের পর বছর বালু মহালের ন্যায় নদী গর্ভের বালু উত্তোলন অব্যাহত রাখে।
দিবারাত্রি অবৈধভাবে বালু উত্তোলন এবং ১০ চাক্কার ডাম্প ট্রাকে পরিবহনের ফলে হুমকির মুখে রয়েছে আশ্রয়ন প্রকল্প, ভাতগাও ব্রীজ, সরকারী কোটি টাকা ব্যায়ে নির্মিত কাচা পাকা রাস্তা, পুল কালভার্ট সমুহ।
প্রাননাশের আশংকাসহ ঐসব ঘটনায় এলাকাবাসী বালু উত্তোলন বন্ধে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও মানববন্ধন করে। বেশ কিছু দিন বালু উত্তোলন বন্ধ থাকে।
সম্প্রতি তোফাজ্জল হোসেন শর্তভঙ্গের বকেয়া টাকা পরিশোধ করে আবারও কয়েকজন পার্টনার নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং টেন্ডার কমিটির সভাপতিকে ম্যানেজ করে জোরেসোরে অবৈধ বালু উত্তোলন শুরু করে এবং গত ৮ নভেম্বর'২৪ ভ্যাকু দিয়ে শিশু প্রাননাশের ঘটনা ঘটে।
ফলে সেখানে দিনব্যাপী চলেছে টান টান উত্তেজনা ক্ষোভ ও শোকের মাতম। ঘটনার পর ভ্যাকু চালক পালিয়ে গেছে, ঐ ঘাটে বালু উত্তোলন আপাতত বন্ধ রয়েছে।
একইভাবে টাকার বিনিময় ইউএনও কে ম্যানেজ করে আত্রাই নদী কাশিপুর মৌজা, ভোগডোমা, নর্তনদী তথা বীরগঞ্জের বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলন চলছে মর্মে নিশ্চিত হওয়া গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী'র সাথে কথা হলে তিনি বলেন পানি উন্নয়ন বোর্ড এবং বিআইডব্লিউটিএ দিনাজপুর কর্তৃক ঐসব খননকৃত বালু ইজারা দেয়া হয়, শিশু নিহতের ঘটনায় তোফাজ্জল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করতে বলেন, তিনি কোন ঘাট থেকে বালু উঠবে কি না সেটা নির্ভর করে পাউবো'র উপর, আমরা তাদের আইনি সহায়তা করি মাত্র কিন্তু পাউবো দিনাজপুরের এসডিই'র মোঃ মাহাতাব আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন উল্টো কথা, তোফাজ্জল হোসেন উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগসাজসেই বালু উত্তোলন করে চলেছে, আমাদের কে তোয়াক্কাই করে না।
সচেতন মহলের দাবী সঠিক তদন্ত হলে থলের বিড়াল বেড়িয়ে আসবে, শিশু হত্যার দায় পাউবো দিনাজপুর এবং ইউএনও বীরগঞ্জ এড়াতে পারে না।
অভিযুক্ত তোফাজ্জল হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান আমি ইজারা নিয়েছি, আমার কাগজপত্র আছে।
এ ব্যপারে অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা মোঃ আব্দুল গফুরের সাথে কথা হলে তিনি বলেন নিহত শিশুর নানা অলোক রায়ের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে, অপরাধীদের কে আইনের আওতায় আনা হবে।

08/11/2024

বীরগঞ্জে অবৈধ বালু'র ঘাটে ভেকুর আঘাতে প্রা*ণ গেল শিশুর
রনজিৎ সরকার রাজ ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ ভাঁতগাও ব্রীজে অদুরে অবৈধ বালু'র ঘাটে ভেকুর আঘাতে সুজন রায় নামের ৮ বছরের শিশুকে হ*ত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে পাল্টাপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ দু*র্ঘটনা ঘটে। নিহত শিশুটি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার জাদুরানী গ্রামের সাগর রায়ের ছেলে।
বিচারের দাবিতে পরিবার ও এলাকাবাসীদের মাঝে উত্তেজনা বিরাজ সহ শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লা*শ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। স্থানীয়রা জানান, ঢেপা নদী থেকে ভেকুর সাহায্যে ওই এলাকার প্রভাবশালী জনৈক তোফাজ্জল হোসেন রাজা, সিদ্দিক হোসেন ও জসিম দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। নদী রক্ষার দাবিতে এলাকাবাসী ইতোপূর্বে মানববন্ধন করেও বন্ধ করতে পারেনি অবৈধ বালু উত্তোলন। শিশুটির দাদু অলক রায় বলেন, কালী পূজার সময় আমাদের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সকালে আমার নাতি সুজনসহ ৪-৫ জন শিশু নদীর চরে খেলার সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ভেকু সুজনকে আঘাত করে পানিতে ফেলে দেওয়ার বিষয়টি জানায় সহপাঠীরা। পরবর্তীতে নদী থেকে নাতিকে মৃ*ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পরেই ভেকু চালক পালিয়ে যায়।
এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল গফুর জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লা*শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বীরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপ...
01/11/2024

বীরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী টি বের হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জমিল উদ্দীন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর বর্মন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি ম্যানেজার রর্বাট কমল সরকার, বীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারি মোঃ ফেরদৌস খাঁন প্রমুখ। আলোচনা সভা শেষে ৩৩ জন যুবক-যুবতীদের মাঝে ১৫ লাখ ৩০ হাজার টাকার চেক রিতরণ, ৬০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর বর্মন।

30/10/2024

বীরগঞ্জে শিক্ষা অফিসার আবুল কালাম আজাদসহ ৭২ শিক্ষকের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদসহ ৭৩ শিক্ষকের বিদায় সংবর্ধনা ও ক্রেস প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০ অক্টোবর'২০২৪ দুপুরে শালবন কমিউনিটি মিলনায়তনে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মডেল স্কুল মোঃ গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন ইউআরসি'র কর্মকর্তা ইনেস্ট্রাক্টর মোস্তাকিমা খানম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাবেক শিক্ষক মোঃ হাবিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোছা: খায়রুন নাহার,গীতা রানী সরকার, পরিতোষ চন্দ্র সরকার, মো: মনিরুজ্জামান, মো: মাজেদুর রহমান, দিলীপ কুমার রায়, মো: এনামুল ইসলাম, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির আহবায়ক আসাদুজ্জামান বাবু, সহকারী শিক্ষক মো: আবুল কাশেম, কাল্ব সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মডেল স্কুল মোঃ শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ কে বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭২ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ-সময় উপজেলার সকল স্কুলের প্রধান শিক্ষক এবং অধিকাংশ স্কুলের সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বীরগঞ্জে ভোল্ট পাল্টিয়েছে প্রশাসন, রাতের আধারে খুনি রেন্টুর পেট্রোল পাম্প চালু।বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধ :দিনাজপুরের বীর...
30/10/2024

বীরগঞ্জে ভোল্ট পাল্টিয়েছে প্রশাসন, রাতের আধারে খুনি রেন্টুর পেট্রোল পাম্প চালু।

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধ :দিনাজপুরের বীরগঞ্জে জ্যোৎস্না ফিলিং স্টেশন ও ব্রিক্সস ফিল্ডের স্বত্ত্বাধিকারী ধনাঢ্য ও প্রভাবশালী
রতন কুমার সাহা রেন্টুর নেতৃত্বে ১৫ সেপ্টেম্বর'২৪ সকালে একদল ভুক্ত সন্ত্রাসী আইন নিজের হাতে তুলে নিয়ে প্রকাশ্য দিবালোকে স্থানীয় বহুল পরিচিত ও সহজ সরল কাঠ মিস্ত্রি রোস্তম আলী গাঠু'র পুত্র জীবন ইসলাম (২৫) কে বাড়ী হতে তুলে এনে প্রধান আসামী খুনি রেন্টু সাহার পাম্প সংলগ্ন গোডাউন বর্তমান জেনারেটর রুম হিসাবে ব্যবহৃত,
সেখানে আটক রেখে হত্যাকারী গ্রুপের সদস্যরা জীবন ইসলাম কে শারীরিকভাবে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এলাকাবাসী একটি ভ্যানে উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, অপরাপর অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালেই হত্যাকান্ডে নিহত যুবক জীবন ইসলামের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য দিমেক হাসপাতালে প্রেরন করেন।
এ ঘটনায় গোটা পৌরসভা এবং প্রতিবেশী ইউনিয়নের লোকজন একতাবদ্ধ হয়ে রিন্টুসহ অন্যান্যদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।
পরদিন ১৬ সেপ্টেম্বর'২০২৪ সকালে হাজার হাজার জনতা লাশ নিয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ ও প্রায় আড়াই ঘন্টাব্যপী রাস্তা অবরোধ করে রাখে।
প্রশাসন খুনি রিন্টু সাহা এবং অন্যান্যদেরকে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার আশ্বাস ও তাৎক্ষণিক তার পেট্রোল পাম্প বন্ধ (শীলগালা) করে দেন।
জনগনের প্রচন্ড চাপের মুখে হত্যাকান্ডের ৩২ ঘন্টা পর ১৬ সেপ্টেম্বর'২৪ থানায় প্রধান আসামী রিন্টু সাহা, পিচলা বাবু সহ ৯ জনের বিরুদ্ধে ১২ নম্বর হত্যা মামলার দায়ের করা হয়।
মাষ্টার নামীয় ১ জন আসামী কারাগারে আছেন মর্মে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম।
এসিল্যান্ড সহ অফিসার ইনচার্জ বিক্ষুব্ধ জনতাকে প্রতিশ্রুতি দিয়ে বলেন রিন্টু সাহাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করার পর কিংবা তিনি আদালতে আত্ম সমর্পণ করলেই পাম্প খুলে দেয়া হবে।
অর্থাৎ যতদিন খুনিদের কে আইনের আওতায় আনা হবে না,ততদিন পাম্প বন্ধ থাকবে।

কিন্তু কোন অদৃশ্য ক্ষমতা বলে কিংবা মোটা অংকের অবৈধ আর্থিক লেনদেনের বিনিময়ে অথবা কোন এক ক্ষকতাধরের আঙ্গুলের ইসারায় রাতের আধারে খুনি রিন্টু সাহা আত্ম গোপনে থেকেই তার পাম্প চালু করে দিলেন, তাহলে প্রশাসন কি ভোল্ট পাল্টিয়ে দিল ?

অবাক বাংলাদেশ, হতবাক বীরগঞ্জ বাসী!

প্রশাসনের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করায় আবার ফুঁসে উঠতে শুরু করেছে এলাকার মানুষ।

এ ব্যপারে গত ২৯ অক্টোবর'২৪ পাম্পের ম্যানেজার জীবন সাহা এবং রিন্টু সাহার ফার্ম ম্যনেজার নবাবের সাথে কথা হলে তারা জানান দীর্ঘ ৪২ দিন থেকে প্রশাসন অন্যায় ভাবে পাম্পটি বন্ধ করে রেখেছিল, আমাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে।

পাম্পটি বীরগঞ্জ পৌরসভার প্রভাবশালী এক নেতার পরামর্শে ও নির্দেশে ২৮ অক্টোবর'২৪ রাত ৮ টায় চালু করা হয়েছে।

এলাকাবাসী ও সোস্যাল মিডিয়ায় জানা গেছে বাদির সাথে আসামিদের ৩০ লাখ টাকায় আপোষ মিমাংসা হয়েছে।

হত্যাকান্ডের দিন থেকে এখন পর্যন্ত রেন্টু সাহার মোবাইল ফোন বন্ধ রয়েছে বিধায় তার সাথে কথা বলা সম্ভব হয় নাই।

মামলার বাদি রোস্তম আলী গাঠুর মোবাইল ফোন নম্বরটিও বন্ধ থাকায় বিষয়টি নিশ্চিত হওয়া যায় নি।

১৬ সেপ্টেম্বর'২৪ পাম্প বন্ধকারী সহকারী কমিশনার ভুমি বীরগঞ্জ দিপংকর বর্মন এবং অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা মোঃ আব্দুল গফুরের সাথে কথা তারা জ্যোৎস্না ফিলিং স্টেশন চালু হয়েছে এ বিষয় কিছুই জানেন না বলে সাফ জানিয়েছেন।

বীরগঞ্জে ইট ভাটায় দূর্ধষ ডাকাতি, ২ লক্ষ ২৮ হাজার টাকার মালামাল লুটরনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপু...
30/10/2024

বীরগঞ্জে ইট ভাটায় দূর্ধষ ডাকাতি, ২ লক্ষ ২৮ হাজার টাকার মালামাল লুট

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বিএনপি নেতার ইট ভাটায় দূর্ধষ ডাকাতি, ২ লক্ষ ২৮ হাজার টাকার মালামাল লুট, থানায় ডাকাতির অভিযোগ।

৩০ অক্টোবর বুধবার সকালে বীরগঞ্জ পৌর শহরের বাসিন্দা বিশিষ্ঠ ঠিকাদার ও ইটভাটা ব্যবসায়ী, দিনাজপুর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু) জানায়, উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের জোতরঘু গ্রামে তার প্রতিষ্ঠিত আরএস ব্রিক্স নামে একটি ইট ভাটায় ২৭ অক্টোবর রবিবার রাতে দূর্ধষ ডাকাতি সংগঠিত হয়েছে। ২০/২৫ জন ডাকাতের দল রাত ১২টার দিকে ভাটায় আক্রমন চালিয়ে নাইটগার্ডসহ ৫ জন কে আহত করে হাত পা ও মুখ বেধে রেখে ইটভাটার ৩টি ট্রান্সফর্মার, ১টি আইপিএস ও বিদ্যুতের ৬ কয়েল তার সহ কিছু মালামাল ডাকাতি করিয়া লুট করে নিয়া যায়। যাহার অনুমানিক মূল্য ২ লক্ষ ২৮ হাজার টাকা। উক্ত ঘটনায় থানায় ১টি ডাকাতির অভিযোগ দায়ের করি। আপর দিকে পাশর্^বতী বরেন্দ্র বহুমুখীর পরিচালিত পানির ডিপ মেসিন হতে আরো ৩টি সহ মোট ৬টি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে যায়।

সরজমিনে গেলে পূর্ব জোতরঘু গ্রামের মৃত পেশার উদ্দিনের পুত্র ইটভাটার নাইটগার্ড মোঃ মকলেছুর রহমান জানায়, আমি আমার ছেলে হাবিবুর রহমান রাতে ইটভাটায় থাকি। প্রতিদিনের ন্যায় ঐ রাতে আমার ছেলেকে ভাটায় রেখে আমি বাসায় খেতে যাই। রাত ১২টার দিকে ভাত খেয়ে ভাটায় আসলে দেখি ৬/৭ জন লোক আমার পিছনে এসে আমাকে ধরে ফেলে মারধর শুরু করে আহত করে রুমে নিয়ে গেলে দেখি আমার ছেলে হাবিবুর রহমান, পাশর্^বর্তী পুকুরের মাছ চাষী সাইফুল ইসলাম ও বদির উদ্দিন এবং পথযাত্রী রাজু নামক একজন সহ ৪ জনকে হাত, পা, চোখ ও মুখ বেধে মাটিতে ফেলে রাখে পরে তাদের সাথে আমার অবস্থাও সেরকম করে ফেলে রাখে। রুমে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন স্থানে প্রায় ২০/২৫ জন কে দেখতে পাই।

পুকুরের মাছ চাষী সাইফুল ইসলাম জানায়, আমি ও বদির উদ্দিন ভাটার পাশে সরকারী পুকুর লিজ নিয়ে মাছ চাষ করি। রাতে ২ জনে মাছ পাহারা দেই। ৮/১০ জন ডাকাত মারাত্বক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া পুকুরপাড়ের রুম হতে ধরে নিয়ে আসে ইটভাটায়। সেখানে আমাদের সকলকে মারধর করে মারাত্বক আতংক ও ভিতি তৈরি করে।

ইটভাটার ম্যানাজার ওবায়দুর রহমান জানায়, ভোরে আমি ভাটায় এসে তাদের বাধা অবস্থায় দেখে খুলেদিয়ে ভাটা মালিক রিজু ভাই সহ প্রতিষ্ঠানের সাথে যুক্তদেরকে ও এলাকাবাসীকে মোবাইলে, সাক্ষাতে জানাই। নাইটগার্ড মকলেছুর রহমানকে এলাকার হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি।

বরেন্দ্র বহুমুখীর প্রকৌশলী আবু সাদাত সায়েম বলেন, আমাদের ৩টি ট্রান্সফর্মার চুরি ঘটনাটি শুনে আমরা পরিদর্শন করে থানায় একটি অভিযোগ দিয়েছি।

বীরগঞ্জ পল্লী বিদুৎ ডিজিএম ফেদ্দৌস আলম জানায়, ৬টি ট্রান্সফর্মার চুরি ঘটনায় আমরা উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি ও আইনী ব্যবস্থা গ্রহন করছি।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানায়, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের টহল টিম মাঠে কাজ করছে।

বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলেকে পিটিয়ে জখম রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ...
30/10/2024

বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলেকে পিটিয়ে জখম


রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা মা ও ছেলেকে পিটিয়ে জখম করে আহত করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় বীরগঞ্জ থানায় অভিযোগ ও সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে। জানা গেছে, গত ২০/১০/২০২৪ইং তারিখে আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের পুলিন চন্দ্র রায়ের স্ত্রী ধলেশ্বরী রানী (৭০) ও ছেলে প্রভাত চন্দ্র রায়ের বাড়ীর পার্শ্ববর্তী এলাকার বিমল চন্দ্র রায়ের জমিতে দুটি ছাগল ঘাস খেতে যায়। প্রতিপক্ষরা ছাগল দুটি ধরে নিয়ে গিয়ে খোয়ারে না দিয়ে বাড়ীতে বেধে রাখে।
পরের দিন ছাগল দুটি আনার জন্য গেলে একই এলাকার বিমল চন্দ্র রায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বিমল চন্দ্র রায়ের ছেলে তাপস রায় (৩০), বিমল চন্দ্র রায় (৫৫) ও তাঁর স্ত্রী গীতা রানী রায়(৪২) লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে বৃদ্ধা ধনেশ্বরী রানী ও ছেলে প্রভাত রায়ের উপর হামলা চালায়। তাদের হত্যার উদ্দেশ্যে বিমল ধারালো ছোরা দিয়ে প্রভাত ও তার মায়ের মাথার মধ্যখানে কুপিয়ে রক্তাক্ত জখম এবং পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রভাতের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি'র পরামর্শ দেন। ঘটনার রাতই বীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২৭/১০/২০২৪ ইং তারিখে ভুক্তভোগী প্রভাত রায় বাদী হয়ে দিনাজপুর সিনিয়র জুটিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছে।

ধান ক্ষেতের ডোবা থেকে নবজাতকের লা*শ উদ্ধাররনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজ হওয়া...
27/10/2024

ধান ক্ষেতের ডোবা থেকে নবজাতকের লা*শ উদ্ধার

রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজ হওয়ার তিনদিন পর ধান ক্ষেতে মুহিবুল্লা (২) নামে এক শিশুর ম*রদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ছয়ঘটি গ্রামের পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতের ডোবা থেকে শিশুটির লা*শ উদ্ধার করা হয়।
মহিবুল্লা ওই এলাকার সাদিকুল ইসলামের ছেলে। স্থানীয় লোকজন ও পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম জানান,শিশু মহিবুল্লাহ গত তিনদিন ধরে নিখোঁজ হয়। রবিবার সকালে স্থানীয়রা শিশুটির মৃ*তদেহ ধান ক্ষেতের পাশে একটি ডোবার মধ্যে পড়ে থাকতে দেখতে পেয়ে পাশের বাড়ির লোকজনকে খবর দেন। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লা*শ উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। শত শত নারী-পুরুষ উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় জমায়। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল গফুর জানান, বিষয়টি জানার পর খোঁজখবর নেওয়ার জন্য থানার এস আই রাজিউর রহমানকে পাঠানো হয়েছে। আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করবো।

Address


Alerts

Be the first to know and let us send you an email when CRIME360.net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CRIME360.net:

  • Want your business to be the top-listed Media Company?

Share