
04/12/2024
চলমান সহিংসতায় মূলতঃ ধর্মীয় অনুভূতির চরিত্রটা মূখ্য নয়। বিশ্বব্যাপী রাজনৈতিক বিবেচনায় ধর্মীয় অনুভূতিতে উসকানি মূলক রং লাগানোর অপচেষ্টা চলমান।
গত কয়েকদিনের প্রবাহে দেশ বিদেশের সংবাদ বিশ্লেষণ ও জ্ঞানীদের নানামুখী আলোচনায় এটাই প্রতিয়মান হয়,প্রতিবেশী দেশের অতিউৎসাহী কিছু সম্প্রচার প্রতিষ্ঠান অসত্য তত্ব,তথ্য ও উপাত্ত নির্ভর সংবাদ প্রকাশ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টায় লিপ্ত।
বাংলাদশের প্রাজ্ঞদের মতে কিছু মানুষের মতিবিভ্রম ঘটেছে। সুস্থ চিন্তাভাবনা তাদের মাথায় কোনোভাবেই ঢুকছে না। তারা শোকে কাতর।
উল্লেখ্য বিশ্বের অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশকে জড়িয়ে মিথ্যা তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করছে না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বৈষম্য নীতি অনুসরণসহ বিমাতা সুলভ আচরণ করছেন বলে বিস্তর অভিযোগ রয়েছে। যা পররাষ্ট্র নীতির পরিপন্থী। পাশাপাশি বৈদেশিক বাণিজ্য নীতির অন্তরায় বটে।