08/10/2025
'গণতান্ত্রিক শক্তিগুলোকে এগিয়ে নিতে সকল দলকে সুযোগ করে দিতে হবে বলেন জনতার দলের মহাসচিব আজম খান
নরসিংদী থেকে আসিফ খান : -জনতার দল নরসিংদী জেলা ও সদর উপজেলা কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জনতার দল কেন্দ্রীয় কমিটির মহাসচিব, বীরমুক্তিযোদ্ধা আজম খান। জনতার দল নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আলতাফ হোসেন'র সভাপতিত্বে এসময় ভার্চুয়ালি যুক্ত হন জনতার দল থেকে নরসিংদী ৩ শিবপুর থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি মো: এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন জনতার দল কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মো.মাহবুব আলম, যুবনেতা সোলাইমান শেখ, ছাত্রনেতা মাছুম আহমেদ, শিবপুর উপজেলা জনতার দলের আহবায়ক মো: মোরাদ ভূঁইয়া, ছাত্র জনতার দল নরসিংদী জেলা শাখার সদস্য সচিব মাজহারুল ইসলাম, ছাত্র জনতার দল রায়পুরা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক তুহিন চৌধুরীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
৮ অক্টোবর বিকেলে নরসিংদীস্থ চিনিশপুরে দলীয় জেলা ও সদর উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন জনতার দলের মহাসচিব। এসময় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আজম খান বলেন-'নির্বাচন কমিশন নতুন দলের নিবন্ধন প্রক্রিয়াকে কঠিন করে রেখেছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সকল দলকে সুযোগ করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কাগুজে নিয়মের বেড়াজালে আবদ্ধ করে একটি রাজনৈতিক অগ্রযাত্রা সফল হতে পারে না। তবুও আমরা রাষ্ট্রের নিয়ম মেনে সকল শর্ত পূরণের চেষ্টা করতেছি। নরসিংদী, গাজীপুর, লালমনিরহাটসহ আমাদের যে গণজোয়ার তৈরি হয়েছে তাতে নতুন হিসেবে আমরা মুগ্ধ। আগামী দিনের রাজনীতিতে ভালো মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করে আমরা জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চাই।
আমরা পেশাজীবি ও ভালো মানুষদের রাজনীতিতে আগ্রহী করতে কাজ করছি৷ ভালো মানুষ রাজনীতিতে আসলেই, সৎ মানুষের রাজনীতিতে দেশ এগিয়ে যাবে।'
জানা যায়, জনতার দল প্রতিষ্ঠায় অল্প সময়ে নরসিংদী সদর, রায়পুরা ও শিবপুর উপজেলায় পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দ্রুতই সকল উপজেলা এবং ইউনিয়ন, পৌরসভা পর্যায়ে কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়ে যাবে।