
10/07/2025
কথাটা সত্য।
🌿 "জীবনে খুশি থাকার জন্য অনেক কিছু দরকার, টাকা তার মধ্যে একটা – কিন্তু সব কিছু না!" 🌿
সত্যি বললে, কিছু সুখ টাকা দিয়ে কেনা যায় না।
একটা নির্জন পাহাড়,
সবুজে ঘেরা কোনো গ্রাম,
নীল জলের পাশে বসে থাকা –
এই ঘুরে বেড়ানোর মুহূর্তগুলোতে যে প্রশান্তি মেলে, তা কোনো ব্যাংক ব্যালেন্সে মেলে না।
সময় দিন নিজেকে,
সময় দিন প্রিয়জনকে।
টাকার জন্য নয় – জীবনের জন্য বাঁচুন।
একটা ব্যাগ, একটু সময় আর ঘুরে বেড়ানোর ইচ্ছা – এতটুকু থাকলেই খুশি থাকা যায়।
📍চলুন, একটু ঘুরে আসি। হয়তো সেই পথেই খুঁজে পাবো সত্যিকারের সুখ। 😊